Monday, November 16, 2020

95.সুরাহ আত-তীন(1-8)

 

95.সুরাহ আত-তীন(1-8)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻭَﺍﻟﺘّﻴﻦِ ﻭَﺍﻟﺰَّﻳﺘﻮﻥِ
[1] শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
[1] By the fig, and the olive,
[2] ﻭَﻃﻮﺭِ ﺳﻴﻨﻴﻦَ
[2] এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
[2] By Mount Sinai,
[3] ﻭَﻫٰﺬَﺍ ﺍﻟﺒَﻠَﺪِ ﺍﻷَﻣﻴﻦِ
[3] এবং এই নিরাপদ নগরীর।
[3] By this city of security (Makkah) ,
[4] ﻟَﻘَﺪ ﺧَﻠَﻘﻨَﺎ ﺍﻹِﻧﺴٰﻦَ ﻓﻰ
ﺃَﺣﺴَﻦِ ﺗَﻘﻮﻳﻢٍ
[4] আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর
অবয়বে।
[4] Verily, We created man in the best
stature (mould),
[5] ﺛُﻢَّ ﺭَﺩَﺩﻧٰﻪُ ﺃَﺳﻔَﻞَ ﺳٰﻔِﻠﻴﻦَ
[5] অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি
নীচ থেকে নীচে।
[5] Then We reduced him to the lowest of
the low,
[6] ﺇِﻟَّﺎ ﺍﻟَّﺬﻳﻦَ ﺀﺍﻣَﻨﻮﺍ ﻭَﻋَﻤِﻠُﻮﺍ
ﺍﻟﺼّٰﻠِﺤٰﺖِ ﻓَﻠَﻬُﻢ ﺃَﺟﺮٌ ﻏَﻴﺮُ
ﻣَﻤﻨﻮﻥٍ
[6] কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে
ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে
অশেষ পুরস্কার।
[6] Save those who believe (in Islâmic
Monotheism) and do righteous deeds,
Then they shall have a reward without
end (Paradise).
[7] ﻓَﻤﺎ ﻳُﻜَﺬِّﺑُﻚَ ﺑَﻌﺪُ ﺑِﺎﻟﺪّﻳﻦِ
[7] অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ
কেয়ামতকে?
[7] Then what (or who) causes you (O
disbelievers) to deny the Recompense
(i.e. Day of Resurrection)?
[8] ﺃَﻟَﻴﺲَ ﺍﻟﻠَّﻪُ ﺑِﺄَﺣﻜَﻢِ
ﺍﻟﺤٰﻜِﻤﻴﻦَ
[8] আল্লাহ কি বিচারকদের মধ্যে
শ্রেষ্টতম বিচারক নন?
[8] Is not Allâh the Best of judges?
Bangla translation of Quran. Developed
by Syed Mohammad Rasel
Surah Al Tin
Advertisement
Earn upto $50k per month just
to try out my efranchise
Total amount earned :
$120Today Join For Free!
Just got paid $120 bonus)
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
শপথ আঞ্জীর (ডুমুর) ও
যয়তুনের,
2.
এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
3.
এবং এই নিরাপদ নগরীর।
4.
আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর
অবয়বে।
5.
অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ
থেকে নীচে।
6.
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও
সৎকর্ম করেছে, তাদের জন্যে
রয়েছে অশেষ পুরস্কার।
7.
অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ
কেয়ামতকে?
8.
আল্লাহ কি বিচারকদের মধ্যে
শ্রেষ্টতম বিচারক নন?

No comments:

Post a Comment

Translate