শিশু হত্যা ও শিশু নির্যাতন মহাপাপ এবং জঘন্য অপরাধ। ইসলামে এ ধরণের অপরাধের কোন সুযোগ নেই। প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন
قال رسول الله صلى الله عليه وسلم: ليس منا من لم يرحم صغيرنا….. (سنن الترمذي ، رقم:1920)
যে ব্যক্তি আমাদের শিশু-ছোটদের সাথে স্নেহ-মমতা ও দয়ার আচরণ না করে সে আমার উম্মতের দলভূক্ত নয়। (তিরমিযী শরীফ, হাদীস নং ১৯২০)
রহমতে আলম – বিশ্বশান্তির অগ্রদূত জনাব রাসুল সাঃ এর জীবন এর অন্যতম মিশন ছিল শান্তিময় পৃথিবী তৈরী করা। তাই দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী – কর্ম ও তার সংস্পর্শে গড়ে উঠা সাহাবায়ে কেরামের সোনালী যুগে কোন মানুষ নির্যাতনের স্বীকার হয়নি। শিশু হত্যা ও শিশু নির্যাতনের কোন নযীর তাদের যুগে ছিল না।
তাই নবী সঃ এর শিক্ষায় উজ্জেবিত হয়ে সবার কর্তব্য হল ভবিষ্যত প্রজন্ম শিশুদেরকে আদর সোহাগ দিয়ে প্রতিপালন করা। যৌনহয়রানী একটি পৈশাচিক আচরণ। আল্লাহ তায়ালা আমাদেরকে এবং সমাজ ও রাষ্ট্র তথা সারা বিশ্বকে বিশেষত – শিশু হত্যা, শিশু নির্যাতন ও যৌনহয়রানি মূলক পৌশাচিক আচরণ থেকে বিরত থাকার তাওফীক দান করুণ। আমীন।
No comments:
Post a Comment