Saturday, December 11, 2021

জাহান্নামে নেওয়ার জন্যে শয়তানের বিছানো কিছু ধোকার নমুনা

 জাহান্নামে নেওয়ার জন্যে শয়তানের বিছানো কিছু ধোকার নমুনা ???

??❌??❌??❌?

১. দুনিয়াটা মস্ত বড়, খাও দাও করো।
২. তরুণ বয়স আর ফিরে আসবেনা, লাইফটাকে এখনই এনজয়(!) করে নাও।
৩. বিয়ের আগ পর্যন্ত নষ্টামি, বাদরামি, যিনা যা ইচ্ছা করো। ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করে বিয়ের পরে তাওবা করে নিলেই হবে।
৪. ছেলে-মেয়েকে বিয়ে দিয়ে হাজ্জ করতে যাবো।
৫. হজ্জ করে হারাম ইনকাম ছেড়ে দেবো।
৬. এখন হাজ্জ করে ফেললে নষ্টামি, বাদরামি আর করা যাবেনা। তাই মরার আগে বুড়া বয়সে যখন পাপ করার মতো আর শক্তি থাকবেনা, তখন তাওবা করে হাজ্জ করতে যাবো।
৭. ভাইয়া আমার বয়স অল্প, আর আজকালকার মেয়েরা খোলামেলা ড্রেস পড়ে। তাই দৃষ্টিকে নিয়ন্ত্রন রাখতে পারিনা।
৮. দাড়ি রাখলে সুন্দরী মেয়ে বিয়ে করা যাবেনা, বিয়ে করে বউয়ের পারমিশান(!) নিয়ে দাড়ি রাখতে হবে। নাউজুবিল্লাহ
৯. নামাযী বয়ফ্রেন্ড, হিজাবী গার্লফ্রেন্ড।
১০. এনার্জি ড্রিংক (আসলে মদের শরবত)।
১১. ইসলামী(!) নাশিদ, ড্যান্স। (ধোঁকা)
১২. হিজাবী আপু (শুধুমাত্র মাথায় স্কার্ফ)।
১৩. ফ্যাশান হাউজ, বিউটি কনটেস্ট (পতিতা নারীদের অনুকরণ করে তাদের মতো ইজ্জত বিক্রি করে দেওয়ার ট্রেনিং সেন্টার)।
১৪. ইসলামী(!) গণতন্ত্র।
১৫. বড় হুজুর বা পীর সাব (অথচ বিদাতী, পথভ্রষ্ট বক্তা বা আলেম)।
১৬. অনলাইন মুজাহিদ (গালি দেয়ার উপরে ডিগ্রীপ্রাপ্ত)।
১৭. ইসলামী পেইজের ‘এডমিন’ (কপি-পেস্ট মাস্টার, অল্পবয়ষ্ক মনগড়া ফতুয়াবাজ)।
১৮. বাকী নামায বাদ কিতাবের তালিম হবে (মুসলমানদের কাছে কিতাব মানে কুরআন। তাদের কাছে কিতাব মানে ‘ভেজাল আমল’)।
১৯. বহুত ফায়দা (জাল জয়ীফ হাদীস দিয়ে মিথ্যা ফযীলতের ধোঁকা)।
২০. দ্বীন কায়েম, ইসলাম প্রতিষ্ঠা বা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আন্দোলন। (ইসলাম কি, সেটা না জেনেই ভ্রান্ত দল বা সংগঠনের অন্ধ অনুকরণে ঝাপিয়ে পড়া, চোখ বন্ধ করে তাদের কুকীর্তির পক্ষে সাফাই গাওয়া???)।
২১. আত্মশুদ্ধি, তাসাওফ, মারেফত। (শিরক বিদআত শিক্ষা দিয়ে ঈমান নষ্ট করা)।
২২. মাযার যিয়ারত (মাযারে সিজদা দেয়া, মরা মানুষকে দেবতার মতো ভক্তি-শ্রদ্ধা করা)।
২৩. তাবিজ, তদবীর (কুরআনের আয়াত বিক্রি করে খাওয়া)।
২৪. নারী মুক্তি, সমান অধিকার, নারীদের ক্ষমতায়ন (আসলে মেয়েদেরকে পুরুষদের জন্য সহজলভ্য করার টেকনিক)।
২৫. মুক্তমনা, ধর্ম নিরপেক্ষ, সুশীল বুদ্ধিজীবী (আসলে ইসলামের দুশমন, নাস্তিক)
২৬. ইস্ক, প্রেম, ভালোবাসা…(নারী পুরুষের একে অন্যের প্রতি আকর্ষণকে কাজে লাগিয়ে বিয়ে না করেই অবৈধভাবে নারীদের সতীত্ব নষ্ট করার জন্যে পুরুষদের ছলনা)। (সংগৃহীত)

No comments:

Post a Comment

Translate