প্রশ্ন: যদি স্বামীর মধ্যে কিছু পাপাচার থাকে, (যেমন: মদ পান করা অথবা কিছু সালাতে অবহেলা করা ইত্যাদি) তাহলে কি তাকে সংশোধন করার উদ্দেশ্যে স্ত্রী তার বিছানা থেকে আলাদা থাকতে পারবে?
উত্তর: আমার কাছে যা স্পষ্ট মনে হয়— আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন—তা হল, এ ক্ষেত্রে স্ত্রীর জন্য তালাক চাওয়া উচিত। কারণ যে ব্যক্তি প্রকাশ্য পাপাচারে লিপ্ত থাকে তার সাথে বসবাস করাটা বিরাট ক্ষতিকর। বিশেষত মদ পানকারী স্বামী তার ক্ষতি করতে পারে, এমনকি বেহুঁশ অবস্থায় তাকে হত্যাও করে ফেলতে পারে।
➧ বিছানা আলাদা করার ব্যাপারে কথা হল, স্ত্রী স্বামী থেকে বিছানা আলাদা করবে না যদি না সে নিজের জীবনের বড় কোনও ক্ষয়-ক্ষতির আশঙ্কা করে। তবে এ অবস্থায় তার জন্য তালাক চাওয়া বৈধ।
➧ আর সালাত ছেড়ে দেওয়ার বিষয়ে কথা হল, সালাত ছেড়ে দেওয়াটা কুফরি। বিশুদ্ধ মতানুযায়ী, যদি স্বামী সালাত ছেড়ে দেয় তবে স্ত্রীর জন্য তার কাছ থেকে দূরে থাকা ওয়াজিব। তাকে অবশ্যই তার পরিবারের কাছে চলে যেতে হবে। কারণ সালাত ছেড়ে দেওয়া কুফরি।
আল্লাহ তাআলা বলেন:
لَا هُنَّ حِلٌّ لَهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ
“তারা (স্ত্রীগণ) তাদের জন্য হালাল নয় এবং তারাও (স্বামীগণ) এদের জন্য হালাল নয়।” [সূরা মুমতাহিনা: ১০]
সুতরাং যদি স্বামী সালাত পরিত্যাগ করে তবে বিশুদ্ধ মতানুসারে তা কুফরে আকবর বা বড় কুফরি। এ ক্ষেত্রে স্ত্রীর জন্য ওয়াজিব হল, স্বামীকে নিজের ওপর কর্তৃত্ব করার সুযোগ না দেওয়া এবং স্বামী তওবা না করা পর্যন্ত তার সঙ্গ ত্যাগ করে নিজ পরিবারের কাছে অবস্থান করা।
❑ এ সংক্রান্ত অতিরিক্ত কিছু প্রশ্নোত্তর:
✪ প্রশ্ন: ইয়া শায়খ, আল্লাহ আপনাকে বরকত দিন। এই বিছানা আলাদা করার বিষয়টি কি শুধু রাতের বেলায় প্রযোজ্য নাকি রাতদিন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য?
শায়খ: যা মনে হয় তা হল, এটি রাতদিন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু রতের বিষয়টা বিশেষভাবে বলা হয়েছে এ কারণে যে, বেশিরভাগ ক্ষেত্রে এটা রাতে ঘরে থাকার সময়ই ঘটে থাকে। তবে এটা দিনের বেলায় বা সকালেও হতে পারে।
✪ প্রশ্ন: যদি স্ত্রী স্বামীকে তার চরিত্রগত সমস্যার কারণে ঘৃণা করে?
উত্তর: এ ক্ষেত্রে ব্যাখ্যা আছে। যদি সে খারাপ চরিত্রের হয়— মানে কম হাসে (বা রুক্ষ মেজাজের হয়)— তবে এটা সহনীয়। কিন্তু যদি সে তার চারিত্রগত কারণে স্ত্রীকে মারধর করে বা কষ্ট দেয় অথবা তার উপর জুলুম-নির্যাতন করে তবে স্ত্রীর জন্য স্বামীর কাছে তালাক চাওয়া বৈধ।
✪ প্রশ্ন: ইয়া শায়খ, আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন। স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে পরিত্যাগ করার বিধান কী হবে? যেমনটি ঘটেছিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পক্ষ থেকে তাঁর স্ত্রীদের সাথে?
শায়খ: স্ত্রী কোনও আইনসংগত কারণ ছাড়া স্বামীকে পরিত্যাগ করতে পারবে না। বৈধ ক্ষেত্রে তার ওপর স্বামীর কথা শোনা এবং মেনে চলা ওয়াজিব। তবে যদি স্বামী তার হক আদায় না করে তাহলে ভিন্ন কথা।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে: শাইখ আব্দুল আজিজ বিন বায রাহ.
সাবেক প্রধান মুফতি, সৌদি আরব।
অনু্বাদ: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
No comments:
Post a Comment