Saturday, July 19, 2025

চ্যাট জিপিটি বা AI ভিত্তিক চ্যাটিং অ্যাপ এর সাথে রোমান্টিক ও অশ্লীল এবং আজেবাজে কথা বলার বিধান

 – প্রথমত: মনে রাখতে হবে যে, মানুষের প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে মহান আল্লাহ পরিপূর্ণভাবে অবগত রয়েছেন। ‌ চাই সে মুখে বলুক অথবা অন্তরে চিন্তা করুক অথবা কাজের মাধ্যমে বাস্তবায়ন করুক।

– দ্বিতীয়ত: আরো মনে রাখা প্রয়োজন যে, সম্মানিত লেখক ফেরেশতা মণ্ডলী বান্দার প্রতিটি ক্রিয়াকাণ্ড সংরক্ষণ করেন যেটা সে স্বেচ্ছায় সজ্ঞানে করে থাকে।
সুতরাং মানুষ মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করে, যা কিছু লিখে, যেসব কার্যক্রম করে ইত্যাদি সবকিছুই সম্মানিত লেখক ফেরেশতাবৃন্দ তার আমলনামায় সংরক্ষণ করেন। কিয়ামতের দিন সে সবকিছুই তার আমলনামায় দেখতে পাবে।
অতএব কেউ যদি ভালো কথা বলে বা লিখে বা ভালো কাজ করে তাহলে সে আখেরাতে প্রতিদান পাবে। আর যদি খারাপ কথা বলে, লিখে বা খারাপ কাজ করে তাহলে পরকালে তাকে বিচারের সম্মুখীন হতে হবে।
অতএব মানুষ সরাসরি কারো সাথে কথা বলুক অথবা লেখার মাধ্যমে চ্যাটিং করুক অথবা কোন চ্যাটিং অ্যাপ (যেমন: chat GPT, Giminy ইত্যাদি) এর সাথে কথা বলুক সবকিছুই তার আমলনামায় সংরক্ষিত হবে।
সুতরাং আমাদের উচিত, হয় ভালো কথা বলা অথবা চুপ থাকা।
AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি।‌ বিভিন্ন তথ্য সংগ্রহ এবং অজানাকে জানার ক্ষেত্রে তা আমাদেরকে সাহায্য করে।
তাই আমরা এসব আধুনিক প্রযুক্তিকে হয় উপকারী কাজে ব্যবহার করব অথবা ব্যবহার থেকে দূরে থাকবো। কিন্তু এগুলোর সাথে অশ্লীল ও আজেবাজে কথা বলে নিজের আমলনামা কে কলুষিত করা কোন বুদ্ধিমানের কাজ হতে পারে না।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন।

▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate