মানবজীবনে নানা ধরনের বিপদ-আপদ, রোগব্যাধি এবং বিভিন্ন সমস্যা ও সংকট সৃষ্টি হওয়া স্বাভাবিক বিষয়। একইভাবে মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে তার রবের দরবারে চলে যাবে—এটিও সুনিশ্চিত। এসব কারণে মানুষ স্বভাবগতভাবেই কষ্ট পাবে, ক্রন্দন করবে এবং দুঃখ-বেদনায় হৃদয় বিদীর্ণ হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রিয় পুত্র ইব্রাহিম (রা.)-এর ইন্তেকালের সময় অঝোরে অশ্রুবিসর্জন করেছিলেন। তবে যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফয়সালাকে হাসিমুখে মেনে নেওয়া মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। মুমিন কখনো আল্লাহর ফয়সালার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে না, হাহাকার করে না কিংবা চিৎকার-চেঁচামেচি করে না। দুঃখ-বেদনায় সে মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি খায় না; অতি আবেগে নিজের শরীর কিংবা ঘরের আসবাবপত্রের ক্ষয়ক্ষতিও করে না। বরং আল্লাহর ফয়সালার ওপর অবিচল বিশ্বাস রেখে সে পরম ধৈর্যের পরিচয় দেয়। কুরআনে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পরিচয় দিয়ে বলেন,
Thursday, January 8, 2026
বিপদ-আপদ ও প্রিয়জনের মৃত্যুতে ধৈর্য ধারণের আবশ্যকতা এবং বিলাপের নিষিদ্ধতা
الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
“যাদের ওপর কোনও বিপদ অপতিত হলে তারা বলে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।)” [সূরা বাকারা: ১৫৬]
❑ ইসলামে বিপদ-মুসিবত কিংবা কারো মৃত্যুশোকে কাতর হয়ে বিলাপ করা, উচ্চস্বরে কান্নাকাটি করা, কাপড় ছেঁড়া বা চুল ছেঁড়ার মতো ধৈর্যহীন আচরণ করা কঠোরভাবে নিষিদ্ধ।
এ প্রসঙ্গে নিম্নে কয়েকটি হাদিস পেশ করা হল:
✪ ১. মৃত ব্যক্তির উদ্দেশ্যে বিলাপ বা মাতম করাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহেলিয়াত তথা অন্ধকার যুগের কাজ হিসেবে ঘোষণা করেছেন। যেমন: তিনি বলেছেন,
أَرْبَعٌ فِي أُمَّتِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ، لَا يَتْرُكُونَهُنَّ: الْفَخْرُ فِي الْأَحْسَابِ، وَالطَّعْنُ فِي الْأَنْسَابِ، وَالْإِسْتِسْقَاءُ بِالنُّجُومِ، وَالنِّيَاحَةُ
“আমার উম্মতের মধ্যে জাহেলিয়াত আমলের চারটি স্বভাব রয়েছে যা তারা পরিহার করবে না: আভিজাত্যের গৌরব করা, বংশের নিন্দা করা, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং মৃত ব্যক্তির জন্য মাতম বা বিলাপ করা।” [সহিহ মুসলিম: ৯৩৪]
✪ ২. বিপদ-মুসিবত কিংবা কারো মৃত্যুতে ধৈর্য হারিয়ে শারীরিক আঘাত বা কাপড় ছেঁড়ার মতো কাজ যারা করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করেছেন। যেমন: তিনি বলেছেন,
لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ
“সে আমাদের দলভুক্ত নয়, যে গালে চপেটাঘাত করে, জামার কলার বা কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহেলিয়াতের ন্যায় চিৎকার ও বিলাপ করে।” [সহিহ বুখারি: ১২৯৪, সহিহ মুসলিম: ১০৩]
✪ ৩. বিলাপকারীর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন। যেমন: হাদিস বর্ণিত হয়েছে,
عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، قَالَ: وَجِعَ أَبُو مُوسَى وَجَعًا شَدِيدًا، فَغُشِيَ عَلَيْهِ وَرَأْسُهُ فِي حِجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ، فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا، فَلَمَّا أَفَاقَ قَالَ: أَنَا بَرِيءٌ مِمَّنْ بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَرِيءَ مِنَ الصَّالِقَةِ، وَالْحَالِقَةِ، وَالشَّاقَّةِ
“আবু বুরদাহ বলেন, একদা (তার পিতা) আবু মুসা আশয়ারি রা. অত্যন্ত যন্ত্রণায় কাতর হয়ে অজ্ঞান হয়ে পড়লেন। তখন তার মাথা ছিল তার পরিবারের এক মহিলার (স্ত্রীর) কোলে। সে চিৎকার করে কাঁদতে লাগল। কিন্তু তিনি তাকে বাধা দিতে পারলেন না। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন বললেন, ‘আমি ঐ ব্যক্তি থেকে সম্পর্কমুক্ত, যার থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন। নিশ্চয়ই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঐ মহিলা থেকে সম্পর্ক ছিন্ন করেছেন, যে উচ্চস্বরে বিলাপ করে, মাথা মুণ্ডন করে এবং কাপড় ছিঁড়ে ফেলে।” [সহিহ বুখারী: ১২৯৬, সহিহ মুসলিম: ১০৪]
✪ ৪. তওবা না করলে পরকালীন শাস্তি:
যারা মৃত্যু বা বিপদে বিলাপ করে এবং তওবা না করে মারা যায় তাদের ভয়াবহ পরিণতির কথা হাদিসে বর্ণিত হয়েছে।
যেমন: রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
النَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبْلَ مَوْتِهَا، تُقَامُ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَيْهَا سِرْبَالٌ مِنْ قَطِرَانٍ، وَدِرْعٌ مِنْ جَرَبٍ
“বিলাপ কারিনী নারী যদি তার মৃত্যুর আগে তওবা না করে, তবে কিয়ামতের দিন তাকে আলকাতরার পায়জামা এবং খোস-পাঁচড়ার জামা পরিহিত অবস্থায় দাঁড় করানো হবে।” [সহিহ মুসলিম: ৯৩৪]
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment