Friday, December 10, 2021

ঈদের জামাআত না পেলে কি করব? কাযা আদায় করতে হবে কি?

 ঈদের জামাআত না পেলে কি করব? কাযা আদায় করতে হবে কি?

অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

উত্তর : অনেক বিজ্ঞ উলামায়ে কিরামের মতে দু’ রাকআত কাযা আদায় করতে হবে।

অপরদিকে আমাদের হানাফী মাযহাবের ইমাম আবূ হানীফা (রহ.) বলেছেন, ঈদের স্বলাত ধরতে না পারলে ইচ্ছা করলে কাযা আদায় করতে পারে। আর না করলেও কোন অসুবিধা নেই। যদি আদায় করে তবে চার রাক’আতও আদায় করতে পারে, আবার দু’ রাক’আতও পারে।

যে ব্যক্তি জামাত পাবে না সে একাও পড়তে পারে, আবার দু’ তিনজন পুরুষ বা নারী হোক তাদেরকে নিয়ে জামাতেও পড়তে পারে। সেক্ষেত্রে খুৎবা দেয়া প্রয়োজন নেই।

একবার আনাস রাদিআল্লাহু আনহু ঈদের জামাআত না পেয়ে নিজ পরিবারের সদস্যদের নিয়ে দু’রাক’আতে স্বলাত আদায় করেছিলেন। (বুখারী)

জামা’আতে যদি এক রাক’আত কম পায় তাহলে বাকী এক রাক’আত নিজে নিজে পড়ে নিবে।

>>>>>{কৃতজ্ঞতাঃ Hadith Online BD}<<<<<

ঈদের স্বলাতের সময় কখন শুরু ও শেষ হয়?

অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

উত্তর : সূর্যোদয়ের পনর/বিশ মিনিট পর থেকে যোহরের স্বলাতের পনর/বিশ মিটিন পূর্বে পর্যন্ত ঈদের স্বলাতের সময় যাকে এ সময়টি স্বলাতুদ দুহা (অর্থাৎ চাশতের স্বলাতের) সময়। এ চাশতের স্বলাত আর ঈদের স্বলাতের সময় একই।

হাদীসে আছে,

عَنْ جُنْدُبٍ قَالَ كَانَ النَّبِيُّ -صلى الله عليه وسلم- يُصَلِّيْ بِنَا الْفِطْرَ وَالشَّمْسَ عَلٰى قَيْدِ رَمْحَيْنِ وَالأَضْحَى عَلَى قَيْدِ رَمْحٍ

জুনদুব রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে, নাবী (ﷺ) আমাদেরকে নিয়ে ঈদুল ফিতরের স্বলাত আদায় করতেন সূর্য যখন দু’ বর্শা পরিমাণ উপরে উঠত এবং ঈদুল আয্ হা আদায় করতেন সূর্য যখন এক বর্শা পরিমাণ উপরে উঠত। (ফিকহুস সুন্নাহ)

>>>>>{কৃতজ্ঞতাঃ Hadith Online BD}<<<<<

No comments:

Post a Comment

Translate