Saturday, December 11, 2021

মা, বোনদের জন্য কিছু হেল্পফুল সাজেশন দিলাম যেন তারা সারাদিন এর জিকির ও দুয়াগুলো কমপ্লিট করতে পারেন!

 অনেক মা, বোনই আছেন যারা ব্যস্ততার কারণে প্রতিদিনের জিকির ও দুয়াগুলো কমপ্লিট করতে পারেন না!

অনেক মহিলাকেই সকালে ফজরের পর রান্নাঘরে ছুটে যেতে হয় স্বামী, সন্তানের নাস্তা বানানোর জন্য! কোনোমতে স্বলাত পড়েই তারা ব্যস্ত হয়ে পড়ে সংসারের কাজে!
তাই তাদের জন্য কিছু হেল্পফুল সাজেশন দিলাম যেন তারা সারাদিন এর জিকির ও দুয়াগুলো কমপ্লিট করতে পারেন!

ফজরের পর রান্না করার সময় সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ্‌, আল্লাহু আকবার পড়ে নিবেন!

তিন কুল পড়ে নিবেন।

আয়াতুল কুরসী টা পড়ে নিবেন।

বাসা থেকে বের হওয়ার আগে যেভাবেই হয় বিপদআআপদ, দুর্ঘটনা থেকে বাচার দুয়া পড়ে নিবেন!

ঘড় ঝাড়ু দেয়ার, মোছা, গুছগাছ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ/সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আজিম পড়তে থাকবেন যতো খুশি ততোবার!

বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় জিকির করতে পারেন।

দুপুরে শোয়ার পর জিকির করতে পারেন।

বাসে, ট্রেনে, রিকশায় বসে জিকির করতে পারেন।

সিড়ি/লিফট দিয়ে উঠানামা করার সময় জিকির করতে পারেন।
[ উপরে উঠতে আল্লাহু আকবার, নিচের দিকে নামতে সুবহানআল্লাহ ]

রাস্তা দিয়ে হাটার সময়গুলোতে জিকির করতে পারেন।

ফেসবুক চালানোর সময় জিকির করুন!তাহলে টাইমটুকু নষ্ট হবেনা ইনশা আ আল্লাহ্‌!

শুয়ে, বসে সর্বাবস্থায়য় জিকির করুন!

জিকিরের ফজিলত অনেক বেশিই!!!!

***আল্লাহর যিকর দ্বারা অন্তর প্রশান্ত হয় আলহামদুলিল্লাহ্‌! ?

***জিকির করতে থাকলে জবানের হিফাযাত হয় আলহামদুলিল্লাহ্‌! ?

***গীবাহ, চোগলখোরি, মিথ্যা হতে বিরত থাকা যায় আলহামদুলিল্লাহ্‌! ?

বেশি বেশি জিকির করার অভ্যাস করুন আর জান্নাতে নিজের জন্য প্রাসাদ, বাগান নির্মাণ করুন !

{{{সৌজন্যে : Mehejabin}}}

No comments:

Post a Comment

Translate