Monday, November 16, 2020

104.সুরাহ হুমাযাহ(1-9)

 

104.সুরাহ হুমাযাহ(1-9)


ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻭَﻳﻞٌ ﻟِﻜُﻞِّ ﻫُﻤَﺰَﺓٍ ﻟُﻤَﺰَﺓٍ
[1] প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে
পরনিন্দাকারীর দুর্ভোগ,
[1] Woe to every slanderer and
backbiter.
[2] ﺍﻟَّﺬﻯ ﺟَﻤَﻊَ ﻣﺎﻟًﺎ ﻭَﻋَﺪَّﺩَﻩُ
[2] যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
[2] Who has gathered wealth and
counted it,
[3] ﻳَﺤﺴَﺐُ ﺃَﻥَّ ﻣﺎﻟَﻪُ ﺃَﺧﻠَﺪَﻩُ
[3] সে মনে করে যে, তার অর্থ চিরকাল
তার সাথে থাকবে!
[3] He thinks that his wealth will make
him last forever!
[4] ﻛَﻠّﺎ ۖ ﻟَﻴُﻨﺒَﺬَﻥَّ ﻓِﻰ ﺍﻟﺤُﻄَﻤَﺔِ
[4] কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে
পিষ্টকারীর মধ্যে।
[4] Nay! Verily, he will be thrown into
the crushing Fire
[5] ﻭَﻣﺎ ﺃَﺩﺭﻯٰﻚَ ﻣَﺎ ﺍﻟﺤُﻄَﻤَﺔُ
[5] আপনি কি জানেন, পিষ্টকারী কি?
[5] And what will make you know what
the crushing Fire is?
[6] ﻧﺎﺭُ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﻤﻮﻗَﺪَﺓُ
[6] এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
[6] The fire of Allâh, kindled,
[7] ﺍﻟَّﺘﻰ ﺗَﻄَّﻠِﻊُ ﻋَﻠَﻰ ﺍﻷَﻓـِٔﺪَﺓِ
[7] যা হৃদয় পর্যন্ত পৌছবে।
[7] Which leaps up over the hearts,
[8] ﺇِﻧَّﻬﺎ ﻋَﻠَﻴﻬِﻢ ﻣُﺆﺻَﺪَﺓٌ
[8] এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
[8] Verily, it shall be closed upon them,
[9] ﻓﻰ ﻋَﻤَﺪٍ ﻣُﻤَﺪَّﺩَﺓٍ
[9] লম্বা লম্বা খুঁটিতে।
[9] In pillars stretched forth (i.e. they
Surah Al
Humazah
Advertisement
Forex Money Making
Machine (ROBOT)
Watch this video now
and see how this
money spinner will help you
trade like a hedge fund
AT LAST heres a forex ROB
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
প্রত্যেক পশ্চাতে ও
সম্মুখে পরনিন্দাকারীর
দুর্ভোগ,
2.
যে অর্থ সঞ্চিত করে ও
গণনা করে
3.
সে মনে করে যে, তার
অর্থ চিরকাল তার সাথে
থাকবে!
4.
কখনও না,
সে অবশ্যই নিক্ষিপ্ত হবে
পিষ্টকারীর মধ্যে।
5.
আপনি কি জানেন, পিষ্টকারী
কি?
6.
এটা আল্লাহর প্রজ্জ্বলিত
অগ্নি,
7.
যা হৃদয় পর্যন্ত পৌছবে।
8.
এতে তাদেরকে বেঁধে
দেয়া হবে,
9.
লম্বা লম্বা খুঁটিতে।

No comments:

Post a Comment

Translate