Tuesday, February 23, 2021

সাড়ে তিন হাত দেহের ভিতর

 সাড়ে তিন হাত দেহের ভিতর এত বড় দুঃখ আমি কেমন করে সই রে?

'আমি কি তোর দুঃখের কোন আত্মীয় হই' রে?।।


সামনে-পিছে শিথান পুইথা এমন একটা জায়গাও নাই,

যেখানেতে আমার নামে দুঃখ বরাদ্দ নাই।।

আমি এমন কপাল পোড়া, বেঁচে থেকেও জিন্দা মরা,

কলিজাটা পইড়া ছাই।

'আমি কি তোর দুঃখের কোব আত্নীয় হয়' রে?।।


সুখের আশায় ঘুরলাম শুধু ভাটিয় আর  উজান,

আমার দুঃখ আমার কাছে হাইরে দুনিয়ার সমান।।

জনম গেলো ভুল শুধরাইতে, সময় নাই রে আমার হাতে,

যাব ডাকলে মালিক সাই।

'আমি কি তোর দুঃখের কোন আত্মীয় হই' রে?।।


সাড়ে তিন হাত দেহের ভিতর এত বড় দুঃখ আমি কেমন করে সই রে?

'আমি কি তোর দুঃখের কোন আত্মীয় হই' রে?।।


No comments:

Post a Comment

Translate