Monday, March 15, 2021

জুমআর দিনে ও রাতে প্রিয় নবী 🌿🌿🌿সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরূদ পাঠ। এমনকি সপ্তাহের অন্য যেকোন দিনের চেয়ে শুক্রবারে দরূদ পাঠ বেশি ফজীলতপূর্ণ।

 🌺🌺 আজ শুক্রবার 🌺🌺এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল- প্রিয় নবী 🌿🌿🌿সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরূদ পাঠ। এমনকি সপ্তাহের অন্য যেকোন দিনের চেয়ে শুক্রবারে দরূদ পাঠ বেশি ফজীলতপূর্ণ।

সুনানে আবু দাঊদে বর্ণিত-‘জুমআর দিন যেকোন দিনের চেয়ে শ্রেষ্ঠ।
তোমরা এই দিনে আমার প্রতি বেশি বেশি দরূদ পড়বে। তোমাদের প্রেরিত দরূদ আমার কাছে ফেরেশতাগন (এক বর্ণনা মতে দরূদপাঠকারীর নাম ও পিতার নামসহ) পৌঁছে দিয়ে থাকেন।’
প্রিয় বন্ধু, শুক্রবার তো প্রতি ছয়দিন পর একবার আসে। আপনি কি এই দিনে প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরূদ প্রেরণ করে থাকেন? না করলে এখনি শুরু করে দিন। এমনকি ওজু না থাকলেও পড়তে পারেন।
বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত শুক্রবার বলে গণ্য। সুতরাং এর মধ্যবর্তী পুরা সময়ে এ আমলটি ভ্যালিড থাকবে।

সুনানে বায়হাকীতে আনাস রা: হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-তোমরা জুমআর দিন ও জুমআর রাতে আমার প্রতি বেশি বেশি দরূদ প্রেরণ করবে। যে ব্যক্তি ১বার দরূদ পাঠ করবে আল্লাহ তা’আলা তার প্রতি ১০ বার রহমত নাযিল করবেন। (হাদীস নং ৫৯৯৪)
নবীজি আমাদের কাছে একটি জিনিস চেয়েছেন; সেটা হলো আমরা যেন তাঁর প্রতি দরূদ পাঠ করি। তাও তাঁর নিজের জন্য নয়, আমাদের জন্যই। লাভ আমাদেরই। একে দশ!!! দশে এক’শ!!!
তো শুরু হয়ে যাক এখনি-
اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدُ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ।
উচ্চারণ:- আল্লা-হুম্মা স্বাল্লি আলা মুহাম্মাদিঁউঅআলা আ-লি মুহাম্মাদ, কামা স্বাল্লাইতা আলা ইবরা-হীমা অ আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকাহামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁউঅ আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা আলা ইবরা-হীমা অ আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ।
অর্থ:- হে আল্লাহ! তুমি হযরত মুহাম্মদ ও তাঁর বংশধরের উপর রহ্‌মত বর্ষণ কর, যেমন তুমি হযরত ইবরাহীম ও তাঁর বংশধরের উপর রহ্‌মত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত।
হে আল্লাহ! তুমি হযরত মুহাম্মদ ও তাঁর বংশধরের উপর বর্কত বর্ষণ কর, যেমন তুমি হযরত ইবরাহীম ও তাঁর বংশধরের উপর বর্কত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত। (বুখারী, মিশকাত ৯১৯নং)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে কেউ সকাল বেলা আমার উপর দশবার দরুদ পাঠ করবে এবং বিকাল বেলা দশবার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে।’ তাবরানী হাদীসটি দু’ সনদে সংকলন করেন, যার একটি উত্তম।
দেখুন, মাজমা‘উয যাওয়ায়েদ ১০/১২০; সহীহুত তারগীব ওয়াত তারহীব ১/২৭৩।

Translate