Monday, November 16, 2020

88.সুরাহ আল গাশিয়াহ (1-26)

 

88.সুরাহ আল গাশিয়াহ (1-26)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরুকরছি আল্লাহর নামে যিনি পরমকরুণাময়, অতি দয়ালু[1] ﻫَﻞ ﺃَﺗﻯٰﻚَ ﺣَﺪﻳﺚُ ﺍﻟﻐٰﺸِﻴَﺔِ[1] আপনার কাছে আচ্ছন্নকারীকেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?[1] Has there come to you the narrationof the overwhelming (i.e. the Day ofResurrection)?[2] ﻭُﺟﻮﻩٌ ﻳَﻮﻣَﺌِﺬٍ ﺧٰﺸِﻌَﺔٌ[2] অনেক মুখমন্ডল সেদিন হবেলাঞ্ছিত,[2] Some faces, that Day, will behumiliated (in the Hell-fire, i.e. the facesof all disbelievers, Jews and Christians).[3] ﻋﺎﻣِﻠَﺔٌ ﻧﺎﺻِﺒَﺔٌ[3] ক্লিষ্ট, ক্লান্ত।[3] Labouring (hard in the worldly lifeby worshipping others besides Allâh),weary (in the Hereafter with humilityand disgrace).[4] ﺗَﺼﻠﻰٰ ﻧﺎﺭًﺍ ﺣﺎﻣِﻴَﺔً[4] তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।[4] They will enter in the hot blazingFire,[5] ﺗُﺴﻘﻰٰ ﻣِﻦ ﻋَﻴﻦٍ ﺀﺍﻧِﻴَﺔٍ[5] তাদেরকে ফুটন্ত নহর থেকে পানকরানো হবে।[5] They will be given to drink from aboiling spring,[6] ﻟَﻴﺲَ ﻟَﻬُﻢ ﻃَﻌﺎﻡٌ ﺇِﻟّﺎ ﻣِﻦﺿَﺮﻳﻊٍ[6] কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যেকোন খাদ্য নেই।[6] No food will there be for them but apoisonous thorny plant,[7] ﻻ ﻳُﺴﻤِﻦُ ﻭَﻻ ﻳُﻐﻨﻰ ﻣِﻦﺟﻮﻉٍ[7] এটা তাদেরকে পুষ্ট করবে না এবংক্ষুধায়ও উপকার করবে না।[7] Which will neither nourish nor availagainst hunger[8] ﻭُﺟﻮﻩٌ ﻳَﻮﻣَﺌِﺬٍ ﻧﺎﻋِﻤَﺔٌ[8] অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,[8] (Other) faces, that Day, will be joyful,[9] ﻟِﺴَﻌﻴِﻬﺎ ﺭﺍﺿِﻴَﺔٌ[9] তাদের কর্মের কারণে সন্তুষ্ট।[9] Glad with their endeavour (for theirgood deeds which they did in this world,along with the true Faith of IslâmicMonotheism).[10] ﻓﻰ ﺟَﻨَّﺔٍ ﻋﺎﻟِﻴَﺔٍ[10] তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।[10] In a lofty Paradise[11] ﻻ ﺗَﺴﻤَﻊُ ﻓﻴﻬﺎ ﻟٰﻐِﻴَﺔً[11] তথায় শুনবে না কোন অসারকথাবার্তা।[11] Where they shall neither hearharmful speech nor falsehood,[12] ﻓﻴﻬﺎ ﻋَﻴﻦٌ ﺟﺎﺭِﻳَﺔٌ[12] তথায় থাকবে প্রবাহিত ঝরণা।[12] Therein will be a running spring,[13] ﻓﻴﻬﺎ ﺳُﺮُﺭٌ ﻣَﺮﻓﻮﻋَﺔٌ[13] তথায় থাকবে উন্নত সুসজ্জিতআসন।[13] Therein will be thrones raised high,[14] ﻭَﺃَﻛﻮﺍﺏٌ ﻣَﻮﺿﻮﻋَﺔٌ[14] এবং সংরক্ষিত পানপাত্র[14] And cups set at hand[15] ﻭَﻧَﻤﺎﺭِﻕُ ﻣَﺼﻔﻮﻓَﺔٌ[15] এবং সারি সারি গালিচা[15] And cushions set in rows,[16] ﻭَﺯَﺭﺍﺑِﻰُّ ﻣَﺒﺜﻮﺛَﺔٌ[16] এবং বিস্তৃত বিছানো কার্পেট।[16] And rich carpets (all) spread out[17] ﺃَﻓَﻼ ﻳَﻨﻈُﺮﻭﻥَ ﺇِﻟَﻰ ﺍﻹِﺑِﻞِﻛَﻴﻒَ ﺧُﻠِﻘَﺖ[17] তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করেনা যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?[17] Do they not look at the camels, howthey are created?[18] ﻭَﺇِﻟَﻰ ﺍﻟﺴَّﻤﺎﺀِ ﻛَﻴﻒَﺭُﻓِﻌَﺖ[18] এবং আকাশের প্রতি লক্ষ্য করেনা যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?[18] And at the heaven, how it is raised?[19] ﻭَﺇِﻟَﻰ ﺍﻟﺠِﺒﺎﻝِ ﻛَﻴﻒَﻧُﺼِﺒَﺖ[19] এবং পাহাড়ের দিকে যে, তাকিভাবে স্থাপন করা হয়েছে?[19] And at the mountains, how they arerooted (and fixed firm)?[20] ﻭَﺇِﻟَﻰ ﺍﻷَﺭﺽِ ﻛَﻴﻒَﺳُﻄِﺤَﺖ[20] এবং পৃথিবীর দিকে যে, তাকিভাবে সমতল বিছানো হয়েছে?[20] And at the earth, how it isoutspread?[21] ﻓَﺬَﻛِّﺮ ﺇِﻧَّﻤﺎ ﺃَﻧﺖَ ﻣُﺬَﻛِّﺮٌ[21] অতএব, আপনি উপদেশ দিন, আপনিতো কেবল একজন উপদেশদাতা,[21] So remind them (O Muhammad(SAW)) — you are only a one whoreminds.[22] ﻟَﺴﺖَ ﻋَﻠَﻴﻬِﻢ ﺑِﻤُﺼَﻴﻄِﺮٍ[22] আপনি তাদের শাসক নন,[22] You are not a dictator over them —[23] ﺇِﻟّﺎ ﻣَﻦ ﺗَﻮَﻟّﻰٰ ﻭَﻛَﻔَﺮَ[23] কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ওকাফের হয়ে যায়,[23] Save the one who turns away anddisbelieves.[24] ﻓَﻴُﻌَﺬِّﺑُﻪُ ﺍﻟﻠَّﻪُ ﺍﻟﻌَﺬﺍﺏَﺍﻷَﻛﺒَﺮَ[24] আল্লাহ তাকে মহা আযাব দেবেন।[24] Then Allâh will punish him with thegreatest punishment.[25] ﺇِﻥَّ ﺇِﻟَﻴﻨﺎ ﺇِﻳﺎﺑَﻬُﻢ[25] নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারইনিকট,[25] Verily, to Us will be their return;[26] ﺛُﻢَّ ﺇِﻥَّ ﻋَﻠَﻴﻨﺎ ﺣِﺴﺎﺑَﻬُﻢ[26] অতঃপর তাদের হিসাব-নিকাশআমারই দায়িত্ব।[26] Then verily, for Us will be theirreckoning.
Surah Al
Ghashiyah
Advertisement
Earn upto $50k per month just
to try out my efranchise
Total amount earned :
$120Today Join For Free!
Just got paid $120 bonus)
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
আপনার কাছে আচ্ছন্নকারী
কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
2.
অনেক মুখমন্ডল সেদিন হবে
লাঞ্ছিত,
3.
ক্লিষ্ট, ক্লান্ত।
4.
তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
5.
তাদেরকে ফুটন্ত নহর থেকে পান
করানো হবে।
6.
কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের
জন্যে কোন খাদ্য নেই।
7.
এটা তাদেরকে পুষ্ট করবে না এবং
ক্ষুধায়ও উপকার করবে না।
8.
অনেক মুখমন্ডল সেদিন হবে,
সজীব,
9.
তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
10.
তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
11.
তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
12.
তথায় থাকবে প্রবাহিত ঝরণা।
13.
তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
14.
এবং সংরক্ষিত পানপাত্র
15.
এবং সারি সারি গালিচা
16.
এবং বিস্তৃত বিছানো কার্পেট।
17.
তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে
না যে, তা কিভাবে সৃষ্টি করা
হয়েছে?
18.
এবং আকাশের প্রতি লক্ষ্য করে না
যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
19.
এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে
স্থাপন করা হয়েছে?
20.
এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে
সমতল বিছানো হয়েছে?
21.
অতএব, আপনি উপদেশ দিন, আপনি
তো কেবল একজন উপদেশদাতা,
22.
আপনি তাদের শাসক নন,
23.
কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও
কাফের হয়ে যায়,
24.
আল্লাহ তাকে মহা আযাব দেবেন।
25.
নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই
নিকট,
26.
অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই
দায়িত্ব।

No comments:

Post a Comment

Translate