100.সুরাহ আল আদিয়াত (1-11)
ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻭَﺍﻟﻌٰﺪِﻳٰﺖِ ﺿَﺒﺤًﺎ
[1] শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
[1] By the (steeds) that run, with panting.
[2] ﻓَﺎﻟﻤﻮﺭِﻳٰﺖِ ﻗَﺪﺣًﺎ
[2] অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক
অশ্বসমূহের
[2] Striking sparks of fire (by their
hooves),
[3] ﻓَﺎﻟﻤُﻐﻴﺮٰﺕِ ﺻُﺒﺤًﺎ
[3] অতঃপর প্রভাতকালে আক্রমণকারী
অশ্বসমূহের
[3] And scouring to the raid at dawn.
[4] ﻓَﺄَﺛَﺮﻥَ ﺑِﻪِ ﻧَﻘﻌًﺎ
[4] ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত
করে
[4] And raise the dust in clouds the
while,
[5] ﻓَﻮَﺳَﻄﻦَ ﺑِﻪِ ﺟَﻤﻌًﺎ
[5] অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে
ঢুকে পড়ে-
[5] Penetrating forthwith as one into the
midst (of the foe);
[6] ﺇِﻥَّ ﺍﻹِﻧﺴٰﻦَ ﻟِﺮَﺑِّﻪِ ﻟَﻜَﻨﻮﺩٌ
[6] নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি
অকৃতজ্ঞ।
[6] Verily, man (disbeliever) is
ungrateful to his Lord;
[7] ﻭَﺇِﻧَّﻪُ ﻋَﻠﻰٰ ﺫٰﻟِﻚَ ﻟَﺸَﻬﻴﺪٌ
[7] এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
[7] And to that he bears witness (by his
deeds);
[8] ﻭَﺇِﻧَّﻪُ ﻟِﺤُﺐِّ ﺍﻟﺨَﻴﺮِ ﻟَﺸَﺪﻳﺪٌ
[8] এবং সে নিশ্চিতই ধন-সম্পদের
ভালবাসায় মত্ত।
[8] And verily, he is violent in the love of
wealth
[9] ۞ ﺃَﻓَﻼ ﻳَﻌﻠَﻢُ ﺇِﺫﺍ ﺑُﻌﺜِﺮَ ﻣﺎ
ﻓِﻰ ﺍﻟﻘُﺒﻮﺭِ
[9] সে কি জানে না, যখন কবরে যা
আছে, তা উত্থিত হবে
[9] Knows he not that when the contents
of the graves are poured forth (all
mankind is resurrected)?
[10] ﻭَﺣُﺼِّﻞَ ﻣﺎ ﻓِﻰ ﺍﻟﺼُّﺪﻭﺭِ
[10] এবং অন্তরে যা আছে, তা অর্জন
করা হবে?
[10] And that which is in the breasts (of
men) is made known?
[11] ﺇِﻥَّ ﺭَﺑَّﻬُﻢ ﺑِﻬِﻢ ﻳَﻮﻣَﺌِﺬٍ
ﻟَﺨَﺒﻴﺮٌ
[11] সেদিন তাদের কি হবে, সে
সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ
জ্ঞাত।
[11] Verily, that Day (i.e. the Day of
Resurrection) their Lord will be Well-
Acquainted with them (as to their deeds
and will reward them for their deeds).
Surah Al
Adiyat
Advertisement
Forex Money Making
Machine (ROBOT)
Watch this video now
and see how this
money spinner will help you
trade like a hedge fund
AT LAST heres a forex ROB
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
শপথ উর্ধ্বশ্বাসে চলমান
অশ্বসমূহের,
2.
অতঃপর ক্ষুরাঘাতে
অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
3.
অতঃপর প্রভাতকালে
আক্রমণকারী
অশ্বসমূহের
4.
ও যারা সে সময়ে ধুলি
উৎক্ষিপ্ত করে
5.
অতঃপর যারা শক্রদলের
অভ্যন্তরে ঢুকে পড়ে-
6.
নিশ্চয় মানুষ তার পালনকর্তার
প্রতি অকৃতজ্ঞ।
7.
এবং সে অবশ্য এ বিষয়ে
অবহিত
8.
এবং সে নিশ্চিতই ধন-
সম্পদের ভালবাসায় মত্ত।
9.
সে কি জানে না, যখন
কবরে যা আছে, তা উত্থিত
হবে
10.
এবং অন্তরে যা আছে, তা
অর্জন করা হবে?
11.
সেদিন তাদের কি হবে,
সে সম্পর্কে তাদের
পালনকর্তা সবিশেষ জ্ঞাত।
No comments:
Post a Comment