Saturday, December 11, 2021

ইনশা আল্লাহ, প্রাথমিকভাবে গুনাহ পরিহার করতে এই লিখনী -ই যথেষ্ট

 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

? ? সম্মানিত দ্বীনী ভাইরা আমার, আপনাদের এমন একটি সংক্ষিপ্ত লিখা উপহার দিচ্ছি যেটি কোন গুনাহগার (মুসলিম) কেউ পুরো মনোযোগ সহকারে বুঝে পড়লে ইনশা আল্লাহ, অন্তত প্রাথমিকভাবে সে গুনাহ ত্যাগ করবে  (তবে যদি সে নাফসের অনুসারী না হয় বা তার হিদায়াত -গত সীমাবদ্ধতা না থাকে….) । ? 

? নিচে যথাক্রমে নাম ও জেপিযি ফাইল দেয়া হল ♻

? ইনশা আল্লাহ, প্রাথমিকভাবে গুনাহ পরিহার করতে এই লিখনী -ই যথেষ্ট 

No comments:

Post a Comment

Translate