Monday, November 16, 2020

86.সুরাহ আল তারিক (1-17)

 

86.সুরাহ আল তারিক (1-17)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরুকরছি আল্লাহর নামে যিনি পরমকরুণাময়, অতি দয়ালু[1] ﻭَﺍﻟﺴَّﻤﺎﺀِ ﻭَﺍﻟﻄّﺎﺭِﻕِ[1] শপথ আকাশের এবং রাত্রিতেআগমনকারীর।[1] By the heaven, and At-Târiq (thenight-comer, i.e. the bright star);[2] ﻭَﻣﺎ ﺃَﺩﺭﻯٰﻚَ ﻣَﺎ ﺍﻟﻄّﺎﺭِﻕُ[2] আপনি জানেন, যে রাত্রিতে আসেসেটা কি?[2] And what will make you to knowwhat At-Târiq (night-comer) is?[3] ﺍﻟﻨَّﺠﻢُ ﺍﻟﺜّﺎﻗِﺐُ[3] সেটা এক উজ্জ্বল নক্ষত্র।[3] (It is) the star of piercing brightness;[4] ﺇِﻥ ﻛُﻞُّ ﻧَﻔﺲٍ ﻟَﻤّﺎ ﻋَﻠَﻴﻬﺎﺣﺎﻓِﻆٌ[4] প্রত্যেকের উপর একজনতত্ত্বাবধায়ক রয়েছে।[4] There is no human being but has aprotector over him (or her) (i.e. angels incharge of each human being guardinghim, writing his good and bad deeds).[5] ﻓَﻠﻴَﻨﻈُﺮِ ﺍﻹِﻧﺴٰﻦُ ﻣِﻢَّ ﺧُﻠِﻖَ[5] অতএব, মানুষের দেখা উচিত কি বস্তুথেকে সে সৃজিত হয়েছে।[5] So let man see from what he iscreated![6] ﺧُﻠِﻖَ ﻣِﻦ ﻣﺎﺀٍ ﺩﺍﻓِﻖٍ[6] সে সৃজিত হয়েছে সবেগে স্খলিতপানি থেকে।[6] He is created from a water gushingforth,[7] ﻳَﺨﺮُﺝُ ﻣِﻦ ﺑَﻴﻦِ ﺍﻟﺼُّﻠﺐِﻭَﺍﻟﺘَّﺮﺍﺋِﺐِ[7] এটা নির্গত হয় মেরুদন্ড ওবক্ষপাজরের মধ্য থেকে।[7] Proceeding from between the back-bone and the ribs,[8] ﺇِﻧَّﻪُ ﻋَﻠﻰٰ ﺭَﺟﻌِﻪِ ﻟَﻘﺎﺩِﺭٌ[8] নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতেসক্ষম।[8] Verily, (Allâh) is Able to bring himback (to life)![9] ﻳَﻮﻡَ ﺗُﺒﻠَﻰ ﺍﻟﺴَّﺮﺍﺋِﺮُ[9] যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিতহবে,[9] The Day when all the secrets (deeds,prayers, fasting, etc.) will be examined(as to their truth)[10] ﻓَﻤﺎ ﻟَﻪُ ﻣِﻦ ﻗُﻮَّﺓٍ ﻭَﻻ ﻧﺎﺻِﺮٍ[10] সেদিন তার কোন শক্তি থাকবেনা এবং সাহায্যকারীও থাকবে না।[10] Then he will have no power, norany helper.[11] ﻭَﺍﻟﺴَّﻤﺎﺀِ ﺫﺍﺕِ ﺍﻟﺮَّﺟﻊِ[11] শপথ চক্রশীল আকাশের[11] By the sky (having rain clouds)which gives rain, again and again.[12] ﻭَﺍﻷَﺭﺽِ ﺫﺍﺕِ ﺍﻟﺼَّﺪﻉِ[12] এবং বিদারনশীল পৃথিবীর[12] And the earth which splits (with thegrowth of trees and plants),[13] ﺇِﻧَّﻪُ ﻟَﻘَﻮﻝٌ ﻓَﺼﻞٌ[13] নিশ্চয় কোরআন সত্য-মিথ্যারফয়সালা।[13] Verily, this (the Qur’ân) is the Wordthat separates (the truth from falsehood,and commands strict laws for mankindto cut the roots of evil).[14] ﻭَﻣﺎ ﻫُﻮَ ﺑِﺎﻟﻬَﺰﻝِ[14] এবং এটা উপহাস নয়।[14] And it is not a thing for amusement.[15] ﺇِﻧَّﻬُﻢ ﻳَﻜﻴﺪﻭﻥَ ﻛَﻴﺪًﺍ[15] তারা ভীষণ চক্রান্ত করে,[15] Verily, they are but plotting a plot(against you O Muhammad (SAW)).[16] ﻭَﺃَﻛﻴﺪُ ﻛَﻴﺪًﺍ[16] আর আমিও কৌশল করি।[16] And I (too) am planning a plan.[17] ﻓَﻤَﻬِّﻞِ ﺍﻟﻜٰﻔِﺮﻳﻦَ ﺃَﻣﻬِﻠﻬُﻢﺭُﻭَﻳﺪًﺍ[17] অতএব, কাফেরদেরকে অবকাশ দিন,তাদেরকে অবকাশ দিন, কিছু দিনেরজন্যে।[17] So give a respite to the disbelievers;deal gently with them for a while.
Surah Al Tariq
Advertisement
Instant Pay Site
check out my web page
Click Here
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
শপথ আকাশের এবং রাত্রিতে
আগমনকারীর।
2.
আপনি জানেন, যে রাত্রিতে
আসে সেটা কি?
3.
সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
4.
প্রত্যেকের উপর একজন
তত্ত্বাবধায়ক রয়েছে।
5.
অতএব, মানুষের দেখা উচিত
কি বস্তু থেকে সে সৃজিত
হয়েছে।
6.
সে সৃজিত হয়েছে
সবেগে স্খলিত পানি
থেকে।
7.
এটা নির্গত হয় মেরুদন্ড ও
বক্ষপাজরের মধ্য থেকে।
8.
নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে
নিতে সক্ষম।
9.
যেদিন গোপন বিষয়াদি
পরীক্ষিত হবে,
10.
সেদিন তার কোন শক্তি
থাকবে না এবং সাহায্যকারীও
থাকবে না।
11.
শপথ চক্রশীল আকাশের
12.
এবং বিদারনশীল পৃথিবীর
13.
নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার
ফয়সালা।
14.
এবং এটা উপহাস নয়।
15.
তারা ভীষণ চক্রান্ত করে,
16.
আর আমিও কৌশল করি।
17.
অতএব, কাফেরদেরকে
অবকাশ দিন, তাদেরকে
অবকাশ দিন, কিছু দিনের
জন্যে।

No comments:

Post a Comment

Translate