Thursday, January 8, 2026

মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান-সদকা করার বিধান এবং একটি সদকায় একাধিক মৃত ব্যক্তিকে শামিল করার বিধান

 মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান-সদকা করার বিধান এবং একটি সদকায় একাধিক মৃত ব্যক্তি বা দুনিয়ার সকল মৃত ব্যক্তিকে শামিল করার বিধান:

হাদিস দ্বারা প্রমাণিত যে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান-সদকা করা হলে সে কবরে তার দ্বারা উপকৃত হবে এবং তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ।
হাদিসে বর্ণিত হয়েছে:
عَنْ عَائِشَةَ – رضى الله عنها – أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِىِّ – صلى الله عليه وسلم إِنَّ أُمِّى افْتُلِتَتْ نَفْسُهَا ، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ نَعَمْ
আয়েশা রা. হতে বর্ণিত। এক ব্যক্তি নবী-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে জিজ্ঞাসা করল যে, আমার মা হঠাৎ মৃত্যু বরণ করেছে। আমার ধারণা, মৃত্যুর আগে কথা বলতে পারলে তিনি দান করতেন। এখন আমি যদি তার পক্ষ থেকে দান-সদকা করি তবে কি তিনি সওয়াব পাবেন? তিনি বলেন: “হ্যাঁ।” [সহীহ বুখারী, অধ্যায়: ২৩/ জানাজা, অনুচ্ছেদ: হঠাৎ মৃত্যু। সহিহ মুসলিম, অধ্যায়: ১৩/ জাকাত, পরিচ্ছেদ: ১০. মৃত ব্যক্তির পক্ষ হতে সদকা করা এবং করলে এর সওয়াব তার কাছে পৌঁছা] এ হাদিসে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান-সদকা করা হলে তিনি কবরে এর সওয়াব লাভ করবেন বলে প্রমাণিত হয়।
❑ একটি সদকায় একাধিক মাইয়েত বা দুনিয়ার সকল মাইয়েতকে শরিক করা যায় কি?
প্রশ্ন: আমি কি আমার মৃত দাদার জন্য আমার নিজস্ব অর্থ দিয়ে সদকা জারি করতে পারি? এবং আমি কি একই সময়ে আমার দাদা এবং দাদির জন্য একসাথে সদকা জারি করতে পারি?
উত্তর: হাঁ, সদকা মৃতের জন্য উপকারি এবং তার কাছে পৌঁছায়-এ বিষয়ে কোনো বিতর্ক নেই। শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া রহ. এর মতে, সমস্ত আলেম এ বিষয়ে একমত যে, সদকা মৃতের কাছে পৌঁছায়। তেমনি আর্থিক ইবাদত (যেমন: দাস মুক্তি) মৃতের উপকারে আসে। ইমাম নওয়াবি রাহ. তার মাজমু গ্রন্থে এই ঐক্যমত্য উল্লেখ করেছেন। মুসলিম শরিফের একটি বর্ণনায় আবদুল্লাহ ইবনে মোবারক (রহ.) বলেছেন,
ليس في الصدقة اختلاف
“সদকায় কোনো ভিন্ন মত নেই।”
অতএব আপনি যদি আপনার দাদা অথবা দাদির জন্য সদকা জারি করতে চান তাহলে সেটি তাদের জন্য নিঃসন্দেহে উপকারি হবে। অনুরূপভাবে আপনি যদি একই সময়ে দুই জনের জন্য একসাথে সদকা জারি করেন তাও তাদের জন্য উপকারি হবে এবং আপনি তার জন্য প্রতিদান পাবেন ইনশাআল্লাহ।
[Islamweb]
❑ শাইখ বিন বায রাহ.-এর ফতোয়া:
দান-সদকা কি পিতামাতা ছাড়া অন্য কারও পক্ষ থেকে করা যায়?
জর্দান থেকে একজন মহিলা আল্লামা আব্দুল আজিজ বিন বায. রহ. কে প্রশ্ন করেন: আমি আমার মৃত খালার জন্য সাদাকা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু লোক আমাকে বলেছে যে, আপনি কেবল আপনার পিতামাতার মৃত্যুর পরেই তাদের পক্ষ থেকে সদকা করতে পারেন। চাচা বা খালার মতো অন্যদের জন্য সদকা করলে তা তাদের কাছে পৌঁছাবে না। এ বিষয়ে আপনার মতামত কী, হে শায়খ?
জবাব: যিনি এই কথা বলেছে, সে জাহেল এবং ভ্রান্ত। বরং আল্লাহর অনুগ্রহে পিতা-মাতা এবং অন্য সকলের পক্ষ থেকেই দান-সদকা গ্রহণযোগ্য ও উপকারী। মৃত ব্যক্তির জন্য দান-সদকা যেমন উপকারে আসে তেমনি তা জন্য দু’আ করাও উপকারে আসে।
সুতরাং আপনি যদি আপনার চাচা, ভাই অথবা অন্য কারও পক্ষ থেকে দান-সদকা করেন তবে তাতে কোনো সমস্যা নেই। এটি ভালো কাজ।
✪ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
إِذَا مَاتَ ابْنُ آدَمَ؛ انْقَطَعَ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ: صَدَقَةٌ جَارِيَةٌ أَوْ عِلْمٌ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ
“যখন কোনো আদম সন্তান মারা যায়, তখন তিনটি জিনিস ছাড়া তার সকল আমল বন্ধ হয়ে যায়: সদকায়ে জারিয়াহ (চলমান দান), এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেককার সন্তান যে তার জন্য দু’আ করে।” [সহীহ মুসলিম, কিতাবুল ওয়াসিয়্যাহ, হাদিস নং-১৬৩১] এই হাদিসটি একটি সাধারণ বা ব্যাপকার্থ বোধক (عام) নির্দেশ।
✪ এছাড়াও একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে জিজ্ঞাসা করেছিলেন:
إِنَّ أُمِّي تُوُفِّيَتْ، وَلَمْ تُوصِ، أَفَلَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَعَمْ
“হে আল্লাহর রাসূল! আমার মা হঠাৎ মারা গেছেন এবং তিনি কোনো অসিয়ত করে যেতে পারেননি। আমি যদি তার পক্ষ থেকে সদকা করি তবে কি তিনি এর সওয়াব পাবেন?” নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “হ্যাঁ।” [সহীহ বুখারী, কিতাবুল জানাইয, হাদীস নং-১৩৮৮; সহীহ মুসলিম, অধ্যায়: জাকাত, হাদিস নং-১০০৪]
➧ বি. দ্র. কিছু আলেমের মতে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান-সাদকা করার সময় নিয়তের মধ্যে দুনিয়ার সকল মুসলিমকে শরিক করা অধিক উত্তম।
হানাফি মাজহাবের বিখ্যাত গ্রন্থ হাশিয়া ইবনে আবদিন (২/৩৫৭) এ বলা হয়েছে:
الأفضل لمن يتصدق نفلا أن ينوي لجميع المؤمنين والمؤمنات؛ لأنها تصل إليهم ولا ينقص من أجره شيء
“যে কেউ নফল সদকা করে তার জন্য সবচেয়ে উত্তম হল, তিনি সকল মুমিন-মুমিনাদের জন্য নি:স্বার্থভাবে সদকা করার নিয়ত করবেন। তাতে তাদেরও উপকার হবে এবং তার নিজস্ব সওয়াবের কোনো কমতি হবে না।” [Islamqa] আল্লাহু আলাম। আল্লাহ সবচেয়ে ভালো জানেন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate