কেমন করে ঘুমাও তুমি? ও মানুষ.......
ফজর করে কাজা,
এমনও তো হতে পারে তোমার যোহরের জানাজা!!!
মুসলিম হয়না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে।।
এই জীবনে সালাত যেন। এই জীবনে নামায যেন হয় না কভু কাজা।
এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা।
বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাংবে রে তখন। মানুষ ভাঙবে রে তখন।।
বিষাক্ত ঐ সাপের ছোবল, ও ও বিষাক্ত ঐ সাপের ছোবল বেনামাজির সাজা।
এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে যোহরে জানাজা
বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত দোযখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত
নামাজ বিনে পরকালে।। নামাজ বিনে পরকালে পাবে না সে জাজা
এমনও তো হতে পারে যোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে যোহরে জানাজা
কেমন করে ঘুমাও তুমি? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জহরে জানাজা
good
ReplyDeleteরুহুল্যা
ReplyDeleteশরিলের পসম দারিয়ে জায়,আল্লাহ আমাদের সবাইকে সময় মত নামাজ আদায় করার তৌফিক দান করুন।আমিন।
ReplyDeleteধন্যবাদ গজলের লিরিক টা এখানে দেওয়ার জন্য
ReplyDeletejazakallah
ReplyDelete