আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
? আগের দুইটি পর্বের আলোচনা থেকে এই কথা গুলো সুস্পষ্ট যে, অহংকার মহা কাবীরাহ গুনাহ এবং এর পরিণাম দুনিয়া ও বিশেষত আখিরাতে অত্যন্ত ভয়াবহ । অণু পরিমাণ অহংকারও কারো মধ্যে থাকলে (আর বিনা তাওবায় মারা গেলে) তার সর্বোচ্চ পরিণাম জাহান্নাম (নাউজুবিল্লাহ) এবং অহংকার মুক্ত থাকার সুফল হল জান্নাত । ??? ?
❇ এখন প্রশ্ন জাগে, অহংকারের যেসব আলামত আছে সেগুলো যদি আমরা পুরোপুরি পরিত্যাগ করে চলি তবে কি অহংকার থেকে আদৌ সম্পূর্ণ মুক্ত হয়ে যাব ??? এটা সত্য, (গত পর্বে) উল্লেখিত আলামত বা লক্ষণ গুলো কেউ সম্পূর্ণরূপে পরিহার করতে পারলে তার মধ্যে অহংকার অনেকাংশে থাকবে না তবে শতভাগ অহংকার মুক্ত হতে চাইলে আরও কিছু বিশেষ গুণ থাকতে হবে নতুবা পুঙ্খানুপুঙ্খ ভাবে অহংকার মুক্ত এটার নিশ্চয়তা দেয়া যাবে না । ? ❌
? নিম্নোক্ত পর্বে যথাসম্ভব এমন বেশ কিছু অনন্য চারিত্রিক গুণ ও চিন্তাধারার কথা আল-কুরআন ও সহীহ হাদিসের আলোকে উল্লেখ করা হয়েছে যেগুলোর করণীয় গুলো করতে ও বর্জনীয় গুলো পরিত্যাগ করতে সক্ষম হলে ইনশা আল্লাহ, শতভাগ অহংকার মুক্ত থাকা সম্ভব যা নিশ্চিতভাবে বলা যেতে পারে- ✅
? নিচে যথাক্রমে নাম ও পিডিএফ ডাউনলোড লিংক দেয়া হল ?
অহংকারীদের মর্মান্তিক শাস্তি, অহংকার না করার ফাজিলাত, অহংকারীদের পরিচয় এবং অহংকার মুক্ত থাকার উপায় সমূহ (পর্ব -০৩)
https://docs.google.com/
অথবা
https://drive.google.com/
No comments:
Post a Comment