?⭕ আধুনিক যুগের ছেলেরা মনে করে… ⭕?
▶মাথার চুল বড় বড়/উচু না করলে
স্মার্ট লাগে না…!!!
⏩টাখনুর নিচে প্যান্ট না পড়লে স্মার্ট লাগে না…!!!
▶দাড়ি না কাটলে স্মার্ট লাগে না…!!!
⏩কানে Ear Phone না থাকলে স্মার্ট লাগে না…!!!
▶টাইট ফিট কাপড় না পড়লে স্মার্ট লাগে না…!!!
⏩ভালো দামী মোবাইল না থাকলে স্মার্ট লাগে না…!!!
▶হিন্দি/ইংলিশ গান না শুনলে স্মার্ট লাগে না…!!!
⏩হিন্দি/ইংলিশ মুভি না দেখলে স্মার্ট লাগে না…!!!
▶মেয়েদের সাথে কথা না বলতে পারলে
স্মার্ট লাগে না…!!!
⏩অবৈধ প্রেম-ভালোবাসা না করলে
স্মার্ট লাগে না…!!!
?⭕ আধুনিক যুগের মেয়েরা মনে করে.. ⭕?
▶টাইট ফিট কাপড় না পড়লে সুন্দরী মনে হয় না…!!!
⏩টাখনুর উপরে কাপড় না পড়লে
সুন্দরী মনে হয় না…!!!
▶বিভিন্ন রং এর নকশা করা বোরকা না পড়লে
সুন্দরী মনে হয় না…!!!
⏩বোরকা হাটু পর্যন্ত লম্বা না হলে
সুন্দরী মনে হয় না…!!!
▶মাথায় স্টাইলিশ হিজাব না পড়লে
সুন্দরী মনে হয় না…!!!
⏩চুল বের করে না রাখলে সুন্দরী মনে হয় না…!!!
▶নিজের দেহের গঠন পর-পুরুষদের না দেখালে
সুন্দরী মনে হয় না…!!!
? ইত্যাদি ইত্যাদি….
✴এরকম আরো অনেক গুলো বিষয় আছে,
✴যেগুলো ছাড়া আধুনিক যুগের ছেলে-মেয়েরা নিজেদেরকে স্মার্ট মনে করতে পারে না ।
?জেনে রাখুন, এই সবগুলোই নোংরা জাহেল ফ্যাশন ।
? মুসলিম ভাই-বোনেরা…
?কি করে বুঝাবো…
?তোমরা শয়তানের ধোকার মধ্যে আছো ।
? শয়তান তোমাদেরকে ধোকা দিচ্ছে ।
? মুসলিম ভাইয়েরা…
? তোমরা কি আল্লাহর রাসুল (সাঃ) কে
সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী বলে বিশ্বাস করো না…??
? যদি বিশ্বাস ই করে থাকো, তাহলে কেন সর্বশ্রেষ্ঠ আদর্শকে বাদ দিয়ে পঁচা-নোংরা-জাহেল
হিন্দু, ইহুদী-খ্রিস্টানদের আদর্শের অনুসরণ করছো…??
? মুসলিম বোনেরা…
?তোমরা রাসুলুল্লাহ (সাঃ) এর কন্যা
ফাতেমা (রাঃ) এর মতো না হয়ে,
? কেন বিধর্মীদের অপ-সংস্কৃতির অনুসরণ করছো…??
⭕ মুসলিম ভাই-বোনেরা…
? এখনও সময় আছে, ফিরে আসুন ইসলামের ছায়াতলে ।
❌ হিন্দু, ইহুদী-খ্রিস্টানদের আদর্শ বর্জন করে,
✔ বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) এর
সর্বশ্রেষ্ঠ আদর্শের অনুসরণ করুন ।
? আল্লাহ তা’আলা বলেন,
“অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।”
[ সূরা আল-আহযাব, আয়াত ২১ ]
? আল্লাহ তা’আলা বলেন,
আর এ দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, যদি তারা জানত।
[ সূরা আল-আনকাবূত, আয়াত ৬৪ ]
? রাসুলুল্লাহ (সাঃ) বলতেন,
নিশ্চয় সবচেয়ে সত্য কথা হচ্ছে আল্লাহ তা’আলার কিতাব এবং সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদের আদর্শ ।
[ নাসাঈ, আস-সুগরা: ১৫৭৮ ]
✔ আজ থেকেই রাসুলুল্লাহ (সাঃ) কে অনুসরণ করুন ।
♦ জাযাকাল্লাহ খায়রান ♦
No comments:
Post a Comment