Monday, November 16, 2020

114.সুরাহ আন নাস(1-6)

 

114.সুরাহ আন নাস(1-6)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻗُﻞ ﺃَﻋﻮﺫُ ﺑِﺮَﺏِّ ﺍﻟﻨّﺎﺱِ
[1] বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি
মানুষের পালনকর্তার,
[1] Say: “I seek refuge with (Allâh) the
Lord of mankind,
[2] ﻣَﻠِﻚِ ﺍﻟﻨّﺎﺱِ
[2] মানুষের অধিপতির,
[2] “The King of mankind —
[3] ﺇِﻟٰﻪِ ﺍﻟﻨّﺎﺱِ
[3] মানুষের মা’বুদের
[3] “The Ilâh (God) of mankind,
[4] ﻣِﻦ ﺷَﺮِّ ﺍﻟﻮَﺳﻮﺍﺱِ
ﺍﻟﺨَﻨّﺎﺱِ
[4] তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা
দেয় ও আত্নগোপন করে,
[4] “From the evil of the whisperer (devil
who whispers evil in the hearts of men)
who withdraws (from his whispering in
one’s heart after one remembers Allâh) ,
[5] ﺍﻟَّﺬﻯ ﻳُﻮَﺳﻮِﺱُ ﻓﻰ ﺻُﺪﻭﺭِ
ﺍﻟﻨّﺎﺱِ
[5] যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
[5] “Who whispers in the breasts of
mankind,
[6] ﻣِﻦَ ﺍﻟﺠِﻨَّﺔِ ﻭَﺍﻟﻨّﺎﺱِ
[6] জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের
মধ্য থেকে।
[6] “Of jinn and men.”
Surah Al Nas
Advertisement
Earn upto $50k per month just
to try out my system
Total amount earned : $171
Today Join For Free!
Just got paid $171:)
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি
মানুষের পালনকর্তার,
2.
মানুষের অধিপতির,
3.
মানুষের মা’বুদের
4.
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা
দেয় ও আত্নগোপন করে,
5.
যে কুমন্ত্রণা দেয় মানুষের
অন্তরে
6.
জ্বিনের মধ্য থেকে অথবা
মানুষের মধ্য থেকে।

113.সুরাহ আল ফালাক (1-5)

 

113.সুরাহ আল ফালাক (1-5)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻗُﻞ ﺃَﻋﻮﺫُ ﺑِﺮَﺏِّ ﺍﻟﻔَﻠَﻖِ
[1] বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি
প্রভাতের পালনকর্তার,
[1] Say: “I seek refuge with (Allâh) the
Lord of the daybreak,
[2] ﻣِﻦ ﺷَﺮِّ ﻣﺎ ﺧَﻠَﻖَ
[2] তিনি যা সৃষ্টি করেছেন, তার
অনিষ্ট থেকে,
[2] “From the evil of what He has
created;
[3] ﻭَﻣِﻦ ﺷَﺮِّ ﻏﺎﺳِﻖٍ ﺇِﺫﺍ ﻭَﻗَﺐَ
[3] অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে,
যখন তা সমাগত হয়,
[3] “And from the evil of the darkening
(night) as it comes with its darkness; (or
the moon as it sets or goes away)
[4] ﻭَﻣِﻦ ﺷَﺮِّ ﺍﻟﻨَّﻔّٰﺜٰﺖِ ﻓِﻰ
ﺍﻟﻌُﻘَﺪِ
[4] গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে
জাদুকারিনীদের অনিষ্ট থেকে
[4] “And from the evil of those who
practise witchcrafts when they blow in
the knots,
[5] ﻭَﻣِﻦ ﺷَﺮِّ ﺣﺎﺳِﺪٍ ﺇِﺫﺍ ﺣَﺴَﺪَ
[5] এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন
সে হিংসা করে।
[5] “And from the evil of the envier
when he envies.”
Surah Al Falaq
Advertisement
Earn upto $50k per month just
to try out my system
Total amount earned : $171
Today Join For Free!
Just got paid $171:)
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি
প্রভাতের পালনকর্তার,
2.
তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট
থেকে,
3.
অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন
তা সমাগত হয়,
4.
গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে
জাদুকারিনীদের অনিষ্ট থেকে
5.
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন
সে হিংসা করে।

112.সুরাহ আল ইখলাস(1-4)

 

112.সুরাহ আল ইখলাস(1-4)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻗُﻞ ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺃَﺣَﺪٌ
[1] বলুন, তিনি আল্লাহ, এক,
[1] Say (O Muhammad (SAW)): “He is
Allâh, (the) One.
[2] ﺍﻟﻠَّﻪُ ﺍﻟﺼَّﻤَﺪُ
[2] আল্লাহ অমুখাপেক্ষী,
[2] “Allâh-us-Samad ( ﺍﻟﺴﻴﺪ ﺍﻟﺬﻱ ﻳﺼﻤﺪ ﺇﻟﻴﻪ
ﻓﻲ ﺍﻟﺤﺎﺟﺎﺕ ) [Allâh the Self-Sufficient
Master, Whom all creatures need, (He
neither eats nor drinks)].
[3] ﻟَﻢ ﻳَﻠِﺪ ﻭَﻟَﻢ ﻳﻮﻟَﺪ
[3] তিনি কাউকে জন্ম দেননি এবং
কেউ তাকে জন্ম দেয়নি
[3] “He begets not, nor was He begotten;
[4] ﻭَﻟَﻢ ﻳَﻜُﻦ ﻟَﻪُ ﻛُﻔُﻮًﺍ ﺃَﺣَﺪٌ
[4] এবং তার সমতুল্য কেউ নেই।
[4] “And there is none co-equal or
comparable unto Him.”
Surah Al Akhlas
Advertisement
Earn upto $50k per month just
to try out my system
Total amount earned : $171
Today Join For Free!
Just got paid $171:)
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
বলুন, তিনি আল্লাহ, এক,
2.
আল্লাহ অমুখাপেক্ষী,
3.
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ
তাকে জন্ম দেয়নি
4.
এবং তার সমতুল্য কেউ নেই।

111.সুরাহ আল লাহাব(1-5)

 

111.সুরাহ আল লাহাব(1-5)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺗَﺒَّﺖ ﻳَﺪﺍ ﺃَﺑﻰ ﻟَﻬَﺐٍ ﻭَﺗَﺐَّ
[1] আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক
এবং ধ্বংস হোক সে নিজে,
[1] Perish the two hands of Abû Lahab
(an uncle of the Prophet), and perish he!
[2] ﻣﺎ ﺃَﻏﻨﻰٰ ﻋَﻨﻪُ ﻣﺎﻟُﻪُ ﻭَﻣﺎ
ﻛَﺴَﺐَ
[2] কোন কাজে আসেনি তার ধন-সম্পদ
ও যা সে উপার্জন করেছে।
[2] His wealth and his children will not
benefit him!
[3] ﺳَﻴَﺼﻠﻰٰ ﻧﺎﺭًﺍ ﺫﺍﺕَ ﻟَﻬَﺐٍ
[3] সত্বরই সে প্রবেশ করবে লেলিহান
অগ্নিতে
[3] He will be burnt in a Fire of blazing
flames!
[4] ﻭَﺍﻣﺮَﺃَﺗُﻪُ ﺣَﻤّﺎﻟَﺔَ ﺍﻟﺤَﻄَﺐِ
[4] এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,
[4] And his wife too, who carries wood
(thorns of Sadan which she used to put
on the way of the Prophet (SAW) , or use
to slander him).
[5] ﻓﻰ ﺟﻴﺪِﻫﺎ ﺣَﺒﻞٌ ﻣِﻦ
ﻣَﺴَﺪٍ
[5] তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
[5] In her neck is a twisted rope of
Masad (palm fibre).
Surah Al
Masad
Advertisement
Make Money with
GOLD.
See how 1gram of
24K gold can create
the life style of your dreams.
Watch this company 8 minute
video for full details…..
http://www.savegold.com.au
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস
হোক এবং ধ্বংস হোক সে
নিজে,
2.
কোন কাজে আসেনি তার
ধন-সম্পদ ও যা সে উপার্জন
করেছে।
3.
সত্বরই সে প্রবেশ
করবে লেলিহান অগ্নিতে
4.
এবং তার স্ত্রীও-যে ইন্ধন
বহন করে,
5.
তার গলদেশে খর্জুরের
রশি নিয়ে।

110.সুরাহ আল নাসর (1-3)

 

110.সুরাহ আল নাসর (1-3)



ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺇِﺫﺍ ﺟﺎﺀَ ﻧَﺼﺮُ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺍﻟﻔَﺘﺢُ
[1] যখন আসবে আল্লাহর সাহায্য ও
বিজয়
[1] When there comes the Help of Allâh
(to you, O Muhammad (SAW) against
your enemies) and the conquest (of
Makkah),
[2] ﻭَﺭَﺃَﻳﺖَ ﺍﻟﻨّﺎﺱَ ﻳَﺪﺧُﻠﻮﻥَ
ﻓﻰ ﺩﻳﻦِ ﺍﻟﻠَّﻪِ ﺃَﻓﻮﺍﺟًﺎ
[2] এবং আপনি মানুষকে দলে দলে
আল্লাহর দ্বীনে প্রবেশ করতে
দেখবেন,
[2] And you see that the people enter
Allâh’s religion (Islâm) in crowds,
[3] ﻓَﺴَﺒِّﺢ ﺑِﺤَﻤﺪِ ﺭَﺑِّﻚَ
ﻭَﺍﺳﺘَﻐﻔِﺮﻩُ ۚ ﺇِﻧَّﻪُ ﻛﺎﻥَ ﺗَﻮّﺍﺑًﺎ
[3] তখন আপনি আপনার পালনকর্তার
পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে
ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি
ক্ষমাকারী।
[3] So glorify the Praises of your Lord,
and ask His Forgiveness. Verily, He is the
One Who accepts the repentance and
Who forgives.
Surah Al Nasr
Advertisement
Forex Money Making
Machine (ROBOT)
Watch this video now
and see how this
money spinner will help you
trade like a hedge fund
AT LAST heres a forex ROB
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
যখন আসবে আল্লাহর সাহায্য ও
বিজয়
2.
এবং আপনি মানুষকে দলে দলে
আল্লাহর দ্বীনে প্রবেশ করতে
দেখবেন,
3.
তখন আপনি আপনার পালনকর্তার
পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে
ক্ষমা প্রার্থনা করুন।
নিশ্চয় তিনি ক্ষমাকারী।

109.সুরাহ আল কাফিরুন (1-6)

 

109.সুরাহ আল কাফিরুন (1-6)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻗُﻞ ﻳٰﺄَﻳُّﻬَﺎ ﺍﻟﻜٰﻔِﺮﻭﻥَ
[1] বলুন, হে কাফেরকূল,
[1] Say (O Muhammad (SAW) to these
Mushrikûn and Kâfirûn): “O Al-Kâfirûn
(disbelievers in Allâh, in His Oneness, in
His Angels, in His Books, in His
Messengers, in the Day of Resurrection,
and in Al-Qadar)!
[2] ﻻ ﺃَﻋﺒُﺪُ ﻣﺎ ﺗَﻌﺒُﺪﻭﻥَ
[2] আমি এবাদত করিনা, তোমরা যার
এবাদত কর।
[2] “I worship not that which you
worship,
[3] ﻭَﻻ ﺃَﻧﺘُﻢ ﻋٰﺒِﺪﻭﻥَ ﻣﺎ ﺃَﻋﺒُﺪُ
[3] এবং তোমরাও এবাদতকারী নও,
যার এবাদত আমি করি
[3] “Nor will you worship that which I
worship.
[4] ﻭَﻻ ﺃَﻧﺎ۠ ﻋﺎﺑِﺪٌ ﻣﺎ ﻋَﺒَﺪﺗُﻢ
[4] এবং আমি এবাদতকারী নই, যার
এবাদত তোমরা কর।
[4] “And I shall not worship that which
you are worshipping.
[5] ﻭَﻻ ﺃَﻧﺘُﻢ ﻋٰﺒِﺪﻭﻥَ ﻣﺎ ﺃَﻋﺒُﺪُ
[5] তোমরা এবাদতকারী নও, যার
এবাদত আমি করি।
[5] “Nor will you worship that which I
worship.
[6] ﻟَﻜُﻢ ﺩﻳﻨُﻜُﻢ ﻭَﻟِﻰَ ﺩﻳﻦِ
[6] তোমাদের কর্ম ও কর্মফল
তোমাদের জন্যে এবং আমার কর্ম ও
কর্মফল আমার জন্যে।
[6] “To you be your religion, and to me
my religion (Islâmic Monotheism).”
Surah Al Kafirun
Advertisement
Make Money with
GOLD.
See how 1gram of
24K gold can create
the life style of your dreams.
Watch this company 8 minute
video for full details…..
http://www.savegold.com.au
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
বলুন, হে কাফেরকূল,
2.
আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত
কর।
3.
এবং তোমরাও এবাদতকারী নও, যার
এবাদত আমি করি
4.
এবং আমি এবাদতকারী নই, যার এবাদত
তোমরা কর।
5.
তোমরা এবাদতকারী নও, যার এবাদত
আমি করি।
6.
তোমাদের কর্ম ও কর্মফল
তোমাদের জন্যে এবং আমার কর্ম
ও কর্মফল আমার জন্যে।

108.সুরাহ আল কাউসার (1-3)

 

108.সুরাহ আল কাউসার (1-3)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺇِﻧّﺎ ﺃَﻋﻄَﻴﻨٰﻚَ ﺍﻟﻜَﻮﺛَﺮَ
[1] নিশ্চয় আমি আপনাকে কাওসার
দান করেছি।
[1] Verily, We have granted you (O
Muhammad (SAW)) Al-Kauthar (a river
in Paradise);
[2] ﻓَﺼَﻞِّ ﻟِﺮَﺑِّﻚَ ﻭَﺍﻧﺤَﺮ
[2] অতএব আপনার পালনকর্তার
উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী
করুন।
[2] Therefore turn in prayer to your
Lord and sacrifice (to Him only)
[3] ﺇِﻥَّ ﺷﺎﻧِﺌَﻚَ ﻫُﻮَ ﺍﻷَﺑﺘَﺮُ
[3] যে আপনার শত্রু, সেই তো
লেজকাটা, নির্বংশ।
[3] For he who hates you (O Muhammad
(Peace be upon him)), he will be cut off
(from every posterity good thing in this
world and in the Hereafter).
Surah Al
Kawthar.
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
নিশ্চয় আমি আপনাকে কাওসার দান
করেছি।
2.
অতএব আপনার পালনকর্তার
উদ্দেশ্যে নামায পড়ুন এবং
কোরবানী করুন।
3.
যে আপনার শত্রু, সেই তো
লেজকাটা, নির্বংশ।

107.সুরাহ আল মাউন (1-7)

 

107.সুরাহ আল মাউন (1-7)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺃَﺭَﺀَﻳﺖَ ﺍﻟَّﺬﻯ ﻳُﻜَﺬِّﺏُ
ﺑِﺎﻟﺪّﻳﻦِ
[1] আপনি কি দেখেছেন তাকে, যে
বিচারদিবসকে মিথ্যা বলে?
[1] Have you seen him who denies the
Recompense?
[2] ﻓَﺬٰﻟِﻚَ ﺍﻟَّﺬﻯ ﻳَﺪُﻉُّ ﺍﻟﻴَﺘﻴﻢَ
[2] সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা
ধাক্কা দেয়
[2] That is he who repulses the orphan
(harshly),
[3] ﻭَﻻ ﻳَﺤُﺾُّ ﻋَﻠﻰٰ ﻃَﻌﺎﻡِ
ﺍﻟﻤِﺴﻜﻴﻦِ
[3] এবং মিসকীনকে অন্ন দিতে
উৎসাহিত করে না।
[3] And urges not on the feeding of
AlMiskîn (the poor),
[4] ﻓَﻮَﻳﻞٌ ﻟِﻠﻤُﺼَﻠّﻴﻦَ
[4] অতএব দুর্ভোগ সেসব নামাযীর,
[4] So woe unto those performers of Salât
(prayers) (hypocrites),
[5] ﺍﻟَّﺬﻳﻦَ ﻫُﻢ ﻋَﻦ ﺻَﻼﺗِﻬِﻢ
ﺳﺎﻫﻮﻥَ
[5] যারা তাদের নামায সম্বন্ধে বে-
খবর;
[5] Those who delay their Salât (prayer
from their stated fixed times),
[6] ﺍﻟَّﺬﻳﻦَ ﻫُﻢ ﻳُﺮﺍﺀﻭﻥَ
[6] যারা তা লোক-দেখানোর জন্য
করে
[6] Those who do good deeds only to be
seen (of men),
[7] ﻭَﻳَﻤﻨَﻌﻮﻥَ ﺍﻟﻤﺎﻋﻮﻥَ
[7] এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে
দেয় না।
[7] And prevent Al-Mâ’ûn (small
kindnesses like salt, sugar, water).
Surah Al
Ma’un
Advertisement
Instant Pay Site
check out my web page
Click Here
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
আপনি কি দেখেছেন
তাকে, যে বিচারদিবসকে
মিথ্যা বলে?
2.
সে সেই ব্যক্তি, যে
এতীমকে গলা ধাক্কা দেয়
3.
এবং মিসকীনকে অন্ন
দিতে উৎসাহিত করে না।
4.
অতএব দুর্ভোগ সেসব
নামাযীর,
5.
যারা তাদের নামায সম্বন্ধে
বে-খবর;
6.
যারা তা লোক-দেখানোর
জন্য করে
7.
এবং নিত্য ব্যবহার্য্য বস্তু
অন্যকে দেয় না।

106.সুরাহ আল কুরাঈশ (1-4)

 

106.সুরাহ আল কুরাঈশ (1-4)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻟِﺈﻳﻠٰﻒِ ﻗُﺮَﻳﺶٍ
[1] কোরাইশের আসক্তির কারণে,
[1] (It is a great Grace and protection
from Allâh), for the taming of the
Quraish,
[2] ﺇۦﻟٰﻔِﻬِﻢ ﺭِﺣﻠَﺔَ ﺍﻟﺸِّﺘﺎﺀِ
ﻭَﺍﻟﺼَّﻴﻒِ
[2] আসক্তির কারণে তাদের শীত ও
গ্রীষ্মকালীন সফরের।
[2] (And with all those Allâh’s Grace and
Protections for their taming, We cause)
the (Quraish) caravans to set forth safe
in winter (to the south), and in summer
(to the north without any fear),
[3] ﻓَﻠﻴَﻌﺒُﺪﻭﺍ ﺭَﺏَّ ﻫٰﺬَﺍ ﺍﻟﺒَﻴﺖِ
[3] অতএব তারা যেন এবাদত করে এই
ঘরের পালনকর্তার
[3] So let them worship (Allâh) the Lord
of this House (the Ka’bah in Makkah).
[4] ﺍﻟَّﺬﻯ ﺃَﻃﻌَﻤَﻬُﻢ ﻣِﻦ ﺟﻮﻉٍ
ﻭَﺀﺍﻣَﻨَﻬُﻢ ﻣِﻦ ﺧَﻮﻑٍ
[4] যিনি তাদেরকে ক্ষুধায় আহার
দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে
তাদেরকে নিরাপদ করেছেন।
[4] (He) Who has fed them against
hunger, and has made them safe from
fear.
Surah Al
Quraysh
Advertisement
Earn upto $50k per month just
to try out my system
Total amount earned : $171
Today Join For Free!
Just got paid $171:)
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
কোরাইশের আসক্তির কারণে,
2.
আসক্তির কারণে তাদের শীত ও
গ্রীষ্মকালীন সফরের।
3.
অতএব তারা যেন এবাদত করে এই
ঘরের পালনকর্তার
4.
যিনি তাদেরকে ক্ষুধায় আহার
দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে
তাদেরকে নিরাপদ করেছেন।

105.সুরাহ আল ফিল(1-5)

 

105.সুরাহ আল ফিল(1-5)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺃَﻟَﻢ ﺗَﺮَ ﻛَﻴﻒَ ﻓَﻌَﻞَ ﺭَﺑُّﻚَ
ﺑِﺄَﺻﺤٰﺐِ ﺍﻟﻔﻴﻞِ
[1] আপনি কি দেখেননি আপনার
পালনকর্তা হস্তীবাহিনীর সাথে
কিরূপ ব্যবহার করেছেন?
[1] Have you (O Muhammad (SAW)) not
seen how your Lord dealt with the
Owners of the Elephant? [The elephant
army which came from Yemen under the
command of Abrahah Al-Ashram
intending to destroy the Ka’bah at
Makkah].
[2] ﺃَﻟَﻢ ﻳَﺠﻌَﻞ ﻛَﻴﺪَﻫُﻢ ﻓﻰ
ﺗَﻀﻠﻴﻞٍ
[2] তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ
করে দেননি?
[2] Did He not make their plot go astray?
[3] ﻭَﺃَﺭﺳَﻞَ ﻋَﻠَﻴﻬِﻢ ﻃَﻴﺮًﺍ
ﺃَﺑﺎﺑﻴﻞَ
[3] তিনি তাদের উপর প্রেরণ করেছেন
ঝাঁকে ঝাঁকে পাখী,
[3] And He sent against them birds, in
flocks,
[4] ﺗَﺮﻣﻴﻬِﻢ ﺑِﺤِﺠﺎﺭَﺓٍ ﻣِﻦ
ﺳِﺠّﻴﻞٍ
[4] যারা তাদের উপর পাথরের কংকর
নিক্ষেপ করছিল।
[4] Striking them with stones of Sijjîl
(baked clay).
[5] ﻓَﺠَﻌَﻠَﻬُﻢ ﻛَﻌَﺼﻒٍ ﻣَﺄﻛﻮﻝٍ
[5] অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত
তৃণসদৃশ করে দেন।
Surah Al Fil
Advertisement
Make Money with
GOLD.
See how 1gram of
24K gold can create
the life style of your dreams.
Watch this company 8 minute
video for full details…..
http://www.savegold.com.au
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
আপনি কি দেখেননি আপনার
পালনকর্তা হস্তীবাহিনীর সাথে
কিরূপ ব্যবহার করেছেন?
2.
তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে
দেননি?
3.
তিনি তাদের উপর প্রেরণ
করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
4.
যারা তাদের উপর পাথরের কংকর
নিক্ষেপ করছিল।
5.
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত
তৃণসদৃশ করে দেন।

104.সুরাহ হুমাযাহ(1-9)

 

104.সুরাহ হুমাযাহ(1-9)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻭَﻳﻞٌ ﻟِﻜُﻞِّ ﻫُﻤَﺰَﺓٍ ﻟُﻤَﺰَﺓٍ
[1] প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে
পরনিন্দাকারীর দুর্ভোগ,
[1] Woe to every slanderer and
backbiter.
[2] ﺍﻟَّﺬﻯ ﺟَﻤَﻊَ ﻣﺎﻟًﺎ ﻭَﻋَﺪَّﺩَﻩُ
[2] যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
[2] Who has gathered wealth and
counted it,
[3] ﻳَﺤﺴَﺐُ ﺃَﻥَّ ﻣﺎﻟَﻪُ ﺃَﺧﻠَﺪَﻩُ
[3] সে মনে করে যে, তার অর্থ চিরকাল
তার সাথে থাকবে!
[3] He thinks that his wealth will make
him last forever!
[4] ﻛَﻠّﺎ ۖ ﻟَﻴُﻨﺒَﺬَﻥَّ ﻓِﻰ ﺍﻟﺤُﻄَﻤَﺔِ
[4] কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে
পিষ্টকারীর মধ্যে।
[4] Nay! Verily, he will be thrown into
the crushing Fire
[5] ﻭَﻣﺎ ﺃَﺩﺭﻯٰﻚَ ﻣَﺎ ﺍﻟﺤُﻄَﻤَﺔُ
[5] আপনি কি জানেন, পিষ্টকারী কি?
[5] And what will make you know what
the crushing Fire is?
[6] ﻧﺎﺭُ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﻤﻮﻗَﺪَﺓُ
[6] এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
[6] The fire of Allâh, kindled,
[7] ﺍﻟَّﺘﻰ ﺗَﻄَّﻠِﻊُ ﻋَﻠَﻰ ﺍﻷَﻓـِٔﺪَﺓِ
[7] যা হৃদয় পর্যন্ত পৌছবে।
[7] Which leaps up over the hearts,
[8] ﺇِﻧَّﻬﺎ ﻋَﻠَﻴﻬِﻢ ﻣُﺆﺻَﺪَﺓٌ
[8] এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
[8] Verily, it shall be closed upon them,
[9] ﻓﻰ ﻋَﻤَﺪٍ ﻣُﻤَﺪَّﺩَﺓٍ
[9] লম্বা লম্বা খুঁটিতে।
[9] In pillars stretched forth (i.e. they
Surah Al
Humazah
Advertisement
Forex Money Making
Machine (ROBOT)
Watch this video now
and see how this
money spinner will help you
trade like a hedge fund
AT LAST heres a forex ROB
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
প্রত্যেক পশ্চাতে ও
সম্মুখে পরনিন্দাকারীর
দুর্ভোগ,
2.
যে অর্থ সঞ্চিত করে ও
গণনা করে
3.
সে মনে করে যে, তার
অর্থ চিরকাল তার সাথে
থাকবে!
4.
কখনও না,
সে অবশ্যই নিক্ষিপ্ত হবে
পিষ্টকারীর মধ্যে।
5.
আপনি কি জানেন, পিষ্টকারী
কি?
6.
এটা আল্লাহর প্রজ্জ্বলিত
অগ্নি,
7.
যা হৃদয় পর্যন্ত পৌছবে।
8.
এতে তাদেরকে বেঁধে
দেয়া হবে,
9.
লম্বা লম্বা খুঁটিতে।

103.সুরাহ আল আছর(1-3)

 

103.সুরাহ আল আছর(1-3)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻭَﺍﻟﻌَﺼﺮِ
[1] কসম যুগের (সময়ের),
[1] By Al-‘Asr (the time).
[2] ﺇِﻥَّ ﺍﻹِﻧﺴٰﻦَ ﻟَﻔﻰ ﺧُﺴﺮٍ
[2] নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
[2] Verily, man is in loss,
[3] ﺇِﻟَّﺎ ﺍﻟَّﺬﻳﻦَ ﺀﺍﻣَﻨﻮﺍ ﻭَﻋَﻤِﻠُﻮﺍ
ﺍﻟﺼّٰﻠِﺤٰﺖِ ﻭَﺗَﻮﺍﺻَﻮﺍ ﺑِﺎﻟﺤَﻖِّ
ﻭَﺗَﻮﺍﺻَﻮﺍ ﺑِﺎﻟﺼَّﺒﺮِ
[3] কিন্তু তারা নয়, যারা বিশ্বাস
স্থাপন করে ও সৎকর্ম করে এবং
পরস্পরকে তাকীদ করে সত্যের এবং
তাকীদ করে সবরের।
[3] Except those who believe (in Islâmic
Monotheism) and do righteous good
deeds, and recommend one another to
the truth (i.e. order one another to
perform all kinds of good deeds (Al-
Ma’ruf) which Allâh has ordained, and
abstain from all kinds of sins and evil
deeds (Al-Munkar) which Allâh has
Surah Al Asr
Advertisement
Make Money With
Google!
Ive Made People
$3,500 To $25,000
Monthly With Google & CB Using
A Simple System Which I Will
Set Up For You Today On A
100% Test Trial!
AT LAST heres a product t
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
কসম যুগের (সময়ের) ,
2.
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
3.
কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন
করে ও সৎকর্ম
করে এবং পরস্পরকে তাকীদ
করে সত্যের এবং তাকীদ
করে সবরের।

102.সুরাহ আত-তাকাছুর(1-8)

 

102.সুরাহ আত-তাকাছুর(1-8)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺍﻟﻘﺎﺭِﻋَﺔُ
[1] করাঘাতকারী,
[1] Al-Qâri’ah (the striking Hour i.e. the
Day of Resurrection),
[2] ﻣَﺎ ﺍﻟﻘﺎﺭِﻋَﺔُ
[2] করাঘাতকারী কি?
[2] What is the striking (Hour)?
[3] ﻭَﻣﺎ ﺃَﺩﺭﻯٰﻚَ ﻣَﺎ ﺍﻟﻘﺎﺭِﻋَﺔُ
[3] করাঘাতকারী সম্পর্কে আপনি কি
জানেন ?
[3] And what will make you know what
the striking (Hour) is?
[4] ﻳَﻮﻡَ ﻳَﻜﻮﻥُ ﺍﻟﻨّﺎﺱُ
ﻛَﺎﻟﻔَﺮﺍﺵِ ﺍﻟﻤَﺒﺜﻮﺙِ
[4] যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত
পতংগের মত
[4] It is a Day whereon mankind will be
like moths scattered about,
[5] ﻭَﺗَﻜﻮﻥُ ﺍﻟﺠِﺒﺎﻝُ ﻛَﺎﻟﻌِﻬﻦِ
ﺍﻟﻤَﻨﻔﻮﺵِ
[5] এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন
পশমের মত।
[5] And the mountains will be like
carded wool,
[6] ﻓَﺄَﻣّﺎ ﻣَﻦ ﺛَﻘُﻠَﺖ ﻣَﻮٰﺯﻳﻨُﻪُ
[6] অতএব যার পাল্লা ভারী হবে,
[6] Then as for him whose balance (of
good deeds) will be heavy,
[7] ﻓَﻬُﻮَ ﻓﻰ ﻋﻴﺸَﺔٍ ﺭﺍﺿِﻴَﺔٍ
[7] সে সুখীজীবন যাপন করবে।
[7] He will live a pleasant life (in
Paradise).
[8] ﻭَﺃَﻣّﺎ ﻣَﻦ ﺧَﻔَّﺖ ﻣَﻮٰﺯﻳﻨُﻪُ
[8] আর যার পাল্লা হালকা হবে,
[8] But as for him whose balance (of
good deeds) will be light,
[9] ﻓَﺄُﻣُّﻪُ ﻫﺎﻭِﻳَﺔٌ
[9] তার ঠিকানা হবে হাবিয়া।
[9] He will have his home in Hawiyah
(pit, i.e. Hell)
[10] ﻭَﻣﺎ ﺃَﺩﺭﻯٰﻚَ ﻣﺎ ﻫِﻴَﻪ
[10] আপনি জানেন তা কি?
[10] And what will make you know what
it is?
[11] ﻧﺎﺭٌ ﺣﺎﻣِﻴَﺔٌ
[11] প্রজ্জ্বলিত অগ্নি!
[11] (It is) a fiercey blazing Fire!
Surah Al
Takathur
Advertisement
Earn upto $50k per month just
to try out my efranchise
Total amount earned :
$120Today Join For Free!
Just got paid $120 bonus)
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
প্রাচুর্যের লালসা
তোমাদেরকে গাফেল
রাখে,
2.
এমনকি, তোমরা কবরস্থানে
পৌছে যাও।
3.
এটা কখনও উচিত নয়। তোমরা
সত্ত্বরই জেনে নেবে।
4.
অতঃপর এটা কখনও উচিত নয়।
তোমরা সত্ত্বরই জেনে
নেবে।
5.
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত
জানতে।
6.
তোমরা অবশ্যই জাহান্নাম
দেখবে,
7.
অতঃপর তোমরা তা অবশ্যই
দেখবে দিব্য প্রত্যয়ে,
8.
এরপর অবশ্যই সেদিন
তোমরা নেয়ামত সম্পর্কে
জিজ্ঞাসিত হবে।

101.সুরাহ আল করিয়াহ(1-11)

 

101.সুরাহ আল করিয়াহ(1-11)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺍﻟﻘﺎﺭِﻋَﺔُ
[1] করাঘাতকারী,
[1] Al-Qâri’ah (the striking Hour i.e. the
Day of Resurrection),
[2] ﻣَﺎ ﺍﻟﻘﺎﺭِﻋَﺔُ
[2] করাঘাতকারী কি?
[2] What is the striking (Hour)?
[3] ﻭَﻣﺎ ﺃَﺩﺭﻯٰﻚَ ﻣَﺎ ﺍﻟﻘﺎﺭِﻋَﺔُ
[3] করাঘাতকারী সম্পর্কে আপনি কি
জানেন ?
[3] And what will make you know what
the striking (Hour) is?
[4] ﻳَﻮﻡَ ﻳَﻜﻮﻥُ ﺍﻟﻨّﺎﺱُ
ﻛَﺎﻟﻔَﺮﺍﺵِ ﺍﻟﻤَﺒﺜﻮﺙِ
[4] যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত
পতংগের মত
[4] It is a Day whereon mankind will be
like moths scattered about,
[5] ﻭَﺗَﻜﻮﻥُ ﺍﻟﺠِﺒﺎﻝُ ﻛَﺎﻟﻌِﻬﻦِ
ﺍﻟﻤَﻨﻔﻮﺵِ
[5] এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন
পশমের মত।
[5] And the mountains will be like
carded wool,
[6] ﻓَﺄَﻣّﺎ ﻣَﻦ ﺛَﻘُﻠَﺖ ﻣَﻮٰﺯﻳﻨُﻪُ
[6] অতএব যার পাল্লা ভারী হবে,
[6] Then as for him whose balance (of
good deeds) will be heavy,
[7] ﻓَﻬُﻮَ ﻓﻰ ﻋﻴﺸَﺔٍ ﺭﺍﺿِﻴَﺔٍ
[7] সে সুখীজীবন যাপন করবে।
[7] He will live a pleasant life (in
Paradise).
[8] ﻭَﺃَﻣّﺎ ﻣَﻦ ﺧَﻔَّﺖ ﻣَﻮٰﺯﻳﻨُﻪُ
[8] আর যার পাল্লা হালকা হবে,
[8] But as for him whose balance (of
good deeds) will be light,
[9] ﻓَﺄُﻣُّﻪُ ﻫﺎﻭِﻳَﺔٌ
[9] তার ঠিকানা হবে হাবিয়া।
[9] He will have his home in Hawiyah
(pit, i.e. Hell)
[10] ﻭَﻣﺎ ﺃَﺩﺭﻯٰﻚَ ﻣﺎ ﻫِﻴَﻪ
[10] আপনি জানেন তা কি?
[10] And what will make you know what
it is?
[11] ﻧﺎﺭٌ ﺣﺎﻣِﻴَﺔٌ
[11] প্রজ্জ্বলিত অগ্নি!
[11] (It is) a fiercey blazing Fire!
Surah Al
Qariyah
Advertisement
Forex Money Making
Machine (ROBOT)
Watch this video now
and see how this
money spinner will help you
trade like a hedge fund
AT LAST heres a forex ROB
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
করাঘাতকারী,
2.
করাঘাতকারী কি?
3.
করাঘাতকারী সম্পর্কে আপনি কি
জানেন ?
4.
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত
পতংগের মত
5.
এবং পর্বতমালা হবে ধুনিত
রঙ্গীন পশমের মত।
6.
অতএব যার পাল্লা ভারী হবে,
7.
সে সুখীজীবন যাপন করবে।
8.
আর যার পাল্লা হালকা হবে,
9.
তার ঠিকানা হবে হাবিয়া।
10.
আপনি জানেন তা কি?
11.
প্রজ্জ্বলিত অগ্নি!

100.সুরাহ আল আদিয়াত (1-11)

 

100.সুরাহ আল আদিয়াত (1-11)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻭَﺍﻟﻌٰﺪِﻳٰﺖِ ﺿَﺒﺤًﺎ
[1] শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
[1] By the (steeds) that run, with panting.
[2] ﻓَﺎﻟﻤﻮﺭِﻳٰﺖِ ﻗَﺪﺣًﺎ
[2] অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক
অশ্বসমূহের
[2] Striking sparks of fire (by their
hooves),
[3] ﻓَﺎﻟﻤُﻐﻴﺮٰﺕِ ﺻُﺒﺤًﺎ
[3] অতঃপর প্রভাতকালে আক্রমণকারী
অশ্বসমূহের
[3] And scouring to the raid at dawn.
[4] ﻓَﺄَﺛَﺮﻥَ ﺑِﻪِ ﻧَﻘﻌًﺎ
[4] ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত
করে
[4] And raise the dust in clouds the
while,
[5] ﻓَﻮَﺳَﻄﻦَ ﺑِﻪِ ﺟَﻤﻌًﺎ
[5] অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে
ঢুকে পড়ে-
[5] Penetrating forthwith as one into the
midst (of the foe);
[6] ﺇِﻥَّ ﺍﻹِﻧﺴٰﻦَ ﻟِﺮَﺑِّﻪِ ﻟَﻜَﻨﻮﺩٌ
[6] নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি
অকৃতজ্ঞ।
[6] Verily, man (disbeliever) is
ungrateful to his Lord;
[7] ﻭَﺇِﻧَّﻪُ ﻋَﻠﻰٰ ﺫٰﻟِﻚَ ﻟَﺸَﻬﻴﺪٌ
[7] এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
[7] And to that he bears witness (by his
deeds);
[8] ﻭَﺇِﻧَّﻪُ ﻟِﺤُﺐِّ ﺍﻟﺨَﻴﺮِ ﻟَﺸَﺪﻳﺪٌ
[8] এবং সে নিশ্চিতই ধন-সম্পদের
ভালবাসায় মত্ত।
[8] And verily, he is violent in the love of
wealth
[9] ۞ ﺃَﻓَﻼ ﻳَﻌﻠَﻢُ ﺇِﺫﺍ ﺑُﻌﺜِﺮَ ﻣﺎ
ﻓِﻰ ﺍﻟﻘُﺒﻮﺭِ
[9] সে কি জানে না, যখন কবরে যা
আছে, তা উত্থিত হবে
[9] Knows he not that when the contents
of the graves are poured forth (all
mankind is resurrected)?
[10] ﻭَﺣُﺼِّﻞَ ﻣﺎ ﻓِﻰ ﺍﻟﺼُّﺪﻭﺭِ
[10] এবং অন্তরে যা আছে, তা অর্জন
করা হবে?
[10] And that which is in the breasts (of
men) is made known?
[11] ﺇِﻥَّ ﺭَﺑَّﻬُﻢ ﺑِﻬِﻢ ﻳَﻮﻣَﺌِﺬٍ
ﻟَﺨَﺒﻴﺮٌ
[11] সেদিন তাদের কি হবে, সে
সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ
জ্ঞাত।
[11] Verily, that Day (i.e. the Day of
Resurrection) their Lord will be Well-
Acquainted with them (as to their deeds
and will reward them for their deeds).
Surah Al
Adiyat
Advertisement
Forex Money Making
Machine (ROBOT)
Watch this video now
and see how this
money spinner will help you
trade like a hedge fund
AT LAST heres a forex ROB
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
শপথ উর্ধ্বশ্বাসে চলমান
অশ্বসমূহের,
2.
অতঃপর ক্ষুরাঘাতে
অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
3.
অতঃপর প্রভাতকালে
আক্রমণকারী
অশ্বসমূহের
4.
ও যারা সে সময়ে ধুলি
উৎক্ষিপ্ত করে
5.
অতঃপর যারা শক্রদলের
অভ্যন্তরে ঢুকে পড়ে-
6.
নিশ্চয় মানুষ তার পালনকর্তার
প্রতি অকৃতজ্ঞ।
7.
এবং সে অবশ্য এ বিষয়ে
অবহিত
8.
এবং সে নিশ্চিতই ধন-
সম্পদের ভালবাসায় মত্ত।
9.
সে কি জানে না, যখন
কবরে যা আছে, তা উত্থিত
হবে
10.
এবং অন্তরে যা আছে, তা
অর্জন করা হবে?
11.
সেদিন তাদের কি হবে,
সে সম্পর্কে তাদের
পালনকর্তা সবিশেষ জ্ঞাত।

99.সুরাহ আল যিলযাল(1-8)

 

99.সুরাহ আল যিলযাল(1-8)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺇِﺫﺍ ﺯُﻟﺰِﻟَﺖِ ﺍﻷَﺭﺽُ ﺯِﻟﺰﺍﻟَﻬﺎ
[1] যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত
হবে,
[1] When the earth is shaken with its
(final) earthquake.
[2] ﻭَﺃَﺧﺮَﺟَﺖِ ﺍﻷَﺭﺽُ ﺃَﺛﻘﺎﻟَﻬﺎ
[2] যখন সে তার বোঝা বের করে
দেবে।
[2] And when the earth throws out its
burdens,
[3] ﻭَﻗﺎﻝَ ﺍﻹِﻧﺴٰﻦُ ﻣﺎ ﻟَﻬﺎ
[3] এবং মানুষ বলবে, এর কি হল ?
[3] And man will say: “What is the
matter with it?”
[4] ﻳَﻮﻣَﺌِﺬٍ ﺗُﺤَﺪِّﺙُ ﺃَﺧﺒﺎﺭَﻫﺎ
[4] সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা
করবে,
[4] That Day it will declare its
information (about all that happened
over it of good or evil).
[5] ﺑِﺄَﻥَّ ﺭَﺑَّﻚَ ﺃَﻭﺣﻰٰ ﻟَﻬﺎ
[5] কারণ, আপনার পালনকর্তা তাকে
আদেশ করবেন।
[5] Because your Lord will inspire it.
[6] ﻳَﻮﻣَﺌِﺬٍ ﻳَﺼﺪُﺭُ ﺍﻟﻨّﺎﺱُ
ﺃَﺷﺘﺎﺗًﺎ ﻟِﻴُﺮَﻭﺍ ﺃَﻋﻤٰﻠَﻬُﻢ
[6] সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ
পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম
দেখানো হয়।
[6] That Day mankind will proceed in
scattered groups that they may be shown
their deeds.
[7] ﻓَﻤَﻦ ﻳَﻌﻤَﻞ ﻣِﺜﻘﺎﻝَ ﺫَﺭَّﺓٍ
ﺧَﻴﺮًﺍ ﻳَﺮَﻩُ
[7] অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম
করলে তা দেখতে পাবে
[7] So whosoever does good equal to the
weight of an atom (or a small ant), shall
see it.
[8] ﻭَﻣَﻦ ﻳَﻌﻤَﻞ ﻣِﺜﻘﺎﻝَ ﺫَﺭَّﺓٍ
ﺷَﺮًّﺍ ﻳَﺮَﻩُ
[8] এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম
করলে তাও দেখতে পাবে।
[8] And whosoever does evil equal to the
weight of an atom (or a small ant), shall
see it.
Bangla translation of Quran. Developed
by Syed Mohammad Rasel
Surah Al
Zalzalah
Advertisement
Fire Your Boss
You have residual
bills, why not residual
income? How much
do you need to pay your monthly
bills? Let me show you how to
generate residual income so
paying your bills is never an
issue.
ALJCAREERS.COM
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত
হবে,
2.
যখন সে তার বোঝা বের করে
দেবে।
3.
এবং মানুষ বলবে, এর কি হল ?
4.
সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা
করবে,
5.
কারণ, আপনার পালনকর্তা তাকে
আদেশ করবেন।
6.
সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ
পাবে, যাতে তাদেরকে তাদের
কৃতকর্ম দেখানো হয়।
7.
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম
করলে তা দেখতে পাবে
8.
এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম
করলে তাও দেখতে পাবে।

98.সুরাহ আল বায়য়িনাহ(1-8)

 

98.সুরাহ আল বায়য়িনাহ(1-8)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরুকরছি আল্লাহর নামে যিনি পরমকরুণাময়, অতি দয়ালু[1] ﻟَﻢ ﻳَﻜُﻦِ ﺍﻟَّﺬﻳﻦَ ﻛَﻔَﺮﻭﺍ ﻣِﻦﺃَﻫﻞِ ﺍﻟﻜِﺘٰﺐِ ﻭَﺍﻟﻤُﺸﺮِﻛﻴﻦَﻣُﻨﻔَﻜّﻴﻦَ ﺣَﺘّﻰٰ ﺗَﺄﺗِﻴَﻬُﻢُ ﺍﻟﺒَﻴِّﻨَﺔُ[1] আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যেযারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তনকরত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্টপ্রমাণ আসত।[1] Those who disbelieve from among thepeople of the Scripture (Jews andChristians) and Al-Mushrikûn, were notgoing to leave (their disbelief) until therecame to them clear evidence[2] ﺭَﺳﻮﻝٌ ﻣِﻦَ ﺍﻟﻠَّﻪِ ﻳَﺘﻠﻮﺍﺻُﺤُﻔًﺎ ﻣُﻄَﻬَّﺮَﺓً[2] অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনিআবৃত্তি করতেন পবিত্র সহীফা,[2] A Messenger (Muhammad (SAW))from Allâh, reciting (the Qur’ân)purified pages [purified from Al-Bâtil(falsehood)][3] ﻓﻴﻬﺎ ﻛُﺘُﺐٌ ﻗَﻴِّﻤَﺔٌ[3] যাতে আছে, সঠিক বিষয়বস্তু।[3] Wherein are correct and straightlaws from Allâh.[4] ﻭَﻣﺎ ﺗَﻔَﺮَّﻕَ ﺍﻟَّﺬﻳﻦَ ﺃﻭﺗُﻮﺍﺍﻟﻜِﺘٰﺐَ ﺇِﻟّﺎ ﻣِﻦ ﺑَﻌﺪِ ﻣﺎﺟﺎﺀَﺗﻬُﻢُ ﺍﻟﺒَﻴِّﻨَﺔُ[4] অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্তহয়েছে, তা হয়েছে তাদের কাছেসুস্পষ্ট প্রমাণ আসার পরেই।[4] And the people of the Scripture (Jewsand Christians) differed not until afterthere came to them clear evidence. (i.e.Prophet Muhammad (SAW) andwhatever was revealed to him).[5] ﻭَﻣﺎ ﺃُﻣِﺮﻭﺍ ﺇِﻟّﺎ ﻟِﻴَﻌﺒُﺪُﻭﺍ ﺍﻟﻠَّﻪَﻣُﺨﻠِﺼﻴﻦَ ﻟَﻪُ ﺍﻟﺪّﻳﻦَ ﺣُﻨَﻔﺎﺀَﻭَﻳُﻘﻴﻤُﻮﺍ ﺍﻟﺼَّﻠﻮٰﺓَ ﻭَﻳُﺆﺗُﻮﺍﺍﻟﺰَّﻛﻮٰﺓَ ۚ ﻭَﺫٰﻟِﻚَ ﺩﻳﻦُ ﺍﻟﻘَﻴِّﻤَﺔِ[5] তাদেরকে এছাড়া কোন নির্দেশকরা হয়নি যে, তারা খাঁটি মনেএকনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে,নামায কায়েম করবে এবং যাকাতদেবে। এটাই সঠিক ধর্ম।[5] And they were commanded not, butthat they should worship Allâh, andworship none but Him Alone (abstainingfrom ascribing partners to Him), andperform As-Salât (Iqâmat-as-Salât) andgive Zakât: and that is the right religion.[6] ﺇِﻥَّ ﺍﻟَّﺬﻳﻦَ ﻛَﻔَﺮﻭﺍ ﻣِﻦ ﺃَﻫﻞِﺍﻟﻜِﺘٰﺐِ ﻭَﺍﻟﻤُﺸﺮِﻛﻴﻦَ ﻓﻰ ﻧﺎﺭِﺟَﻬَﻨَّﻢَ ﺧٰﻠِﺪﻳﻦَ ﻓﻴﻬﺎ ۚ ﺃُﻭﻟٰﺌِﻚَﻫُﻢ ﺷَﺮُّ ﺍﻟﺒَﺮِﻳَّﺔِ[6] আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যেযারা কাফের, তারা জাহান্নামেরআগুনে স্থায়ীভাবে থাকবে। তারাইসৃষ্টির অধম।[6] Verily, those who disbelieve (in thereligion of Islâm, the Qur’ân andProphet Muhammad (SAW)) from amongthe people of the Scripture (Jews andChristians) and Al-Mushrikûn will abidein the Fire of Hell. They are the worst ofcreatures.[7] ﺇِﻥَّ ﺍﻟَّﺬﻳﻦَ ﺀﺍﻣَﻨﻮﺍ ﻭَﻋَﻤِﻠُﻮﺍﺍﻟﺼّٰﻠِﺤٰﺖِ ﺃُﻭﻟٰﺌِﻚَ ﻫُﻢ ﺧَﻴﺮُﺍﻟﺒَﺮِﻳَّﺔِ[7] যারা ঈমান আনে ও সৎকর্ম করে,তারাই সৃষ্টির সেরা।[7] Verily, those who believe [in theOneness of Allâh, and in His MessengerMuhammad (SAW)) including allobligations ordered by Islâm] and dorighteous good deeds, they are the best ofcreatures[8] ﺟَﺰﺍﺅُﻫُﻢ ﻋِﻨﺪَ ﺭَﺑِّﻬِﻢ ﺟَﻨّٰﺖُﻋَﺪﻥٍ ﺗَﺠﺮﻯ ﻣِﻦ ﺗَﺤﺘِﻬَﺎﺍﻷَﻧﻬٰﺮُ ﺧٰﻠِﺪﻳﻦَ ﻓﻴﻬﺎ ﺃَﺑَﺪًﺍ ۖﺭَﺿِﻰَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨﻬُﻢ ﻭَﺭَﺿﻮﺍﻋَﻨﻪُ ۚ ﺫٰﻟِﻚَ ﻟِﻤَﻦ ﺧَﺸِﻰَ ﺭَﺑَّﻪُ[8] তাদের পালনকর্তার কাছে রয়েছেতাদের প্রতিদান চিরকাল বসবাসেরজান্নাত, যার তলদেশে নির্ঝরিণীপ্রবাহিত। তারা সেখানে থাকবেঅনন্তকাল। আল্লাহ তাদের প্রতিসন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতিসন্তুষ্ট। এটা তার জন্যে, যে তারপালনকর্তাকে ভয় কর।[8] Their reward with their Lord is ‘Adn(Eden) Paradise (Gardens of Eternity),underneath which rivers flow, They willabide therein forever, Allâh will bepleased with them, and they with Him.That is for him who fears his Lord.
Surah Al
Bayyinah
Advertisement
Fire Your Boss
You have residual
bills, why not residual
income ? How much
do you need to pay your monthly
bills? Let me show you how to
generate residual income so
paying your bills is never an
issue.
ALJCAREERS.COM
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
আহলে-কিতাব ও মুশরেকদের
মধ্যে যারা কাফের ছিল, তারা
প্রত্যাবর্তন করত না যতক্ষণ না
তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত।
2.
অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি
আবৃত্তি করতেন পবিত্র সহীফা,
3.
যাতে আছে, সঠিক বিষয়বস্তু।
4.
অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত
হয়েছে, তা হয়েছে তাদের
কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই।
5.
তাদেরকে এছাড়া কোন নির্দেশ
করা হয়নি যে, তারা খাঁটি মনে
একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত
করবে,
নামায কায়েম করবে এবং যাকাত
দেবে।
এটাই সঠিক ধর্ম।
6.
আহলে-কিতাব ও মুশরেকদের
মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের
আগুনে স্থায়ীভাবে থাকবে।
তারাই সৃষ্টির অধম।
7.
যারা ঈমান আনে ও সৎকর্ম করে,
তারাই সৃষ্টির সেরা।
8.
তাদের পালনকর্তার কাছে রয়েছে
তাদের প্রতিদান চিরকাল বসবাসের
জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী
প্রবাহিত।
তারা সেখানে থাকবে অনন্তকাল।
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা
আল্লাহর প্রতি সন্তুষ্ট।
এটা তার জন্যে, যে তার
পালনকর্তাকে ভয় কর।

97.সুরাহ আল ক্বদর (1-5)

 

97.সুরাহ আল ক্বদর (1-5)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺇِﻧّﺎ ﺃَﻧﺰَﻟﻨٰﻪُ ﻓﻰ ﻟَﻴﻠَﺔِ ﺍﻟﻘَﺪﺭِ
[1] আমি একে নাযিল করেছি শবে-
কদরে।
[1] Verily, We have sent it (this Qur’ân)
down in the night of Al-Qadr (Decree)
[2] ﻭَﻣﺎ ﺃَﺩﺭﻯٰﻚَ ﻣﺎ ﻟَﻴﻠَﺔُ ﺍﻟﻘَﺪﺭِ
[2] শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
[2] And what will make you know what
the night of Al-Qadr (Decree) is?
[3] ﻟَﻴﻠَﺔُ ﺍﻟﻘَﺪﺭِ ﺧَﻴﺮٌ ﻣِﻦ ﺃَﻟﻒِ
ﺷَﻬﺮٍ
[3] শবে-কদর হল এক হাজার মাস
অপেক্ষা শ্রেষ্ঠ।
[3] The night of Al-Qadr (Decree) is
better than a thousand months (i.e.
worshipping Allâh in that night is better
than worshipping Him a thousand
months, i.e. 83 years and 4 months)
[4] ﺗَﻨَﺰَّﻝُ ﺍﻟﻤَﻠٰﺌِﻜَﺔُ ﻭَﺍﻟﺮّﻭﺡُ
ﻓﻴﻬﺎ ﺑِﺈِﺫﻥِ ﺭَﺑِّﻬِﻢ ﻣِﻦ ﻛُﻞِّ ﺃَﻣﺮٍ
[4] এতে প্রত্যেক কাজের জন্যে
ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের
পালনকর্তার নির্দেশক্রমে।
[4] Therein descend the angels and the
Rûh [Jibril (Gabriel)] by Allâh’s
Permission with all Decrees,
[5] ﺳَﻠٰﻢٌ ﻫِﻰَ ﺣَﺘّﻰٰ ﻣَﻄﻠَﻊِ
ﺍﻟﻔَﺠﺮِ
[5] এটা নিরাপত্তা, যা ফজরের উদয়
পর্যন্ত অব্যাহত থাকে।
[5] (All that night), there is Peace (and
Goodness from Allâh to His believing
slaves) until the appearance of dawn.
Surah Al Qadr
Advertisement
Make Money With
Google!
Ive Made People
$3,500 To $25,000
Monthly With Google & CB Using
A Simple System Which I Will
Set Up For You Today On A
100% Test Trial!
AT LAST heres a product t
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
আমি একে নাযিল করেছি শবে-
কদরে।
2.
শবে-কদর সমন্ধে আপনি কি
জানেন?
3.
শবে-কদর হল এক হাজার মাস
অপেক্ষা শ্রেষ্ঠ।
4.
এতে প্রত্যেক কাজের জন্যে
ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয়
তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
5.
এটা নিরাপত্তা, যা ফজরের উদয়
পর্যন্ত অব্যাহত থাকে।

96.সুরাহ আল আলাক (1-19)

 

96.সুরাহ আল আলাক (1-19)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺍﻗﺮَﺃ ﺑِﺎﺳﻢِ ﺭَﺑِّﻚَ ﺍﻟَّﺬﻯ
ﺧَﻠَﻖَ
[1] পাঠ করুন আপনার পালনকর্তার নামে
যিনি সৃষ্টি করেছেন
[1] Read! In the Name of your Lord, Who
has created (all that exists),
[2] ﺧَﻠَﻖَ ﺍﻹِﻧﺴٰﻦَ ﻣِﻦ ﻋَﻠَﻖٍ
[2] সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত
থেকে।
[2] He has created man from a clot (a
piece of thick coagulated blood)
[3] ﺍﻗﺮَﺃ ﻭَﺭَﺑُّﻚَ ﺍﻷَﻛﺮَﻡُ
[3] পাঠ করুন, আপনার পালনকর্তা মহা
দয়ালু,
[3] Read! And your Lord is the Most
Generous,
[4] ﺍﻟَّﺬﻯ ﻋَﻠَّﻢَ ﺑِﺎﻟﻘَﻠَﻢِ
[4] যিনি কলমের সাহায্যে শিক্ষা
দিয়েছেন,
[4] Who has taught (the writing) by the
pen.
[5] ﻋَﻠَّﻢَ ﺍﻹِﻧﺴٰﻦَ ﻣﺎ ﻟَﻢ ﻳَﻌﻠَﻢ
[5] শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে
জানত না।
[5] He has taught man that which he
knew not.
[6] ﻛَﻠّﺎ ﺇِﻥَّ ﺍﻹِﻧﺴٰﻦَ ﻟَﻴَﻄﻐﻰٰ
[6] সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
[6] Nay! Verily, man does transgress (in
disbelief and evil deed).
[7] ﺃَﻥ ﺭَﺀﺍﻩُ ﺍﺳﺘَﻐﻨﻰٰ
[7] এ কারণে যে, সে নিজেকে
অভাবমুক্ত মনে করে।
[7] Because he considers himself self-
sufficient.
[8] ﺇِﻥَّ ﺇِﻟﻰٰ ﺭَﺑِّﻚَ ﺍﻟﺮُّﺟﻌﻰٰ
[8] নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই
প্রত্যাবর্তন হবে।
[8] Surely! unto your Lord is the return.
[9] ﺃَﺭَﺀَﻳﺖَ ﺍﻟَّﺬﻯ ﻳَﻨﻬﻰٰ
[9] আপনি কি তাকে দেখেছেন, যে
নিষেধ করে
[9] Have you (O Muhammad (SAW)) seen
him (i.e. Abû Jahl) who prevents,
[10] ﻋَﺒﺪًﺍ ﺇِﺫﺍ ﺻَﻠّﻰٰ
[10] এক বান্দাকে যখন সে নামায পড়ে?
[10] A slave (Muhammad (SAW)) when
he prays?
[11] ﺃَﺭَﺀَﻳﺖَ ﺇِﻥ ﻛﺎﻥَ ﻋَﻠَﻰ
ﺍﻟﻬُﺪﻯٰ
[11] আপনি কি দেখেছেন যদি সে
সৎপথে থাকে।
[11] Tell me, if he (Muhammad (SAW)) is
on the guidance (of Allâh)
[12] ﺃَﻭ ﺃَﻣَﺮَ ﺑِﺎﻟﺘَّﻘﻮﻯٰ
[12] অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
[12] Or enjoins piety!
[13] ﺃَﺭَﺀَﻳﺖَ ﺇِﻥ ﻛَﺬَّﺏَ ﻭَﺗَﻮَﻟّﻰٰ
[13] আপনি কি দেখেছেন, যদি সে
মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
[13] Tell me if he (Abû Jahl) denies (the
truth, i.e. this Qur’ân), and turns away?
[14] ﺃَﻟَﻢ ﻳَﻌﻠَﻢ ﺑِﺄَﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻳَﺮﻯٰ
[14] সে কি জানে না যে, আল্লাহ
দেখেন?
[14] Knows he not that Allâh does see
(what he does)?
[15] ﻛَﻠّﺎ ﻟَﺌِﻦ ﻟَﻢ ﻳَﻨﺘَﻪِ ﻟَﻨَﺴﻔَﻌًﺎ
ﺑِﺎﻟﻨّﺎﺻِﻴَﺔِ
[15] কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে
আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে
হেঁচড়াবই-
[15] Nay! If he (Abû Jahl) ceases not, We
will catch him by the forelock —
[16] ﻧﺎﺻِﻴَﺔٍ ﻛٰﺬِﺑَﺔٍ ﺧﺎﻃِﺌَﺔٍ
[16] মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
[16] A lying, sinful forelock!
[17] ﻓَﻠﻴَﺪﻉُ ﻧﺎﺩِﻳَﻪُ
[17] অতএব, সে তার সভাসদদেরকে
আহবান করুক।
[17] Then, let him call upon his council
(of helpers),
[18] ﺳَﻨَﺪﻉُ ﺍﻟﺰَّﺑﺎﻧِﻴَﺔَ
[18] আমিও আহবান করব জাহান্নামের
প্রহরীদেরকে
[18] We will call the guards of Hell (to
deal with him)!
[19] ﻛَﻠّﺎ ﻻ ﺗُﻄِﻌﻪُ ﻭَﺍﺳﺠُﺪ
ﻭَﺍﻗﺘَﺮِﺏ ۩
[19] কখনই নয়, আপনি তার আনুগত্য
করবেন না। আপনি সেজদা করুন ও
আমার নৈকট্য অর্জন করুন।
[19] Nay! (O Muhammad (SAW))! Do not
obey him (Abû Jahl). Fall prostrate and
draw near to Allâh!
Bangla translation of Quran. Developed
by Syed Mohammad Rasel
Surah Al Alaq
Advertisement
Fire Your Boss
You have residual
bills, why not residual
income? How much
do you need to pay your monthly
bills? Let me show you how to
generate residual income so
paying your bills is never an
issue.
ALJCAREERS.COM
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
পাঠ করুন আপনার পালনকর্তার নামে
যিনি সৃষ্টি করেছেন
2.
সৃষ্টি করেছেন মানুষকে জমাট
রক্ত থেকে।
3.
পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
4.
যিনি কলমের সাহায্যে শিক্ষা
দিয়েছেন,
5.
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে
জানত না।
6.
সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
7.
এ কারণে যে, সে নিজেকে
অভাবমুক্ত মনে করে।
8.
নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই
প্রত্যাবর্তন হবে।
9.
আপনি কি তাকে দেখেছেন, যে
নিষেধ করে
10.
এক বান্দাকে যখন সে নামায পড়ে?
11.
আপনি কি দেখেছেন যদি সে
সৎপথে থাকে।
12.
অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
13.
আপনি কি দেখেছেন, যদি সে
মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে
নেয়।
14.
সে কি জানে না যে, আল্লাহ
দেখেন?
15.
কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে
আমি মস্তকের সামনের কেশগুচ্ছ
ধরে হেঁচড়াবই-
16.
মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
17.
অতএব, সে তার সভাসদদেরকে
আহবান করুক।
18.
আমিও আহবান করব জাহান্নামের
প্রহরীদেরকে
19.
কখনই নয়, আপনি তার আনুগত্য
করবেন না। আপনি সেজদা করুন ও
আমার নৈকট্য অর্জন করুন।

95.সুরাহ আত-তীন(1-8)

 

95.সুরাহ আত-তীন(1-8)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻭَﺍﻟﺘّﻴﻦِ ﻭَﺍﻟﺰَّﻳﺘﻮﻥِ
[1] শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
[1] By the fig, and the olive,
[2] ﻭَﻃﻮﺭِ ﺳﻴﻨﻴﻦَ
[2] এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
[2] By Mount Sinai,
[3] ﻭَﻫٰﺬَﺍ ﺍﻟﺒَﻠَﺪِ ﺍﻷَﻣﻴﻦِ
[3] এবং এই নিরাপদ নগরীর।
[3] By this city of security (Makkah) ,
[4] ﻟَﻘَﺪ ﺧَﻠَﻘﻨَﺎ ﺍﻹِﻧﺴٰﻦَ ﻓﻰ
ﺃَﺣﺴَﻦِ ﺗَﻘﻮﻳﻢٍ
[4] আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর
অবয়বে।
[4] Verily, We created man in the best
stature (mould),
[5] ﺛُﻢَّ ﺭَﺩَﺩﻧٰﻪُ ﺃَﺳﻔَﻞَ ﺳٰﻔِﻠﻴﻦَ
[5] অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি
নীচ থেকে নীচে।
[5] Then We reduced him to the lowest of
the low,
[6] ﺇِﻟَّﺎ ﺍﻟَّﺬﻳﻦَ ﺀﺍﻣَﻨﻮﺍ ﻭَﻋَﻤِﻠُﻮﺍ
ﺍﻟﺼّٰﻠِﺤٰﺖِ ﻓَﻠَﻬُﻢ ﺃَﺟﺮٌ ﻏَﻴﺮُ
ﻣَﻤﻨﻮﻥٍ
[6] কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে
ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে
অশেষ পুরস্কার।
[6] Save those who believe (in Islâmic
Monotheism) and do righteous deeds,
Then they shall have a reward without
end (Paradise).
[7] ﻓَﻤﺎ ﻳُﻜَﺬِّﺑُﻚَ ﺑَﻌﺪُ ﺑِﺎﻟﺪّﻳﻦِ
[7] অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ
কেয়ামতকে?
[7] Then what (or who) causes you (O
disbelievers) to deny the Recompense
(i.e. Day of Resurrection)?
[8] ﺃَﻟَﻴﺲَ ﺍﻟﻠَّﻪُ ﺑِﺄَﺣﻜَﻢِ
ﺍﻟﺤٰﻜِﻤﻴﻦَ
[8] আল্লাহ কি বিচারকদের মধ্যে
শ্রেষ্টতম বিচারক নন?
[8] Is not Allâh the Best of judges?
Bangla translation of Quran. Developed
by Syed Mohammad Rasel
Surah Al Tin
Advertisement
Earn upto $50k per month just
to try out my efranchise
Total amount earned :
$120Today Join For Free!
Just got paid $120 bonus)
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
শপথ আঞ্জীর (ডুমুর) ও
যয়তুনের,
2.
এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
3.
এবং এই নিরাপদ নগরীর।
4.
আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর
অবয়বে।
5.
অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ
থেকে নীচে।
6.
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও
সৎকর্ম করেছে, তাদের জন্যে
রয়েছে অশেষ পুরস্কার।
7.
অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ
কেয়ামতকে?
8.
আল্লাহ কি বিচারকদের মধ্যে
শ্রেষ্টতম বিচারক নন?

94.সুরাহ ইনশিরাহ (1-8)

 

94.সুরাহ ইনশিরাহ (1-8)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺃَﻟَﻢ ﻧَﺸﺮَﺡ ﻟَﻚَ ﺻَﺪﺭَﻙَ
[1] আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে
দেইনি?
[1] Have We not opened your breast for
you (O Muhammad (SAW))?
[2] ﻭَﻭَﺿَﻌﻨﺎ ﻋَﻨﻚَ ﻭِﺯﺭَﻙَ
[2] আমি লাঘব করেছি আপনার বোঝা,
[2] And removed from you your burden,
[3] ﺍﻟَّﺬﻯ ﺃَﻧﻘَﺾَ ﻇَﻬﺮَﻙَ
[3] যা ছিল আপনার জন্যে অতিশয়
দুঃসহ।
[3] Which weighed down your back?
[4] ﻭَﺭَﻓَﻌﻨﺎ ﻟَﻚَ ﺫِﻛﺮَﻙَ
[4] আমি আপনার আলোচনাকে সমুচ্চ
করেছি।
[4] And have We not raised high your
fame?
[5] ﻓَﺈِﻥَّ ﻣَﻊَ ﺍﻟﻌُﺴﺮِ ﻳُﺴﺮًﺍ
[5] নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
[5] Verily, along with every hardship is
relief,
[6] ﺇِﻥَّ ﻣَﻊَ ﺍﻟﻌُﺴﺮِ ﻳُﺴﺮًﺍ
[6] নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
[6] Verily, along with hardship is relief
(i.e. there is one hardship with two
reliefs, so one hardship cannot overcome
two reliefs)
[7] ﻓَﺈِﺫﺍ ﻓَﺮَﻏﺖَ ﻓَﺎﻧﺼَﺐ
[7] অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
[7] So when you have finished (your
occupation), devote yourslef for Allâh’s
worship.
[8] ﻭَﺇِﻟﻰٰ ﺭَﺑِّﻚَ ﻓَﺎﺭﻏَﺐ
[8] এবং আপনার পালনকর্তার প্রতি
মনোনিবেশ করুন।
[8] And to your Lord (Alone) turn (all
your) intentions and hopes.
Bangla translation of Quran. Developed
by Syed Mohammad Rasel
Surah Al
Inshirah
Advertisement
Earn upto $50k per month just
to try out my efranchise
Total amount earned :
$120Today Join For Free!
Just got paid $120 bonus)
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে
দেইনি?
2.
আমি লাঘব করেছি আপনার বোঝা,
3.
যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
4.
আমি আপনার আলোচনাকে সমুচ্চ
করেছি।
5.
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি
রয়েছে।
6.
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি
রয়েছে।
7.
অতএব, যখন অবসর পান পরিশ্রম
করুন।
8.
এবং আপনার পালনকর্তার প্রতি
মনোনিবেশ করুন।

93.সুরাহ আদ দুহা (1-11)

 

93.সুরাহ আদ দুহা (1-11)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻭَﺍﻟﻀُّﺤﻰٰ
[1] শপথ পূর্বাহ্নের,
[1] By the forenoon (after);
[2] ﻭَﺍﻟَّﻴﻞِ ﺇِﺫﺍ ﺳَﺠﻰٰ
[2] শপথ রাত্রির যখন তা গভীর হয়,
[2] By the night when it darkens (and
stands still).
[3] ﻣﺎ ﻭَﺩَّﻋَﻚَ ﺭَﺑُّﻚَ ﻭَﻣﺎ ﻗَﻠﻰٰ
[3] আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ
করেনি এবং আপনার প্রতি বিরূপও
হননি।
[3] Your Lord (O Muhammad (SAW)) has
neither forsaken you nor hates you.
[4] ﻭَﻟَﻞﺀﺍﺧِﺮَﺓُ ﺧَﻴﺮٌ ﻟَﻚَ ﻣِﻦَ
ﺍﻷﻭﻟﻰٰ
[4] আপনার জন্যে পরকাল ইহকাল
অপেক্ষা শ্রেয়।
[4] And indeed the Hereafter is better
for you than the present (life of this
world).
[5] ﻭَﻟَﺴَﻮﻑَ ﻳُﻌﻄﻴﻚَ ﺭَﺑُّﻚَ
ﻓَﺘَﺮﺿﻰٰ
[5] আপনার পালনকর্তা সত্বরই
আপনাকে দান করবেন, অতঃপর আপনি
সন্তুষ্ট হবেন।
[5] And verily, your Lord will give you
(all good) so that you shall be well-
pleased.
[6] ﺃَﻟَﻢ ﻳَﺠِﺪﻙَ ﻳَﺘﻴﻤًﺎ ﻓَـٔﺎﻭﻯٰ
[6] তিনি কি আপনাকে এতীমরূপে
পাননি? অতঃপর তিনি আশ্রয়
দিয়েছেন।
[6] Did He not find you (O Muhammad
(SAW)) an orphan and gave you a
refuge?
[7] ﻭَﻭَﺟَﺪَﻙَ ﺿﺎﻟًّﺎ ﻓَﻬَﺪﻯٰ
[7] তিনি আপনাকে পেয়েছেন পথহারা,
অতঃপর পথপ্রদর্শন করেছেন।
[7] And He found you unaware (of the
Qur’ân, its legal laws, and Prophethood)
and guided you?
[8] ﻭَﻭَﺟَﺪَﻙَ ﻋﺎﺋِﻠًﺎ ﻓَﺄَﻏﻨﻰٰ
[8] তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব,
অতঃপর অভাবমুক্ত করেছেন।
[8] And He found you poor, and made
you rich (selfsufficient with
selfcontentment)?
[9] ﻓَﺄَﻣَّﺎ ﺍﻟﻴَﺘﻴﻢَ ﻓَﻼ ﺗَﻘﻬَﺮ
[9] সুতরাং আপনি এতীমের প্রতি
কঠোর হবেন না;
[9] Therefore, treat not the orphan with
oppression,
[10] ﻭَﺃَﻣَّﺎ ﺍﻟﺴّﺎﺋِﻞَ ﻓَﻼ ﺗَﻨﻬَﺮ
[10] সওয়ালকারীকে ধমক দেবেন না।
[10] And repulse not the beggar;
[11] ﻭَﺃَﻣّﺎ ﺑِﻨِﻌﻤَﺔِ ﺭَﺑِّﻚَ ﻓَﺤَﺪِّﺙ
[11] এবং আপনার পালনকর্তার
নেয়ামতের কথা প্রকাশ করুন।
[11] And proclaim the Grace of your
Lord (i.e. the Prophethood and all other
Graces).
Bangla translation of Quran. Developed
by Syed Mohammad Rasel
Surah Al Duha
Advertisement
The Average Joe
Buying Gold
Get Started for free,
No Monthly Fees, No
Membership fees or any other
fees. buying and selling gold.
Easy as 1-2-3
Get Started Today!
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
শপথ পূর্বাহ্নের,
2.
শপথ রাত্রির যখন তা গভীর হয়,
3.
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ
করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
4.
আপনার জন্যে পরকাল ইহকাল
অপেক্ষা শ্রেয়।
5.
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে
দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট
হবেন।
6.
তিনি কি আপনাকে এতীমরূপে
পাননি? অতঃপর তিনি আশ্রয়
দিয়েছেন।
7.
তিনি আপনাকে পেয়েছেন পথহারা,
অতঃপর পথপ্রদর্শন করেছেন।
8.
তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব,
অতঃপর অভাবমুক্ত করেছেন।
9.
সুতরাং আপনি এতীমের প্রতি
কঠোর হবেন না;
10.
সওয়ালকারীকে ধমক দেবেন না।
11.
এবং আপনার পালনকর্তার নেয়ামতের
কথা প্রকাশ করুন।

92.সুরাহ আল লাইল(1-21)

 

92.সুরাহ আল লাইল(1-21)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরুকরছি আল্লাহর নামে যিনি পরমকরুণাময়, অতি দয়ালু[1] ﻭَﺍﻟَّﻴﻞِ ﺇِﺫﺍ ﻳَﻐﺸﻰٰ[1] শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,[1] By the night as it envelops;[2] ﻭَﺍﻟﻨَّﻬﺎﺭِ ﺇِﺫﺍ ﺗَﺠَﻠّﻰٰ[2] শপথ দিনের, যখন সে আলোকিত হয়[2] By the day as it appears inbrightness;[3] ﻭَﻣﺎ ﺧَﻠَﻖَ ﺍﻟﺬَّﻛَﺮَ ﻭَﺍﻷُﻧﺜﻰٰ[3] এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টিকরেছেন,[3] By Him Who created male andfemale;[4] ﺇِﻥَّ ﺳَﻌﻴَﻜُﻢ ﻟَﺸَﺘّﻰٰ[4] নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টাবিভিন্ন ধরনের।[4] Certainly, your efforts and deeds arediverse (different in aims and purposes);[5] ﻓَﺄَﻣّﺎ ﻣَﻦ ﺃَﻋﻄﻰٰ ﻭَﺍﺗَّﻘﻰٰ[5] অতএব, যে দান করে এবংখোদাভীরু হয়,[5] As for him who gives (in charity) andkeeps his duty to Allâh and fears Him,[6] ﻭَﺻَﺪَّﻕَ ﺑِﺎﻟﺤُﺴﻨﻰٰ[6] এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,[6] And believes in Al-Husna.[7] ﻓَﺴَﻨُﻴَﺴِّﺮُﻩُ ﻟِﻠﻴُﺴﺮﻯٰ[7] আমি তাকে সুখের বিষয়ের জন্যেসহজ পথ দান করব।[7] We will make smooth for him thepath of ease (goodness).[8] ﻭَﺃَﻣّﺎ ﻣَﻦ ﺑَﺨِﻞَ ﻭَﺍﺳﺘَﻐﻨﻰٰ[8] আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়[8] But he who is greedy miser andthinks himself self-sufficient.[9] ﻭَﻛَﺬَّﺏَ ﺑِﺎﻟﺤُﺴﻨﻰٰ[9] এবং উত্তম বিষয়কে মিথ্যা মনেকরে,[9] And gives belies Al-Husna (See thefootnote of the Verse No: 6);[10] ﻓَﺴَﻨُﻴَﺴِّﺮُﻩُ ﻟِﻠﻌُﺴﺮﻯٰ[10] আমি তাকে কষ্টের বিষয়ের জন্যেসহজ পথ দান করব।[10] We will make smooth for him thepath for evil;[11] ﻭَﻣﺎ ﻳُﻐﻨﻰ ﻋَﻨﻪُ ﻣﺎﻟُﻪُ ﺇِﺫﺍﺗَﺮَﺩّﻯٰ[11] যখন সে অধঃপতিত হবে, তখন তারসম্পদ তার কোনই কাজে আসবে না।[11] And what will his wealth avail himwhen he goes down (in destruction).[12] ﺇِﻥَّ ﻋَﻠَﻴﻨﺎ ﻟَﻠﻬُﺪﻯٰ[12] আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।[12] Truly! on Us is (to give) guidance,[13] ﻭَﺇِﻥَّ ﻟَﻨﺎ ﻟَﻞﺀﺍﺧِﺮَﺓَﻭَﺍﻷﻭﻟﻰٰ[13] আর আমি মালিক ইহকালের ওপরকালের।[13] And truly, unto Us (belong) the last(Hereafter) and the first (this world).[14] ﻓَﺄَﻧﺬَﺭﺗُﻜُﻢ ﻧﺎﺭًﺍ ﺗَﻠَﻈّﻰٰ[14] অতএব, আমি তোমাদেরকেপ্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করেদিয়েছি।[14] Therefore I have warned you of ablazing (Hell);[15] ﻻ ﻳَﺼﻠﻯٰﻬﺎ ﺇِﻟَّﺎ ﺍﻷَﺷﻘَﻰ[15] এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিইপ্রবেশ করবে,[15] None shall enter it save the mostwretched,[16] ﺍﻟَّﺬﻯ ﻛَﺬَّﺏَ ﻭَﺗَﻮَﻟّﻰٰ[16] যে মিথ্যারোপ করে ও মুখফিরিয়ে নেয়।[16] Who denies and turns away.[17] ﻭَﺳَﻴُﺠَﻨَّﺒُﻬَﺎ ﺍﻷَﺗﻘَﻰ[17] এ থেকে দূরে রাখা হবেখোদাভীরু ব্যক্তিকে,[17] And Al-Muttaqûn (the pious andrighteous – see V.2:2) will be far removedfrom it (Hell).[18] ﺍﻟَّﺬﻯ ﻳُﺆﺗﻰ ﻣﺎﻟَﻪُ ﻳَﺘَﺰَﻛّﻰٰ[18] যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদদান করে।[18] He who spends his wealth forincrease in self-purification,[19] ﻭَﻣﺎ ﻟِﺄَﺣَﺪٍ ﻋِﻨﺪَﻩُ ﻣِﻦ ﻧِﻌﻤَﺔٍﺗُﺠﺰﻯٰ[19] এবং তার উপর কারও কোনপ্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।[19] And who has (in mind) no favourfrom anyone,[20] ﺇِﻟَّﺎ ﺍﺑﺘِﻐﺎﺀَ ﻭَﺟﻪِ ﺭَﺑِّﻪِﺍﻷَﻋﻠﻰٰ[20] তার মহান পালনকর্তার সন্তুষ্টিঅন্বেষণ ব্যতীত।[20] Except to seek the Countenance ofhis Lord, the Most High;[21] ﻭَﻟَﺴَﻮﻑَ ﻳَﺮﺿﻰٰ[21] সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।[21] He surely, will be pleased (when hewill enters Paradise).
Surah Al Layl
Advertisement
Fire Your Boss
You have residual
bills, why not residual
income? How much
do you need to pay your monthly
bills? Let me show you how to
generate residual income so
paying your bills is never an
issue.
ALJCAREERS.COM
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
শপথ রাত্রির, যখন সে
আচ্ছন্ন করে,
2.
শপথ দিনের, যখন সে
আলোকিত হয়
3.
এবং তাঁর, যিনি নর ও নারী
সৃষ্টি করেছেন,
4.
নিশ্চয় তোমাদের কর্ম
প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
5.
অতএব, যে দান করে এবং
খোদাভীরু হয়,
6.
এবং উত্তম বিষয়কে সত্য
মনে করে,
7.
আমি তাকে সুখের
বিষয়ের জন্যে সহজ পথ
দান করব।
8.
আর যে কৃপণতা করে ও
বেপরওয়া হয়
9.
এবং উত্তম বিষয়কে মিথ্যা
মনে করে,
10.
আমি তাকে কষ্টের
বিষয়ের জন্যে সহজ পথ
দান করব।
11.
যখন সে অধঃপতিত হবে,
তখন তার সম্পদ তার কোনই
কাজে আসবে না।
12.
আমার দায়িত্ব পথ প্রদর্শন
করা।
13.
আর আমি মালিক ইহকালের
ও পরকালের।
14.
অতএব, আমি
তোমাদেরকে প্রজ্বলিত
অগ্নি সম্পর্কে সতর্ক
করে দিয়েছি।
15.
এতে নিতান্ত হতভাগ্য
ব্যক্তিই প্রবেশ করবে,
16.
যে মিথ্যারোপ করে ও
মুখ ফিরিয়ে নেয়।
17.
এ থেকে দূরে রাখা হবে
খোদাভীরু ব্যক্তিকে,
18.
যে আত্নশুদ্ধির জন্যে
তার ধন-সম্পদ দান করে।
19.
এবং তার উপর কারও কোন
প্রতিদানযোগ্য অনুগ্রহ
থাকে না।
20.
তার মহান পালনকর্তার সন্তুষ্টি
অন্বেষণ ব্যতীত।
21.
সে সত্বরই সন্তুষ্টি লাভ
করবে।

91.সুরাহ আস সামস(1-15)

 

91.সুরাহ আস সামস(1-15)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻭَﺍﻟﺸَّﻤﺲِ ﻭَﺿُﺤﻯٰﻬﺎ
[1] শপথ সূর্যের ও তার কিরণের,
[1] By the sun and its brightness;
[2] ﻭَﺍﻟﻘَﻤَﺮِ ﺇِﺫﺍ ﺗَﻠﻯٰﻬﺎ
[2] শপথ চন্দ্রের যখন তা সূর্যের
পশ্চাতে আসে,
[2] By the moon as it follows it (the sun);
[3] ﻭَﺍﻟﻨَّﻬﺎﺭِ ﺇِﺫﺍ ﺟَﻠّﻯٰﻬﺎ
[3] শপথ দিবসের যখন সে সূর্যকে
প্রখরভাবে প্রকাশ করে,
[3] By the day as it shows up (the sun’s)
brightness;
[4] ﻭَﺍﻟَّﻴﻞِ ﺇِﺫﺍ ﻳَﻐﺸﻯٰﻬﺎ
[4] শপথ রাত্রির যখন সে সূর্যকে
আচ্ছাদিত করে,
[4] By the night as it conceals it (the
sun);
[5] ﻭَﺍﻟﺴَّﻤﺎﺀِ ﻭَﻣﺎ ﺑَﻨﻯٰﻬﺎ
[5] শপথ আকাশের এবং যিনি তা
নির্মাণ করেছেন, তাঁর।
[5] By the heaven and Him Who built it;
[6] ﻭَﺍﻷَﺭﺽِ ﻭَﻣﺎ ﻃَﺤﻯٰﻬﺎ
[6] শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত
করেছেন, তাঁর,
[6] By the earth and Him Who spread it,
[7] ﻭَﻧَﻔﺲٍ ﻭَﻣﺎ ﺳَﻮّﻯٰﻬﺎ
[7] শপথ প্রাণের এবং যিনি তা
সুবিন্যস্ত করেছেন, তাঁর,
[7] And by Nafs (Adam or a person or a
soul), and Him Who perfected him in
proportion;
[8] ﻓَﺄَﻟﻬَﻤَﻬﺎ ﻓُﺠﻮﺭَﻫﺎ ﻭَﺗَﻘﻮﻯٰﻬﺎ
[8] অতঃপর তাকে তার অসৎকর্ম ও
সৎকর্মের জ্ঞান দান করেছেন,
[8] Then He showed him what is wrong
for him and what is right for him;
[9] ﻗَﺪ ﺃَﻓﻠَﺢَ ﻣَﻦ ﺯَﻛّﻯٰﻬﺎ
[9] যে নিজেকে শুদ্ধ করে, সেই
সফলকাম হয়।
[9] Indeed he succeeds who purifies his
ownself (i.e. obeys and performs all that
Allâh ordered, by following the true
Faith of Islâmic Monotheism and by
doing righteous good deeds).
[10] ﻭَﻗَﺪ ﺧﺎﺏَ ﻣَﻦ ﺩَﺳّﻯٰﻬﺎ
[10] এবং যে নিজেকে কলুষিত করে, সে
ব্যর্থ মনোরথ হয়।
[10] And indeed he fails who corrupts his
ownself (i.e. disobeys what Allâh has
ordered by rejecting the true Faith of
Islâmic Monotheism or by following
polytheism or by doing every kind of evil
wicked deeds)
[11] ﻛَﺬَّﺑَﺖ ﺛَﻤﻮﺩُ ﺑِﻄَﻐﻮﻯٰﻬﺎ
[11] সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ
মিথ্যারোপ করেছিল।
[11] Thamûd (people) denied (their
Prophet) through their transgression (by
rejecting the true Faith of Islâmic
Monotheism, and by following
polytheism, and by committing every
kind of sin).
[12] ﺇِﺫِ ﺍﻧﺒَﻌَﺚَ ﺃَﺷﻘﻯٰﻬﺎ
[12] যখন তাদের সর্বাধিক হতভাগ্য
ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
[12] When the most wicked man among
them went forth (to kill the she-camel).
[13] ﻓَﻘﺎﻝَ ﻟَﻬُﻢ ﺭَﺳﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ
ﻧﺎﻗَﺔَ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺳُﻘﻴٰﻬﺎ
[13] অতঃপর আল্লাহর রসূল তাদেরকে
বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে
পানি পান করানোর ব্যাপারে সতর্ক
থাক।
[13] But the Messenger of Allâh [Sâlih
(Saleh) A.S.] said to them: “Be cautious!
(Fear the evil end). That is the she-camel
of Allâh! (Do not harm it) and bar it not
from having its drink!”
[14] ﻓَﻜَﺬَّﺑﻮﻩُ ﻓَﻌَﻘَﺮﻭﻫﺎ ﻓَﺪَﻣﺪَﻡَ
ﻋَﻠَﻴﻬِﻢ ﺭَﺑُّﻬُﻢ ﺑِﺬَﻧﺒِﻬِﻢ
ﻓَﺴَﻮّﻯٰﻬﺎ
[14] অতঃপর ওরা তার প্রতি
মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা
কর্তন করেছিল। তাদের পাপের কারণে
তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস
নাযিল করে একাকার করে দিলেন।
[14] Then they denied him and they
killed it. So their Lord destroyed them
because of their sin, and made them
equal in destruction (i.e. all grades of
people, rich and poor, strong and weak)!
[15] ﻭَﻻ ﻳَﺨﺎﻑُ ﻋُﻘﺒٰﻬﺎ
[15] আল্লাহ তা’আলা এই ধ্বংসের
কোন বিরূপ পরিণতির আশংকা করেন
না।
[15] And He (Allâh) feared not the
consequences thereof.
Surah Al Shams
Advertisement
The Average Joe
Buying Gold
Get Started for free,
No Monthly Fees, No
Membership fees or any other
fees. buying and selling gold.
Easy as 1-2-3
Get Started Today!
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
শপথ সূর্যের ও তার কিরণের,
2.
শপথ চন্দ্রের যখন তা সূর্যের
পশ্চাতে আসে,
3.
শপথ দিবসের যখন সে সূর্যকে
প্রখরভাবে প্রকাশ করে,
4.
শপথ রাত্রির যখন সে সূর্যকে
আচ্ছাদিত করে,
5.
শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ
করেছেন, তাঁর।
6.
শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত
করেছেন, তাঁর,
7.
শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত
করেছেন, তাঁর,
8.
অতঃপর তাকে তার অসৎকর্ম ও
সৎকর্মের জ্ঞান দান করেছেন,
9.
যে নিজেকে শুদ্ধ করে, সেই
সফলকাম হয়।
10.
এবং যে নিজেকে কলুষিত করে,
সে ব্যর্থ মনোরথ হয়।
11.
সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ
মিথ্যারোপ করেছিল।
12.
যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি
তৎপর হয়ে উঠেছিল।
13.
অতঃপর আল্লাহর রসূল তাদেরকে
বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও
তাকে পানি পান করানোর ব্যাপারে
সতর্ক থাক।
14.
অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ
করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন
করেছিল। তাদের পাপের কারণে
তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস
নাযিল করে একাকার করে দিলেন।
15.
আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন
বিরূপ পরিণতির আশংকা করেন না।

90.সুরাহ আল বালাদ (1-20)

 

90.সুরাহ আল বালাদ (1-20)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻻ ﺃُﻗﺴِﻢُ ﺑِﻬٰﺬَﺍ ﺍﻟﺒَﻠَﺪِ
[1] আমি এই নগরীর শপথ করি
[1] I swear by this city (Makkah);
[2] ﻭَﺃَﻧﺖَ ﺣِﻞٌّ ﺑِﻬٰﺬَﺍ ﺍﻟﺒَﻠَﺪِ
[2] এবং এই নগরীতে আপনার উপর কোন
প্রতিবন্ধকতা নেই।
[2] And you are free (from sin and to
punish the enemies of Islâm on the Day
of the conquest) in this city (Makkah) ,
[3] ﻭَﻭﺍﻟِﺪٍ ﻭَﻣﺎ ﻭَﻟَﺪَ
[3] শপথ জনকের ও যা জন্ম দেয়।
[3] And by the begetter (i.e. Adam A.S.)
and that which he begot (i.e. his
progeny);
[4] ﻟَﻘَﺪ ﺧَﻠَﻘﻨَﺎ ﺍﻹِﻧﺴٰﻦَ ﻓﻰ
ﻛَﺒَﺪٍ
[4] নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে
সৃষ্টি করেছি।
[4] Verily, We have created man in toil.
[5] ﺃَﻳَﺤﺴَﺐُ ﺃَﻥ ﻟَﻦ ﻳَﻘﺪِﺭَ
ﻋَﻠَﻴﻪِ ﺃَﺣَﺪٌ
[5] সে কি মনে করে যে, তার উপর কেউ
ক্ষমতাবান হবে না ?
[5] Does he think that none can
overcome him?
[6] ﻳَﻘﻮﻝُ ﺃَﻫﻠَﻜﺖُ ﻣﺎﻟًﺎ ﻟُﺒَﺪًﺍ
[6] সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয়
করেছি।
[6] He says (boastfully): “I have wasted
wealth in abundance!”
[7] ﺃَﻳَﺤﺴَﺐُ ﺃَﻥ ﻟَﻢ ﻳَﺮَﻩُ ﺃَﺣَﺪٌ
[7] সে কি মনে করে যে, তাকে কেউ
দেখেনি?
[7] Does he think that none sees him?
[8] ﺃَﻟَﻢ ﻧَﺠﻌَﻞ ﻟَﻪُ ﻋَﻴﻨَﻴﻦِ
[8] আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,
[8] Have We not made for him a pair of
eyes?
[9] ﻭَﻟِﺴﺎﻧًﺎ ﻭَﺷَﻔَﺘَﻴﻦِ
[9] জিহবা ও ওষ্ঠদ্বয় ?
[9] And a tongue and a pair of lips?
[10] ﻭَﻫَﺪَﻳﻨٰﻪُ ﺍﻟﻨَّﺠﺪَﻳﻦِ
[10] বস্তুতঃ আমি তাকে দু’টি পথ
প্রদর্শন করেছি।
[10] And shown him the two ways (good
and evil)?
[11] ﻓَﻠَﺎ ﺍﻗﺘَﺤَﻢَ ﺍﻟﻌَﻘَﺒَﺔَ
[11] অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ
করেনি।
[11] But he has not attempted to pass on
the path that is steep (i.e. the path which
will lead to goodness and success).
[12] ﻭَﻣﺎ ﺃَﺩﺭﻯٰﻚَ ﻣَﺎ ﺍﻟﻌَﻘَﺒَﺔُ
[12] আপনি জানেন, সে ঘাঁটি কি?
[12] And what will make you know the
path that is steep?
[13] ﻓَﻚُّ ﺭَﻗَﺒَﺔٍ
[13] তা হচ্ছে দাসমুক্তি
[13] (It is) Freeing a neck (slave)
[14] ﺃَﻭ ﺇِﻃﻌٰﻢٌ ﻓﻰ ﻳَﻮﻡٍ ﺫﻯ
ﻣَﺴﻐَﺒَﺔٍ
[14] অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
[14] Or giving food in a day of hunger
(famine),
[15] ﻳَﺘﻴﻤًﺎ ﺫﺍ ﻣَﻘﺮَﺑَﺔٍ
[15] এতীম আত্বীয়কে
[15] To an orphan near of kin.
[16] ﺃَﻭ ﻣِﺴﻜﻴﻨًﺎ ﺫﺍ ﻣَﺘﺮَﺑَﺔٍ
[16] অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে
[16] Or to a Miskîn (poor) cleaving to
dust (out of misery).
[17] ﺛُﻢَّ ﻛﺎﻥَ ﻣِﻦَ ﺍﻟَّﺬﻳﻦَ ﺀﺍﻣَﻨﻮﺍ
ﻭَﺗَﻮﺍﺻَﻮﺍ ﺑِﺎﻟﺼَّﺒﺮِ ﻭَﺗَﻮﺍﺻَﻮﺍ
ﺑِﺎﻟﻤَﺮﺣَﻤَﺔِ
[17] অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া,
যারা ঈমান আনে এবং পরস্পরকে
উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয়
দয়ার।
[17] Then he became one of those who
believed, (in the Islamic Monothsim) and
recommended one another to
perseverance and patience, and (also)
recommended one another to pity and
compassion.
[18] ﺃُﻭﻟٰﺌِﻚَ ﺃَﺻﺤٰﺐُ ﺍﻟﻤَﻴﻤَﻨَﺔِ
[18] তারাই সৌভাগ্যশালী।
[18] They are those on the Right Hand
(i.e. the dwellers of Paradise),
[19] ﻭَﺍﻟَّﺬﻳﻦَ ﻛَﻔَﺮﻭﺍ ﺑِـٔﺎﻳٰﺘِﻨﺎ ﻫُﻢ
ﺃَﺻﺤٰﺐُ ﺍﻟﻤَﺸـَٔﻤَﺔِ
[19] আর যারা আমার আয়াতসমূহ
অস্বীকার করে তারাই হতভাগা।
[19] But those who disbelieved in Our
Ayât (proofs, evidences, verses, lessons,
signs, revelations, etc.), they are those on
the Left Hand (the dwellers of Hell)
[20] ﻋَﻠَﻴﻬِﻢ ﻧﺎﺭٌ ﻣُﺆﺻَﺪَﺓٌ
[20] তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায়
বন্দী থাকবে।
[20] The Fire will be shut over them (i.e.
they will be enveloped by the Fire
without any opening or window or
outlet.
Surah Al Balad
Advertisement
Earn upto $50k per month just
to try out my efranchise
Total amount earned :
$120Today Join For Free!
Just got paid $120 bonus)
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
আমি এই নগরীর শপথ করি
2.
এবং এই নগরীতে আপনার উপর
কোন প্রতিবন্ধকতা নেই।
3.
শপথ জনকের ও যা জন্ম দেয়।
4.
নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে
সৃষ্টি করেছি।
5.
সে কি মনে করে যে, তার উপর
কেউ ক্ষমতাবান হবে না ?
6.
সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ
ব্যয় করেছি।
7.
সে কি মনে করে যে, তাকে
কেউ দেখেনি?
8.
আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,
9.
জিহবা ও ওষ্ঠদ্বয় ?
10.
বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন
করেছি।
11.
অতঃপর সে ধর্মের ঘাঁটিতে
প্রবেশ করেনি।
12.
আপনি জানেন, সে ঘাঁটি কি?
13.
তা হচ্ছে দাসমুক্তি
14.
অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
15.
এতীম আত্বীয়কে
16.
অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে
17.
অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া,
যারা ঈমান আনে এবং পরস্পরকে
উপদেশ দেয় সবরের ও উপদেশ
দেয় দয়ার।
18.
তারাই সৌভাগ্যশালী।
19.
আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার
করে তারাই হতভাগা।
20.
তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী
থাকবে।

89.সুরাহ আল ফাযর (1-30)

 

89.সুরাহ আল ফাযর (1-30)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻭَﺍﻟﻔَﺠﺮِ
[1] শপথ ফজরের,
[1] By the dawn;
[2] ﻭَﻟَﻴﺎﻝٍ ﻋَﺸﺮٍ
[2] শপথ দশ রাত্রির, শপথ তার,
[2] By the ten nights (i.e. the first ten
days of the month of Dhul-Hîjjah) ,
[3] ﻭَﺍﻟﺸَّﻔﻊِ ﻭَﺍﻟﻮَﺗﺮِ
[3] যা জোড় ও যা বিজোড়
[3] And by the even and the odd (of all
the creations of Allâh)
[4] ﻭَﺍﻟَّﻴﻞِ ﺇِﺫﺍ ﻳَﺴﺮِ
[4] এবং শপথ রাত্রির যখন তা গত হতে
থাকে
[4] And by the night when it departs
[5] ﻫَﻞ ﻓﻰ ﺫٰﻟِﻚَ ﻗَﺴَﻢٌ ﻟِﺬﻯ
ﺣِﺠﺮٍ
[5] এর মধ্যে আছে শপথ জ্ঞানী
ব্যক্তির জন্যে।
[5] There is indeed in them (the above
oaths) sufficient proofs for men of
understanding (and that, they should
avoid all kinds of sins and disbeliefs)!
[6] ﺃَﻟَﻢ ﺗَﺮَ ﻛَﻴﻒَ ﻓَﻌَﻞَ ﺭَﺑُّﻚَ
ﺑِﻌﺎﺩٍ
[6] আপনি কি লক্ষ্য করেননি, আপনার
পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের
সাথে কি আচরণ করেছিলেন,
[6] Saw you (O Muhammad (SAW)) not
how your Lord dealt with ‘Ad (people)
[7] ﺇِﺭَﻡَ ﺫﺍﺕِ ﺍﻟﻌِﻤﺎﺩِ
[7] যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির
ন্যায় দীর্ঘ ছিল এবং
[7] Of Iram (Who were very tall) like
(lofty) pillars,
[8] ﺍﻟَّﺘﻰ ﻟَﻢ ﻳُﺨﻠَﻖ ﻣِﺜﻠُﻬﺎ ﻓِﻰ
ﺍﻟﺒِﻠٰﺪِ
[8] যাদের সমান শক্তি ও বলবীর্যে
সারা বিশ্বের শহরসমূহে কোন লোক
সৃজিত হয়নি
[8] The like of which were not created in
the land?
[9] ﻭَﺛَﻤﻮﺩَ ﺍﻟَّﺬﻳﻦَ ﺟﺎﺑُﻮﺍ
ﺍﻟﺼَّﺨﺮَ ﺑِﺎﻟﻮﺍﺩِ
[9] এবং সামুদ গোত্রের সাথে, যারা
উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ
করেছিল।
[9] And (with) Thamûd (people), who
hewed out rocks in the valley (to make
dwellings)?
[10] ﻭَﻓِﺮﻋَﻮﻥَ ﺫِﻯ ﺍﻷَﻭﺗﺎﺩِ
[10] এবং বহু কীলকের অধিপতি
ফেরাউনের সাথে
[10] And (with) Fir’aun (Pharaoh), who
had the stakes (to torture men by
binding them to stakes)?
[11] ﺍﻟَّﺬﻳﻦَ ﻃَﻐَﻮﺍ ﻓِﻰ ﺍﻟﺒِﻠٰﺪِ
[11] যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।
[11] Who did transgress beyond bounds
in the lands (in the disobedience of
Allâh).
[12] ﻓَﺄَﻛﺜَﺮﻭﺍ ﻓﻴﻬَﺎ ﺍﻟﻔَﺴﺎﺩَ
[12] অতঃপর সেখানে বিস্তর অশান্তি
সৃষ্টি করেছিল।
[12] And made therein much mischief.
[13] ﻓَﺼَﺐَّ ﻋَﻠَﻴﻬِﻢ ﺭَﺑُّﻚَ ﺳَﻮﻁَ
ﻋَﺬﺍﺏٍ
[13] অতঃপর আপনার পালনকর্তা
তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।
[13] So your Lord poured on them
different kinds of severe torment.
[14] ﺇِﻥَّ ﺭَﺑَّﻚَ ﻟَﺒِﺎﻟﻤِﺮﺻﺎﺩِ
[14] নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক
দৃষ্টি রাখেন।
[14] Verily, your Lord is Ever Watchful
(over them).
[15] ﻓَﺄَﻣَّﺎ ﺍﻹِﻧﺴٰﻦُ ﺇِﺫﺍ ﻣَﺎ
ﺍﺑﺘَﻠﻯٰﻪُ ﺭَﺑُّﻪُ ﻓَﺄَﻛﺮَﻣَﻪُ ﻭَﻧَﻌَّﻤَﻪُ
ﻓَﻴَﻘﻮﻝُ ﺭَﺑّﻰ ﺃَﻛﺮَﻣَﻦِ
[15] মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা
তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান
ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার
পালনকর্তা আমাকে সম্মান দান
করেছেন।
[15] As for man, when his Lord tries him
by giving him honour and bounties, then
he says (in): “My Lord has honoured
me.”
[16] ﻭَﺃَﻣّﺎ ﺇِﺫﺍ ﻣَﺎ ﺍﺑﺘَﻠﻯٰﻪُ ﻓَﻘَﺪَﺭَ
ﻋَﻠَﻴﻪِ ﺭِﺯﻗَﻪُ ﻓَﻴَﻘﻮﻝُ ﺭَﺑّﻰ
ﺃَﻫٰﻨَﻦِ
[16] এবং যখন তাকে পরীক্ষা করেন,
অতঃপর রিযিক সংকুচিত করে দেন,
তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে
হেয় করেছেন।
[16] But when He tries him, by
straitening his means of life, he says:
“My Lord has humiliated me!”
[17] ﻛَﻠّﺎ ۖ ﺑَﻞ ﻻ ﺗُﻜﺮِﻣﻮﻥَ
ﺍﻟﻴَﺘﻴﻢَ
[17] এটা অমূলক, বরং তোমরা এতীমকে
সম্মান কর না।
[17] Nay! But you treat not the orphans
with kindness and generosity (i.e. you
neither treat them well, nor give them
their exact right of inheritance)!
[18] ﻭَﻻ ﺗَﺤٰﻀّﻮﻥَ ﻋَﻠﻰٰ ﻃَﻌﺎﻡِ
ﺍﻟﻤِﺴﻜﻴﻦِ
[18] এবং মিসকীনকে অন্নদানে
পরস্পরকে উৎসাহিত কর না।
[18] And urge not one another on the
feeding of AlMiskîn (the poor)!
[19] ﻭَﺗَﺄﻛُﻠﻮﻥَ ﺍﻟﺘُّﺮﺍﺙَ ﺃَﻛﻠًﺎ ﻟَﻤًّﺎ
[19] এবং তোমরা মৃতের ত্যাজ্য
সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল
[19] And you devour inheritance all with
greed,
[20] ﻭَﺗُﺤِﺒّﻮﻥَ ﺍﻟﻤﺎﻝَ ﺣُﺒًّﺎ ﺟَﻤًّﺎ
[20] এবং তোমরা ধন-সম্পদকে
প্রাণভরে ভালবাস।
[20] And you love wealth with much
love!
[21] ﻛَﻠّﺎ ﺇِﺫﺍ ﺩُﻛَّﺖِ ﺍﻷَﺭﺽُ ﺩَﻛًّﺎ
ﺩَﻛًّﺎ
[21] এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-
বিচুর্ণ হবে
[21] Nay! When the earth is ground to
powder,
[22] ﻭَﺟﺎﺀَ ﺭَﺑُّﻚَ ﻭَﺍﻟﻤَﻠَﻚُ ﺻَﻔًّﺎ
ﺻَﻔًّﺎ
[22] এবং আপনার পালনকর্তা ও
ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত
হবেন,
[22] And your Lord comes with the
angels in rows,
[23] ﻭَﺟِﺎ۟ﻱﺀَ ﻳَﻮﻣَﺌِﺬٍ ﺑِﺠَﻬَﻨَّﻢَ ۚ
ﻳَﻮﻣَﺌِﺬٍ ﻳَﺘَﺬَﻛَّﺮُ ﺍﻹِﻧﺴٰﻦُ ﻭَﺃَﻧّﻰٰ
ﻟَﻪُ ﺍﻟﺬِّﻛﺮﻯٰ
[23] এবং সেদিন জাহান্নামকে আনা
হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু
এই স্মরণ তার কি কাজে আসবে?
[23] And Hell will be brought near that
Day. On that Day will man remember,
but how will that remembrance (then)
avail him?
[24] ﻳَﻘﻮﻝُ ﻳٰﻠَﻴﺘَﻨﻰ ﻗَﺪَّﻣﺖُ
ﻟِﺤَﻴﺎﺗﻰ
[24] সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে
আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!
[24] He will say: “Alas! Would that I had
sent forth (good deeds) for (this) my
life!”
[25] ﻓَﻴَﻮﻣَﺌِﺬٍ ﻻ ﻳُﻌَﺬِّﺏُ ﻋَﺬﺍﺑَﻪُ
ﺃَﺣَﺪٌ
[25] সেদিন তার শাস্তির মত শাস্তি
কেউ দিবে না।
[25] So on that Day, none will punish as
He will punish
[26] ﻭَﻻ ﻳﻮﺛِﻖُ ﻭَﺛﺎﻗَﻪُ ﺃَﺣَﺪٌ
[26] এবং তার বন্ধনের মত বন্ধন কেউ
দিবে না।
[26] And none will bind (the wicked,
disbelivers and polytheists) as He will
bind.
[27] ﻳٰﺄَﻳَّﺘُﻬَﺎ ﺍﻟﻨَّﻔﺲُ ﺍﻟﻤُﻄﻤَﺌِﻨَّﺔُ
[27] হে প্রশান্ত মন,
[27] (It will be said to the pious —
believers of Islamic Monothesim): “O
(you) the one in (complete) rest and
satisfaction!
[28] ﺍﺭﺟِﻌﻰ ﺇِﻟﻰٰ ﺭَﺑِّﻚِ ﺭﺍﺿِﻴَﺔً
ﻣَﺮﺿِﻴَّﺔً
[28] তুমি তোমার পালনকর্তার নিকট
ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন
হয়ে।
[28] “Come back to your Lord, Well-
pleased (yourself) and well-pleasing
(unto Him)!
[29] ﻓَﺎﺩﺧُﻠﻰ ﻓﻰ ﻋِﺒٰﺪﻯ
[29] অতঃপর আমার বান্দাদের
অন্তর্ভুক্ত হয়ে যাও।
[29] “Enter you, then, among My
(honoured) slaves,
[30] ﻭَﺍﺩﺧُﻠﻰ ﺟَﻨَّﺘﻰ
[30] এবং আমার জান্নাতে প্রবেশ কর।
[30] “And enter you My Paradise!”
Surah Al Fajr
Advertisement
The Average Joe
Buying Gold
Get Started for free,
No Monthly Fees, No
Membership fees or any other
fees. buying and selling gold.
Easy as 1-2-3
Get Started Today!
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
শপথ ফজরের,
2.
শপথ দশ রাত্রির, শপথ তার,
3.
যা জোড় ও যা বিজোড়
4.
এবং শপথ রাত্রির যখন তা গত হতে
থাকে
5.
এর মধ্যে আছে শপথ জ্ঞানী
ব্যক্তির জন্যে।
6.
আপনি কি লক্ষ্য করেননি, আপনার
পালনকর্তা আদ বংশের ইরাম
গোত্রের সাথে কি আচরণ
করেছিলেন,
7.
যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায়
দীর্ঘ ছিল এবং
8.
যাদের সমান শক্তি ও বলবীর্যে
সারা বিশ্বের শহরসমূহে কোন
লোক সৃজিত হয়নি
9.
এবং সামুদ গোত্রের সাথে, যারা
উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ
করেছিল।
10.
এবং বহু কীলকের অধিপতি
ফেরাউনের সাথে
11.
যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।
12.
অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি
করেছিল।
13.
অতঃপর আপনার পালনকর্তা
তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।
14.
নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি
রাখেন।
15.
মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা
তাকে পরীক্ষা করেন, অতঃপর
সম্মান ও অনুগ্রহ দান করেন,
তখন বলে, আমার পালনকর্তা
আমাকে সম্মান দান করেছেন।
16.
এবং যখন তাকে পরীক্ষা করেন,
অতঃপর রিযিক সংকুচিত করে দেন,
তখন বলেঃ আমার পালনকর্তা
আমাকে হেয় করেছেন।
17.
এটা অমূলক, বরং তোমরা এতীমকে
সম্মান কর না।
18.
এবং মিসকীনকে অন্নদানে
পরস্পরকে উৎসাহিত কর না।
19.
এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি
সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল
20.
এবং তোমরা ধন-সম্পদকে
প্রাণভরে ভালবাস।
21.
এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ
হবে
22.
এবং আপনার পালনকর্তা ও
ফেরেশতাগণ সারিবদ্ধভাবে
উপস্থিত হবেন,
23.
এবং সেদিন জাহান্নামকে আনা হবে,
সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই
স্মরণ তার কি কাজে আসবে?
24.
সে বলবেঃ হায়, এ জীবনের
জন্যে আমি যদি কিছু অগ্রে
প্রেরণ করতাম!
25.
সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ
দিবে না।
26.
এবং তার বন্ধনের মত বন্ধন কেউ
দিবে না।
27.
হে প্রশান্ত মন,
28.
তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে
যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
29.
অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত
হয়ে যাও।
30.
এবং আমার জান্নাতে প্রবেশ কর।

88.সুরাহ আল গাশিয়াহ (1-26)

 

88.সুরাহ আল গাশিয়াহ (1-26)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরুকরছি আল্লাহর নামে যিনি পরমকরুণাময়, অতি দয়ালু[1] ﻫَﻞ ﺃَﺗﻯٰﻚَ ﺣَﺪﻳﺚُ ﺍﻟﻐٰﺸِﻴَﺔِ[1] আপনার কাছে আচ্ছন্নকারীকেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?[1] Has there come to you the narrationof the overwhelming (i.e. the Day ofResurrection)?[2] ﻭُﺟﻮﻩٌ ﻳَﻮﻣَﺌِﺬٍ ﺧٰﺸِﻌَﺔٌ[2] অনেক মুখমন্ডল সেদিন হবেলাঞ্ছিত,[2] Some faces, that Day, will behumiliated (in the Hell-fire, i.e. the facesof all disbelievers, Jews and Christians).[3] ﻋﺎﻣِﻠَﺔٌ ﻧﺎﺻِﺒَﺔٌ[3] ক্লিষ্ট, ক্লান্ত।[3] Labouring (hard in the worldly lifeby worshipping others besides Allâh),weary (in the Hereafter with humilityand disgrace).[4] ﺗَﺼﻠﻰٰ ﻧﺎﺭًﺍ ﺣﺎﻣِﻴَﺔً[4] তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।[4] They will enter in the hot blazingFire,[5] ﺗُﺴﻘﻰٰ ﻣِﻦ ﻋَﻴﻦٍ ﺀﺍﻧِﻴَﺔٍ[5] তাদেরকে ফুটন্ত নহর থেকে পানকরানো হবে।[5] They will be given to drink from aboiling spring,[6] ﻟَﻴﺲَ ﻟَﻬُﻢ ﻃَﻌﺎﻡٌ ﺇِﻟّﺎ ﻣِﻦﺿَﺮﻳﻊٍ[6] কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যেকোন খাদ্য নেই।[6] No food will there be for them but apoisonous thorny plant,[7] ﻻ ﻳُﺴﻤِﻦُ ﻭَﻻ ﻳُﻐﻨﻰ ﻣِﻦﺟﻮﻉٍ[7] এটা তাদেরকে পুষ্ট করবে না এবংক্ষুধায়ও উপকার করবে না।[7] Which will neither nourish nor availagainst hunger[8] ﻭُﺟﻮﻩٌ ﻳَﻮﻣَﺌِﺬٍ ﻧﺎﻋِﻤَﺔٌ[8] অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,[8] (Other) faces, that Day, will be joyful,[9] ﻟِﺴَﻌﻴِﻬﺎ ﺭﺍﺿِﻴَﺔٌ[9] তাদের কর্মের কারণে সন্তুষ্ট।[9] Glad with their endeavour (for theirgood deeds which they did in this world,along with the true Faith of IslâmicMonotheism).[10] ﻓﻰ ﺟَﻨَّﺔٍ ﻋﺎﻟِﻴَﺔٍ[10] তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।[10] In a lofty Paradise[11] ﻻ ﺗَﺴﻤَﻊُ ﻓﻴﻬﺎ ﻟٰﻐِﻴَﺔً[11] তথায় শুনবে না কোন অসারকথাবার্তা।[11] Where they shall neither hearharmful speech nor falsehood,[12] ﻓﻴﻬﺎ ﻋَﻴﻦٌ ﺟﺎﺭِﻳَﺔٌ[12] তথায় থাকবে প্রবাহিত ঝরণা।[12] Therein will be a running spring,[13] ﻓﻴﻬﺎ ﺳُﺮُﺭٌ ﻣَﺮﻓﻮﻋَﺔٌ[13] তথায় থাকবে উন্নত সুসজ্জিতআসন।[13] Therein will be thrones raised high,[14] ﻭَﺃَﻛﻮﺍﺏٌ ﻣَﻮﺿﻮﻋَﺔٌ[14] এবং সংরক্ষিত পানপাত্র[14] And cups set at hand[15] ﻭَﻧَﻤﺎﺭِﻕُ ﻣَﺼﻔﻮﻓَﺔٌ[15] এবং সারি সারি গালিচা[15] And cushions set in rows,[16] ﻭَﺯَﺭﺍﺑِﻰُّ ﻣَﺒﺜﻮﺛَﺔٌ[16] এবং বিস্তৃত বিছানো কার্পেট।[16] And rich carpets (all) spread out[17] ﺃَﻓَﻼ ﻳَﻨﻈُﺮﻭﻥَ ﺇِﻟَﻰ ﺍﻹِﺑِﻞِﻛَﻴﻒَ ﺧُﻠِﻘَﺖ[17] তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করেনা যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?[17] Do they not look at the camels, howthey are created?[18] ﻭَﺇِﻟَﻰ ﺍﻟﺴَّﻤﺎﺀِ ﻛَﻴﻒَﺭُﻓِﻌَﺖ[18] এবং আকাশের প্রতি লক্ষ্য করেনা যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?[18] And at the heaven, how it is raised?[19] ﻭَﺇِﻟَﻰ ﺍﻟﺠِﺒﺎﻝِ ﻛَﻴﻒَﻧُﺼِﺒَﺖ[19] এবং পাহাড়ের দিকে যে, তাকিভাবে স্থাপন করা হয়েছে?[19] And at the mountains, how they arerooted (and fixed firm)?[20] ﻭَﺇِﻟَﻰ ﺍﻷَﺭﺽِ ﻛَﻴﻒَﺳُﻄِﺤَﺖ[20] এবং পৃথিবীর দিকে যে, তাকিভাবে সমতল বিছানো হয়েছে?[20] And at the earth, how it isoutspread?[21] ﻓَﺬَﻛِّﺮ ﺇِﻧَّﻤﺎ ﺃَﻧﺖَ ﻣُﺬَﻛِّﺮٌ[21] অতএব, আপনি উপদেশ দিন, আপনিতো কেবল একজন উপদেশদাতা,[21] So remind them (O Muhammad(SAW)) — you are only a one whoreminds.[22] ﻟَﺴﺖَ ﻋَﻠَﻴﻬِﻢ ﺑِﻤُﺼَﻴﻄِﺮٍ[22] আপনি তাদের শাসক নন,[22] You are not a dictator over them —[23] ﺇِﻟّﺎ ﻣَﻦ ﺗَﻮَﻟّﻰٰ ﻭَﻛَﻔَﺮَ[23] কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ওকাফের হয়ে যায়,[23] Save the one who turns away anddisbelieves.[24] ﻓَﻴُﻌَﺬِّﺑُﻪُ ﺍﻟﻠَّﻪُ ﺍﻟﻌَﺬﺍﺏَﺍﻷَﻛﺒَﺮَ[24] আল্লাহ তাকে মহা আযাব দেবেন।[24] Then Allâh will punish him with thegreatest punishment.[25] ﺇِﻥَّ ﺇِﻟَﻴﻨﺎ ﺇِﻳﺎﺑَﻬُﻢ[25] নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারইনিকট,[25] Verily, to Us will be their return;[26] ﺛُﻢَّ ﺇِﻥَّ ﻋَﻠَﻴﻨﺎ ﺣِﺴﺎﺑَﻬُﻢ[26] অতঃপর তাদের হিসাব-নিকাশআমারই দায়িত্ব।[26] Then verily, for Us will be theirreckoning.
Surah Al
Ghashiyah
Advertisement
Earn upto $50k per month just
to try out my efranchise
Total amount earned :
$120Today Join For Free!
Just got paid $120 bonus)
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
আপনার কাছে আচ্ছন্নকারী
কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
2.
অনেক মুখমন্ডল সেদিন হবে
লাঞ্ছিত,
3.
ক্লিষ্ট, ক্লান্ত।
4.
তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
5.
তাদেরকে ফুটন্ত নহর থেকে পান
করানো হবে।
6.
কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের
জন্যে কোন খাদ্য নেই।
7.
এটা তাদেরকে পুষ্ট করবে না এবং
ক্ষুধায়ও উপকার করবে না।
8.
অনেক মুখমন্ডল সেদিন হবে,
সজীব,
9.
তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
10.
তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
11.
তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
12.
তথায় থাকবে প্রবাহিত ঝরণা।
13.
তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
14.
এবং সংরক্ষিত পানপাত্র
15.
এবং সারি সারি গালিচা
16.
এবং বিস্তৃত বিছানো কার্পেট।
17.
তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে
না যে, তা কিভাবে সৃষ্টি করা
হয়েছে?
18.
এবং আকাশের প্রতি লক্ষ্য করে না
যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
19.
এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে
স্থাপন করা হয়েছে?
20.
এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে
সমতল বিছানো হয়েছে?
21.
অতএব, আপনি উপদেশ দিন, আপনি
তো কেবল একজন উপদেশদাতা,
22.
আপনি তাদের শাসক নন,
23.
কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও
কাফের হয়ে যায়,
24.
আল্লাহ তাকে মহা আযাব দেবেন।
25.
নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই
নিকট,
26.
অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই
দায়িত্ব।

87.সুরা আল আ ‘লা (1-19)

 

87.সুরা আল আ ‘লা (1-19)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺳَﺒِّﺢِ ﺍﺳﻢَ ﺭَﺑِّﻚَ ﺍﻷَﻋﻠَﻰ
[1] আপনি আপনার মহান পালনকর্তার
নামের পবিত্রতা বর্ণনা করুন
[1] Glorify the Name of your Lord, the
Most High,
[2] ﺍﻟَّﺬﻯ ﺧَﻠَﻖَ ﻓَﺴَﻮّﻯٰ
[2] যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত
করেছেন।
[2] Who has created (everything), and
then proportioned it;
[3] ﻭَﺍﻟَّﺬﻯ ﻗَﺪَّﺭَ ﻓَﻬَﺪﻯٰ
[3] এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ
প্রদর্শন করেছেন
[3] And Who has measured
(preordainments for everything even to
be blessed or wretched); and then guided
(i.e. showed mankind the right as well as
wrong paths, and guided the animals to
pasture);
[4] ﻭَﺍﻟَّﺬﻯ ﺃَﺧﺮَﺝَ ﺍﻟﻤَﺮﻋﻰٰ
[4] এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
[4] And Who brings out the pasturage,
[5] ﻓَﺠَﻌَﻠَﻪُ ﻏُﺜﺎﺀً ﺃَﺣﻮﻯٰ
[5] অতঃপর করেছেন তাকে কাল
আবর্জনা।
[5] And then makes it dark stubble
[6] ﺳَﻨُﻘﺮِﺋُﻚَ ﻓَﻼ ﺗَﻨﺴﻰٰ
[6] আমি আপনাকে পাঠ করাতে থাকব,
ফলে আপনি বিস্মৃত হবেন না
[6] We shall make you to recite (the
Qur’ân), so you (O Muhammad (SAW))
shall not forget (it),
[7] ﺇِﻟّﺎ ﻣﺎ ﺷﺎﺀَ ﺍﻟﻠَّﻪُ ۚ ﺇِﻧَّﻪُ ﻳَﻌﻠَﻢُ
ﺍﻟﺠَﻬﺮَ ﻭَﻣﺎ ﻳَﺨﻔﻰٰ
[7] আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত।
নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও
গোপন বিষয়।
[7] Except what Allâh, may will, He
knows what is apparent and what is
hidden.
[8] ﻭَﻧُﻴَﺴِّﺮُﻙَ ﻟِﻠﻴُﺴﺮﻯٰ
[8] আমি আপনার জন্যে সহজ শরীয়ত
সহজতর করে দেবো।
[8] And We shall make easy for you (O
Muhammad (SAW)) the easy way (i.e. the
doing of righteous deeds).
[9] ﻓَﺬَﻛِّﺮ ﺇِﻥ ﻧَﻔَﻌَﺖِ ﺍﻟﺬِّﻛﺮﻯٰ
[9] উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান
করুন,
[9] Therefore remind (men) in case the
reminder profits (them)
[10] ﺳَﻴَﺬَّﻛَّﺮُ ﻣَﻦ ﻳَﺨﺸﻰٰ
[10] যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
[10] The reminder will be received by
him who fears (Allâh),
[11] ﻭَﻳَﺘَﺠَﻨَّﺒُﻬَﺎ ﺍﻷَﺷﻘَﻰ
[11] আর যে, হতভাগা, সে তা উপেক্ষা
করবে,
[11] But it will be avoided by the
wretched,
[12] ﺍﻟَّﺬﻯ ﻳَﺼﻠَﻰ ﺍﻟﻨّﺎﺭَ ﺍﻟﻜُﺒﺮﻯٰ
[12] সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
[12] Who will enter the great Fire (and
whill be made to taste its burning).
[13] ﺛُﻢَّ ﻻ ﻳَﻤﻮﺕُ ﻓﻴﻬﺎ ﻭَﻻ
ﻳَﺤﻴﻰٰ
[13] অতঃপর সেখানে সে মরবেও না,
জীবিতও থাকবে না।
[13] There he will neither die (to be in
rest) nor live (a good living).
[14] ﻗَﺪ ﺃَﻓﻠَﺢَ ﻣَﻦ ﺗَﺰَﻛّﻰٰ
[14] নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে
শুদ্ধ হয়
[14] Indeed whosoever purifies himself
(by avoiding polytheism and accepting
Islâmic Monotheism) shall achieve
success,
[15] ﻭَﺫَﻛَﺮَ ﺍﺳﻢَ ﺭَﺑِّﻪِ ﻓَﺼَﻠّﻰٰ
[15] এবং তার পালনকর্তার নাম স্মরণ
করে, অতঃপর নামায আদায় করে।
[15] And remembers (glorifies) the Name
of his Lord (worships none but Allâh),
and prays (five compulsory prayers and
Nawâfil — additional prayers).
[16] ﺑَﻞ ﺗُﺆﺛِﺮﻭﻥَ ﺍﻟﺤَﻴﻮٰﺓَ
ﺍﻟﺪُّﻧﻴﺎ
[16] বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে
অগ্রাধিকার দাও,
[16] Nay, you prefer the life of this
world,
[17] ﻭَﺍﻝﺀﺍﺧِﺮَﺓُ ﺧَﻴﺮٌ ﻭَﺃَﺑﻘﻰٰ
[17] অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও
স্থায়ী।
[17] Although the Hereafter is better and
more lasting.
[18] ﺇِﻥَّ ﻫٰﺬﺍ ﻟَﻔِﻰ ﺍﻟﺼُّﺤُﻒِ
ﺍﻷﻭﻟﻰٰ
[18] এটা লিখিত রয়েছে পূর্ববতী
কিতাবসমূহে;
[18] Verily, this is in the former
Scriptures —
[19] ﺻُﺤُﻒِ ﺇِﺑﺮٰﻫﻴﻢَ ﻭَﻣﻮﺳﻰٰ
[19] ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।
[19] The Scriptures of Ibrâhim
(Abraham) and Mûsa (Moses).
Surah Al A’la
Advertisement
Fire Your Boss
You have residual
bills, why not residual
income ? How much
do you need to pay your monthly
bills? Let me show you how to
generate residual income so
paying your bills is never an
issue.
ALJCAREERS.COM
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
আপনি আপনার মহান পালনকর্তার
নামের পবিত্রতা বর্ণনা করুন
2.
যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত
করেছেন।
3.
এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ
প্রদর্শন করেছেন
4.
এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
5.
অতঃপর করেছেন তাকে কাল
আবর্জনা।
6.
আমি আপনাকে পাঠ করাতে থাকব,
ফলে আপনি বিস্মৃত হবেন না
7.
আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত।
নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন
বিষয়।
8.
আমি আপনার জন্যে সহজ শরীয়ত
সহজতর করে দেবো।
9.
উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ
দান করুন,
10.
যে ভয় করে, সে উপদেশ গ্রহণ
করবে,
11.
আর যে, হতভাগা, সে তা উপেক্ষা
করবে,
12.
সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
13.
অতঃপর সেখানে সে মরবেও না,
জীবিতও থাকবে না।
14.
নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে
শুদ্ধ হয়
15.
এবং তার পালনকর্তার নাম স্মরণ করে,
অতঃপর নামায আদায় করে।
16.
বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে
অগ্রাধিকার দাও,
17.
অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও
স্থায়ী।
18.
এটা লিখিত রয়েছে পূর্ববতী
কিতাবসমূহে;
19.
ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।

Translate