Wednesday, December 1, 2021

রমজান মাসে ওষুধ খেয়ে ঋতুস্রাব বন্ধ রাখার হুকুম কি?

 উত্তর: হজ্জ ও উমরা আদায়, রামাযান মাসে রোজা রাখা, রমাযানের শেষ দশকে ইবাদত-বন্দেগী করা বা অন্য কোন কল্যাণময় কাজের উদ্দেশ্যে যদি ওষুধ খেয়ে ঋতুস্রাব বিলম্বিত করা হয় তাহলে শরীয়তের দৃষ্টিতে এতে কোন সমস্যা নেই যদি তাতে স্বাস্থ্যগত কোন ক্ষতি না হয়। স্বাস্থ্যগত ক্ষতি হলে তখন তা করা বৈধ হবে না। তাই অভিজ্ঞ ও বিশ্বস্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা করা উচিৎ। (বিন বায রহ., উসাইমীন রহ. প্রমূখ)

আল্লাহ তাওফিক দান করুন। আমীন।

উপরোক্ত বিষয়ে সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি আল্লামা আব্দুল্লাহ বিন বায রাহমাতুল্লাহি আলাইহ এর ফতোয়ার লিংক: https://binbaz.org.sa/…/حكم-استعمال-حبوب-منع-العادة-الشهرية…

————
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।

No comments:

Post a Comment

Translate