94.সুরাহ ইনশিরাহ (1-8)
ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺃَﻟَﻢ ﻧَﺸﺮَﺡ ﻟَﻚَ ﺻَﺪﺭَﻙَ
[1] আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে
দেইনি?
[1] Have We not opened your breast for
you (O Muhammad (SAW))?
[2] ﻭَﻭَﺿَﻌﻨﺎ ﻋَﻨﻚَ ﻭِﺯﺭَﻙَ
[2] আমি লাঘব করেছি আপনার বোঝা,
[2] And removed from you your burden,
[3] ﺍﻟَّﺬﻯ ﺃَﻧﻘَﺾَ ﻇَﻬﺮَﻙَ
[3] যা ছিল আপনার জন্যে অতিশয়
দুঃসহ।
[3] Which weighed down your back?
[4] ﻭَﺭَﻓَﻌﻨﺎ ﻟَﻚَ ﺫِﻛﺮَﻙَ
[4] আমি আপনার আলোচনাকে সমুচ্চ
করেছি।
[4] And have We not raised high your
fame?
[5] ﻓَﺈِﻥَّ ﻣَﻊَ ﺍﻟﻌُﺴﺮِ ﻳُﺴﺮًﺍ
[5] নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
[5] Verily, along with every hardship is
relief,
[6] ﺇِﻥَّ ﻣَﻊَ ﺍﻟﻌُﺴﺮِ ﻳُﺴﺮًﺍ
[6] নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
[6] Verily, along with hardship is relief
(i.e. there is one hardship with two
reliefs, so one hardship cannot overcome
two reliefs)
[7] ﻓَﺈِﺫﺍ ﻓَﺮَﻏﺖَ ﻓَﺎﻧﺼَﺐ
[7] অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
[7] So when you have finished (your
occupation), devote yourslef for Allâh’s
worship.
[8] ﻭَﺇِﻟﻰٰ ﺭَﺑِّﻚَ ﻓَﺎﺭﻏَﺐ
[8] এবং আপনার পালনকর্তার প্রতি
মনোনিবেশ করুন।
[8] And to your Lord (Alone) turn (all
your) intentions and hopes.
Bangla translation of Quran. Developed
by Syed Mohammad Rasel
Surah Al
Inshirah
Advertisement
Earn upto $50k per month just
to try out my efranchise
Total amount earned :
$120Today Join For Free!
Just got paid $120 bonus)
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে
দেইনি?
2.
আমি লাঘব করেছি আপনার বোঝা,
3.
যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
4.
আমি আপনার আলোচনাকে সমুচ্চ
করেছি।
5.
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি
রয়েছে।
6.
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি
রয়েছে।
7.
অতএব, যখন অবসর পান পরিশ্রম
করুন।
8.
এবং আপনার পালনকর্তার প্রতি
মনোনিবেশ করুন।
No comments:
Post a Comment