Saturday, December 11, 2021

ফেসবুক ব্যবহারকারী সকল মুসলিম সদস্যদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি

 ফেসবুক ব্যবহারকারী সকল মুসলিম সদস্যদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি!!!

মুসলিমদের একটি অংশ ভুল পথে যাচ্ছে যারা শুধুমাত্র অনলাইনে সক্রিয় থাকে এবং এরা ইসলামকে ব্যবহার করে এই কাজটি করছে। এটি একটি ভয়াবহ চিত্র। এদের স্ট্যাটাসগুলো যেরকম হয়ে থাকে তার কিছু নমুনা হলোঃ-
১। একটি বিকলাঙ্গ শিশুর ছবি দিয়ে বলবে যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কেউ আমিন না লিখে যাবেন না। তার মানে আপনি যদি আমিন না লিখেন তাহলে অমুসলিম হয়ে যাবেন??
২। আল্লাহ পাকের নাম অমুক জায়গায় এখানে সেখানে পাওয়া গিয়েছে এসব ফটোশপ করে ছবি দিয়ে বলবে ভুলেও এড়িয়ে যাবেন না। এড়িয়ে গেলে কি হবে সেটা ওনারাই জানেন।
৩। হিজাব পরা কোনো আরব রমনীর ছবি দিয়ে বলবে এই মুসলিম বোনটির জন্য কতগুলা লাইক পাব দেখি।
৪। কখনো শুদ্ধ কখনো জাল হাদিস ব্যাখ্যা ছাড়া তুলে ধরে বলবে সবাই লাইক দিন যদি জান্নাতে যেতে চান। তার মানে লাইক না দিলে আপনি জান্নাতে যেতে পারবেন না??
৫। আদম আঃ এর পায়ের ছাপ, মা ফাতিমার শাড়িও আপলোড করে বলবে যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। তাহলে আমরা যদি লাইক কমেন্ট না করি তাহলে কি ঈমান হারা হয়ে যাবো? (আল্লাহ মাফ করুন)।।
৬। এমনকি রাসুল (সাঃ) এর নাম ব্যবহার করেও এরা এ ধরনের কাজ করে থাকে। ..

{{{Collected From Brother Rafiul Islam}}}

No comments:

Post a Comment

Translate