Dear Brothers & Sisters in Islam,
বিভিন্ন দিবসে চালাচালি হওয়া খুব Common/Traditional কিছু বার্তা (sms/message)-একটু বুঝার চেষ্টা করি।
‘নতুন বছরে তুমি হয়ে যাও…’ বা ‘নূতন বছর তোমার জন্য হয়ে যাক…’ – অথচ দেখুন, একমাত্র আল্লাহ্ যখন বলেন ‘হয়ে যাও’ বা ‘হও’ তখন হয়ে যায় (আল কুরআন-১৬:৪০, ৩৬:৮২)। আমাদের ‘হয়ে যাও’ sms-এ কিচ্ছু হবার ক্ষমতা নেই। “আল্লাহই সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী।” (আল কুরআন-৩:১৮৯) এবং “তিনি যাকে ইচ্ছা নিজের বিশেষ অনুগ্রহ দান করেন।” (আল কুরআন ৩:৭৪)
‘পুরাতন সব কিছু মুছে যাক, চলে যাক, ভুলে যাও…’ – বিষয়টি এতো সহজ নয়। পুরাতন ভালোমন্দ সবকিছুর হিসাব দিতে হবে (সুরা-ফাতিহা:৪, এছাড়াও কুরআনের অসংখ্য আয়াতে বিচার দিবস এবং সকল কর্মকান্ডের হিসাবের কথা বলা হয়েছে একাধিক বার।) নতুন বছর আসার সাথে সাথে পুরাতন কর্মকান্ডকে ভুলে যাবার বিন্দুমাত্র সুযোগ নাই। আমি আপনি ভুলে গেলেও আল্লাহ্ ভুলবেন না। বরং পুরাতন গুনাহর জন্য অনুতপ্ত হতে হবে, তওবা করতে হবে, আল্লাহ্র কাছে ক্ষমা চাইতে হবে মৃত্যুর আগ পর্যন্ত।
practicing muslims-রাও এমন মেসেজ পাঠিয়ে থাকি এবং এত ভেবেচিন্তে পাঠাই না। হয়তো এত কিছু mean-ও করি না। কিন্তু নিশ্চই কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি যে, আমাদের কথাবার্তাতেও সাবধান হবার মতো অনেক বিষয় থাকতে পারে এবং আছেও বৈকি। আমারা কথাবার্তায় অনেক ছোট ছোট শিরকে এমনভাবে অভ্যস্ত হয়ে গিয়েছি যে শিরক হিসাবে চিহ্নিত করলে কেউ কেউ রেগে যাই এবং বলে বসি বিষয়টি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কথাবার্তাতে এতটা সাবধান হওয়া যায় না। অথচ আল্লাহ্ বলেন “হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল।” (আল কুরআন-৩৩:৭০) আল্লাহ্ আমাদের জ্ঞান দাও যেন আমরা সব সময় সঠিক কথা বলতে পারি।
সংগ্রহ…………..Shiblee Mehdi
No comments:
Post a Comment