Monday, November 16, 2020

105.সুরাহ আল ফিল(1-5)

 

105.সুরাহ আল ফিল(1-5)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺃَﻟَﻢ ﺗَﺮَ ﻛَﻴﻒَ ﻓَﻌَﻞَ ﺭَﺑُّﻚَ
ﺑِﺄَﺻﺤٰﺐِ ﺍﻟﻔﻴﻞِ
[1] আপনি কি দেখেননি আপনার
পালনকর্তা হস্তীবাহিনীর সাথে
কিরূপ ব্যবহার করেছেন?
[1] Have you (O Muhammad (SAW)) not
seen how your Lord dealt with the
Owners of the Elephant? [The elephant
army which came from Yemen under the
command of Abrahah Al-Ashram
intending to destroy the Ka’bah at
Makkah].
[2] ﺃَﻟَﻢ ﻳَﺠﻌَﻞ ﻛَﻴﺪَﻫُﻢ ﻓﻰ
ﺗَﻀﻠﻴﻞٍ
[2] তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ
করে দেননি?
[2] Did He not make their plot go astray?
[3] ﻭَﺃَﺭﺳَﻞَ ﻋَﻠَﻴﻬِﻢ ﻃَﻴﺮًﺍ
ﺃَﺑﺎﺑﻴﻞَ
[3] তিনি তাদের উপর প্রেরণ করেছেন
ঝাঁকে ঝাঁকে পাখী,
[3] And He sent against them birds, in
flocks,
[4] ﺗَﺮﻣﻴﻬِﻢ ﺑِﺤِﺠﺎﺭَﺓٍ ﻣِﻦ
ﺳِﺠّﻴﻞٍ
[4] যারা তাদের উপর পাথরের কংকর
নিক্ষেপ করছিল।
[4] Striking them with stones of Sijjîl
(baked clay).
[5] ﻓَﺠَﻌَﻠَﻬُﻢ ﻛَﻌَﺼﻒٍ ﻣَﺄﻛﻮﻝٍ
[5] অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত
তৃণসদৃশ করে দেন।
Surah Al Fil
Advertisement
Make Money with
GOLD.
See how 1gram of
24K gold can create
the life style of your dreams.
Watch this company 8 minute
video for full details…..
http://www.savegold.com.au
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
আপনি কি দেখেননি আপনার
পালনকর্তা হস্তীবাহিনীর সাথে
কিরূপ ব্যবহার করেছেন?
2.
তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে
দেননি?
3.
তিনি তাদের উপর প্রেরণ
করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
4.
যারা তাদের উপর পাথরের কংকর
নিক্ষেপ করছিল।
5.
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত
তৃণসদৃশ করে দেন।

No comments:

Post a Comment

Translate