১. একজনের হত্যা মানেই সমগ্র মানবজাতির হত্যা:
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন:
مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاس جَمِيعًا
“যে ব্যক্তি প্রাণের বদলে প্রাণ কিংবা জমিনে ফাসাদ সৃষ্টির কারণ ছাড়া কাউকে হত্যা করল, সে যেন সকল মানুষকে হত্যা করল। আর যে কারো প্রাণ রক্ষা করল, সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল।” [সূরা মায়িদাহ: ৩২]
২. মুমিন ব্যক্তিকে হত্যার পরিণাম:
ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করার ভয়াবহ শাস্তি সম্পর্কে আল্লাহ বলেন:
وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا
“আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করবে, তার শাস্তি হলো জাহান্নাম; সেখানে সে স্থায়ী হবে। আর আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে লানত করেছেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন।” [সূরা নিসা: ৯৩]
৩. অন্যায়ভাবে মানুষ হত্যা নিষিদ্ধ:
আল্লাহ তাআলা জীবনকে পবিত্র ঘোষণা করেছেন এবং তা হরণ করতে নিষেধ করেছেন:
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ
“আল্লাহ যার জীবনকে হারাম (পবিত্র) করেছেন তাকে তোমরা সংগত কারণ ছাড়া হত্যা করো না।” [সূরা আনআম: ১৫১]
৪. মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন:
وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ
“এবং তারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ (উপাস্য) কে ডাকে না এবং আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন শরিয়তসম্মত কারণ ছাড়া তাকে হত্যা করে না।” [সূরা ফুরকান: ৬৮]
এছাড়াও কুরআনে ক্ষমা, দয়া, ন্যায়পরানতা, সদাচরণ, মানুষের অধিকার প্রসঙ্গে অসংখ্য আয়াত রয়েছে।
অতএব কুরআন অবশ্যই মানুষকে সত্যের পথ দেখায় যদি মানুষ সত্য জানার উদ্দেশ্যে কুরআন পাঠ করে।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।
No comments:
Post a Comment