114.সুরাহ আন নাস(1-6)
ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻗُﻞ ﺃَﻋﻮﺫُ ﺑِﺮَﺏِّ ﺍﻟﻨّﺎﺱِ
[1] বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি
মানুষের পালনকর্তার,
[1] Say: “I seek refuge with (Allâh) the
Lord of mankind,
[2] ﻣَﻠِﻚِ ﺍﻟﻨّﺎﺱِ
[2] মানুষের অধিপতির,
[2] “The King of mankind —
[3] ﺇِﻟٰﻪِ ﺍﻟﻨّﺎﺱِ
[3] মানুষের মা’বুদের
[3] “The Ilâh (God) of mankind,
[4] ﻣِﻦ ﺷَﺮِّ ﺍﻟﻮَﺳﻮﺍﺱِ
ﺍﻟﺨَﻨّﺎﺱِ
[4] তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা
দেয় ও আত্নগোপন করে,
[4] “From the evil of the whisperer (devil
who whispers evil in the hearts of men)
who withdraws (from his whispering in
one’s heart after one remembers Allâh) ,
[5] ﺍﻟَّﺬﻯ ﻳُﻮَﺳﻮِﺱُ ﻓﻰ ﺻُﺪﻭﺭِ
ﺍﻟﻨّﺎﺱِ
[5] যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
[5] “Who whispers in the breasts of
mankind,
[6] ﻣِﻦَ ﺍﻟﺠِﻨَّﺔِ ﻭَﺍﻟﻨّﺎﺱِ
[6] জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের
মধ্য থেকে।
[6] “Of jinn and men.”
Surah Al Nas
Advertisement
Earn upto $50k per month just
to try out my system
Total amount earned : $171
Today Join For Free!
Just got paid $171:)
Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি
মানুষের পালনকর্তার,
2.
মানুষের অধিপতির,
3.
মানুষের মা’বুদের
4.
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা
দেয় ও আত্নগোপন করে,
5.
যে কুমন্ত্রণা দেয় মানুষের
অন্তরে
6.
জ্বিনের মধ্য থেকে অথবা
মানুষের মধ্য থেকে।
No comments:
Post a Comment