Sunday, February 21, 2021

বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নায়

 বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয়।।

আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়।।

 বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয়।।

 লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,

প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে।।

তবুও তোমার লড়তেই হবে মানিবে না পরাজয়।। 

বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয়।।

**কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা।।

এর চেয়ে মারাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভাল।।

কিভাবে ধোকা দিয়ে বিবেক টা কে??

কি হবে বেঁচে থেকে??

অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে।

কি হবে বেঁচে থেকে??

আমি 'শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তরে ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার ছাওয়াল পড়ে'।।

মনে আমার উচ্চ আশা।।

বাংলাতে যে ফিউচার নাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। তোমরা গোস্বা না হও ভাইরে ভাই কইতে গেলে লজ্জায় মইরা যাই।।

দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কনা।।

শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা।।

তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা?

দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইবে যখন যেটা।।

সম্মুখে তোর ঘন কালো মেঘের আনাগোনা সূর্যোদয়ের পূর্বে দেখিস হয়ে যাবে ফানা।।

ওরে তুই যদি যাস খেয়া বেয়ে হিম্মত বুকে পাল উড়িয়ে দেখবি শেষে ফল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল।

আধার রাতে জীবন খেয়ায় ওঠরে নবীন দল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল।।

আঁধার রাতে জীবন খেয়ায়.......

কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানী গীত??

কইরে খালিদ উমর? এসেছে নতুন বদর

কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ??

এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গানী গীত






No comments:

Post a Comment

Translate