Monday, October 23, 2023

সর্বোত্তম স্ত্রী কে

 যে নারী তার স্বামীকে দ্বীন পালনে এবং আখিরাতের কাজে সাহায্য করে সেই সর্বোত্তম স্ত্রী। এ বিষয়ে কতিপয় হাদিস বর্ণিত হয়েছে। যেমন:

◈ আবু হুরাইরা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

رَحِمَ اللَّهُ رَجُلاً قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى وَأَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ فَإِنْ أَبَتْ رَشَّ فِي وَجْهِهَا الْمَاءَ رَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ وَأَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى فَإِنْ أَبَى رَشَّتْ فِي وَجْهِهِ الْمَاءَ

“আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া করুন যে রাতে উঠে সালাত আদায় করে এবং তার স্ত্রীকেও জাগায়। তারপর সেও সালাত পড়ে। আর যদি সে (স্ত্রী) ঘুম থেকে উঠতে না চায়, তাহলে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। আল্লাহ সেই মহিলার প্রতি দয়া করুন যে রাতে উঠে সালাত আদায় করে এবং তার স্বামীকেও জাগিয়ে দেয়। আর সেও সালাত পড়ে। আর সে ঘুম থেকে জাগতে অস্বীকার করলে সে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়।” [কুতুবুত সিত্তাহ, হাসান সহীহ। তাহকিক মিশকাত, হা/ ১২৩০, সহীহ আবু দাউদ, হা/১১৮১-হাসান।]
এ হাদিসের আলোকে এটাও প্রমাণিত হয় যে, সেই স্বামী উত্তম যে, তার স্ত্রীকে দ্বীন পালনে সাহায্য করে।

◈ সাওবান রা. হতে বর্ণিত। তিনি বলেন, যখন কুরআনের এ আয়াতটি নাজিল হলো: (আল্লাহ তাআলা বলেন,)

وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ

‘‘আর যারা সোনা-রূপা পুঞ্জীভূত করে।” [সূরা তওবা:৩৪] তখন আমরা কোন এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম। এমন সময় জনৈক সাহাবি বললেন, “এ কথা সোনা-রূপা সম্পর্কে নাজিল হলো। যদি আমরা জানতাম কোন সম্পদ উত্তম তাহলে তবে জমা করে রাখতাম।
তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন,
أفضلُهُ لسانٌ ذاكرٌ وقلبٌ شاكرٌ وزوجةٌ مؤمنةٌ تعينُهُ على إيمانِه
❝তোমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো, আল্লাহর জিকির কারী জিহ্বা, কৃতজ্ঞতা স্বীকার কারী অন্তর ও ইমানদার স্ত্রী যে তার (স্বামীর) ঈমানের ব্যাপারে সহযোগিতা করে।❞ [আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ-সহীহ লিগয়রিহী]

◈ অন্য সূত্রে সাওবান রা. থেকে বর্ণিত। তিনি বলেন, যখন সোনা-রূপার ব্যাপারে যা নাজিল হওয়া হলো। তখন সাহাবিগণ বলেন, “তাহলে আমরা কোন সম্পদ গ্রহণ করবো?” তখন উমর রা. বলেন, আমি এ বিষয়ে জেনে তোমাদের জানাবো। অতঃপর তিনি তার উট দ্রুত হাঁকিয়ে গিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাত পেয়ে গেলেন। আমিও (সাওবান রা.) তার পেছনে পেছনে গেলাম। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কোন সম্পদ গ্রহণ করবো?
তিনি বললেন,

لِيَتَّخِذْ أَحَدُكُمْ قَلْبًا شَاكِرًا وَلِسَانًا ذَاكِرًا وَزَوْجَةً مُؤْمِنَةً تُعِينُ أَحَدَكُمْ عَلَى أَمْرِ الْآخِرَةِ

❝তোমাদের প্রত্যেকেই যেন গ্রহণ করে, কৃতজ্ঞ অন্তর, জিকির কারী জিহ্বা এবং এমন ইমানদার স্ত্রী যে আখিরাতের কাজে তাকে সহায়তা করবে।❞ [সুনানে ইবনে মাজাহ, অধ্যায়: ৯/ বিয়ে, পরিচ্ছেদ: ৯/৫. সর্বোত্তম নারী-সহিহুল জামে-আলাবানি, হা/৫৩৫৫]
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate