Sunday, December 12, 2021

ভাবী’ কি মায়ের মত???

 ভাবী’ কি মায়ের মত???

আমাদের সমাজে প্রচলিত আছে `ভাবী’ হল মায়ের মত। ভাবী তাই দেবরের সামনে পর্দার কোন প্রয়জনীয়তা মনেই করে না। ঘরের মধ্যে ভাবীসাব দেবরের সাথে কত কিছু যে শেয়ার করে। ͑͑͑͑ ͑

আমাদের দেশের প্রবাদঃ
স্বামী আমার যেমন -তেমন / দেবর আমার মনের মতন” –

এসব নোংরা কথা প্রায়ই শুনতে পাই। আর ভাবীকে এখানে -সেখানে নেওয়ার কাজটা দেবরই ভাল করে করতে পারে। এমন কি শ্বশুর-শাশুড়িও মনে করে যে বড় বউ একটু বাইরে যাবে তো এক্ষেত্রে আমার ছোট ছেলেই নিয়ে যাক।

কিন্তু আসল ঘটনা কি?

আমরা মাঝে মাঝে শুনতে পাই কিংবা পএিকায় দেখি যে, দেবর তার ভাবীকে নিয়ে পালিয়ে গেছে।

এটা কেমন কথা হল? ভাবী’ কি মায়ের মত!

ছেলেতো মাকে নিয়ে ভেগে যাওয়ার কথা না!

এটা কেমন মা যে দেবর নামক ছেলেটি ভাবী
নামক মাকে নিয়ে ভেগে গেল? সত্যি উদ্ভট!

ভাবী কি করে মায়ের মত হয়?

ভাবী তো মাহরাম নয়। ভাই মারা গেলে ভাবীকে বিয়া করা যায়।

দেবরের সামনে ভাবীকে পর্দা করতে হবে। আর
ঘরের ইদুর বেড়া কাটলে সে ঘর টিকে থাকে না।

তেমনি ভাবীর জন্য দেবর হল সবচেয়ে বিপদজনক।

আল্লাহ্ যেখানে এটা হারাম করেছেন সেখানে
লোকেরা কিভাবে এটা হালাল করতে পারে?

তাহলে কি সমাজের লোকেরা নিজেরাই
বিধানদাতা?

সমাজের এসব অশ্লীল প্রচলন থেকে বের হয়ে
আসতে হবে এবং কোরআন ও সহীহ হাদীসের জ্ঞান অর্জন করতে হবে।

রাসুল (সাঃ) বলেন- তোমরা নারীদের নিকট
প্রবেশ করা থেকে সাবধান থেকো।
একথা শুনে আনসার গোত্রের একব্যক্তি
জিজ্ঞাসা করল- “কিন্তু দেবর সম্পর্কে আপনার
মত কি?
রাসুল (সাঃ) বললেন- দেবর তো মৃত্যু সমতুল্য।
(বুখারীঃ ৫২৩২, মুসলিমঃ ২১৭২)

চিন্তা করুন! ইসলাম যেখানে দেবরকে মৃত্যু সমতুল্য বলে ঘোষণা দিল সেখানে ভাবী মায়ের মত কি করে হতে পারে?
.
.
.
আল্লাহ্ আমাদের এই ধরণের সীমালঙ্ঘন থেকে
বেঁচে থাকার তৌফিক দিন।

No comments:

Post a Comment

Translate