Thursday, January 8, 2026

ছেলে সন্তানের পক্ষ থেকে একটি ছাগল আকিকা করার বিধান

 প্রশ্ন: আল্লাহ আমাকে এক বছর আগে একটি ছেলে সন্তান দান করেছেন। আমরা তার আকিকা হিসেবে দুটি ছাগল জবেহ করার নিয়ত করেছিলাম এবং টাকাও জমিয়েছিলাম। কিন্তু কেনার সময় আমরা দুটি ছোট খাসির বদলে একটি বড় খাসি কিনেছি এই ভেবে যে, এটিতে মাংস বেশি হবে। এখন প্রশ্ন হলো, এটি কি জায়েজ হয়েছে? নাকি আমাদের আরেকটি ছাগল জবেহ করতে হবে? বর্তমানে বাচ্চার বয়স এক বছর।

উত্তর: আপনাদের ওপর দ্বিতীয় আরেকটি ছাগল জবেহ করা আবশ্যক নয় এবং আপনারা যা করেছেন তাতেই আকিকা আদায় হয়ে গেছে। তবে এটি উত্তম নিয়মের খেলাফ হয়েছে। কারণ ছেলের পক্ষ থেকে দুটি ছাগল জবেহ করা পূর্ণাঙ্গ আমল।
যেমনটি━রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
مَنْ وُلِدَ لَهُ مَوْلُودٌ فَأَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْهُ فَلْيَفْعَلْ: عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافِأَتَانِ وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ
“যার কোনও সন্তান জন্ম নেয় এবং সে তার পক্ষ থেকে পশু জবেহ (আকিকা) করতে চায়, সে যেন তা করে: ছেলের জন্য সমমানের দুটি ছাগল এবং মেয়ের জন্য একটি ছাগল।” [মুসনাদে আহমদ ও অন্যান্য, আরনাউত এটিকে সহিহ বলেছেন]
তবে নবজাতক ছেলে হোক বা মেয়ে—একটির মাধ্যমেও আকিকা আদায় হয়ে যায়। এ প্রসঙ্গে আল্লামা খলিল মালিকী (রহ.) তার ‘মুখতাসার’ গ্রন্থে বলেন: “সন্তান জন্মের সপ্তম দিনে দিনের বেলা কোরবানির পশুর যোগ্য একটি পশু জবেহ করা মুস্তাহাব।”
এর কারণ হল ━
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ كَبْشًا كَبْشًا
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান ও হুসাইন (রাদিয়াল্লাহু আনহুমা)-এর পক্ষ থেকে একটি করে দুম্বা আকিকা করেছেন।” [আবু দাউদ, আলবানি এটিকে সহিহ বলেছেন]
মোটকথা, ছেলের আকিকায় দুটি ছাগল দেওয়া সুন্নাহ ও উত্তম।‌ তবে একটি দিলেও আকিকা হয়ে যাবে। [উৎস: ইসলাম ওয়েব]
▪️ চার সন্তানের পক্ষ থেকে কি একটি ছাগল আকিকা হিসেবে যথেষ্ট?
প্রশ্ন: যদি কোনও ব্যক্তির চার জন সন্তান থাকে তবে কি সে সবার পক্ষ থেকে একটি ছাগল দিয়ে আকিকা করতে পারবে? নাকি তাকে সংখ্যা পূর্ণ করতে হবে? (অর্থাৎ প্রত্যেক সন্তানের জন্য আলাদা আলাদা আকিকা দিতে হবে?)
উত্তর: সুন্নত হল, প্রত্যেক (ছেলে) সন্তানের পক্ষ থেকে দুটি করে ছাগল আকিকা দেওয়া। কিন্তু যদি পিতা অপারগ হন এবং একটি করে ছাগল দিয়ে আকিকা করেন তবে বাকি সওয়াব ইনশাআল্লাহ তিনি পেয়ে যাবেন। সামর্থ্য থাকলে একটি করে দেবেন। এরপর দ্বিতীয়টি দেওয়ার সামর্থ্য হলে তাও দেবেন। আর যদি একদমই সামর্থ্য না থাকে তবে তা আবশ্যক নয়।
কারণ━আল্লাহ তাআলা বলেছেন:
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ
“তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো (অর্থাৎ সাধ্যমতো আমল করো)।” [সূরা তাগাবুন: ১৬]
উত্তর প্রদানে: শাইখ আব্দুল আজিজ বিন বাজ রাহ. (সৌদি আরবের সাবেক প্রধান মুফতি)।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
অনুবাদ: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

No comments:

Post a Comment

Translate