Friday, December 10, 2021

অপ্রিয় সত্য কিছু কথা

 অপ্রিয় সত্য কিছু কথা

.
“নুসরাত ফারিয়ার
রেট কত?”
এমনই শিরোনাম লিখে এক ঈমানী ভাই রোজার মাসে স্টেটাস দিলো!
ভাইয়া ভেবেছেন নুসরাত ফারিয়ার উপর প্রতিশোধ নিতে পারলে উনি বোধয় জান্নাতী হুর-পরী পাবেন।
.
বাংলাদেশ মুসলিমপ্রধাণ দেশ হলেও ৯৯% মুসলিম জানে না কোরআন শব্দের অর্থ কি? আমাদের যে মোবাইলে কোরআন রাখি সেই মোবাইলেই পর্ন দেখি।
.
আমরা আঁধার রেস্টুরেন্টে গিয়ে মেয়ে নিয়ে নষ্টামী করি, আর বিয়ের আগে মেয়ে খুঁজি হিজাবি।
ফেসবুকে আমরা ইসলামের কথা বলি, আর ইনবক্স মেয়েদের সাথে ল্যাটামি করি।
.
আমরা জিন্স পড়া মেয়ে দেখলে ম-বর্গীয় গালি দেই, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলি আর ইউটিউবে সানি লিওনের পিঙ্ক লিপ্স গান শুনি।
.
আমরা এক মুখে নামাজের কথা বলি আর যে বন্ধুটি ভালো, মেয়েদের সাথে কিছু করে নাই তাকে হিজড়া ডেকে হাসাহাসি করি!
.
আমরাই সেই জাতি যারা জানি কিভাবে হিজাব করেও পুরো শরীর দেখাতে হয়! তারাবীহর পরে ছেলেরা মার্কেটে ঘোরে মেয়ে দেখতে, ডাক্তার তুলি আক্তারকে ফোন দিয়ে অবিবাহিত মেয়ের এবোরশন প্রসেস জানতে চাওয়া একজন না শতজন!
আমরা নেশা করি, জালে ফাঁসিয়ে লিটনের ফ্ল্যাটে আসা-যাওয়া করি, আমরা নামাজী স্ত্রী চাই, গাড়ি-বাড়ী ওয়ালা স্বামী চাই, সারাজীবন লন্ডন আমেরিকায় যাওয়ার জন্য লাফাই, বুড়াকালে মক্কা মদিনায় দৌড়ায়, আমরা হুর পরীর লোভে বোমা ফাডাই, ইউরোপ আমেরিকানদের মতো চলাফেরা করি আর ধরা খাইলে বিচার চাই সৌদি আরবের।
আমরা শক্তি, জোড়, টাকা, থ্রেট দিয়ে যখন কারো সাথে কুলিয়ে উঠতে পারি না তখন হাশরের ময়দানের ভয় দেখায়।
আল্লাহ বিচার করবে!!!
.
Finally, নষ্টামী মরার আগে, হাতা-হাতি করার আগে, কোনো মেয়েকে প্রেগন্যান্ট বানানোর আগে; চোখ বন্ধ করে ভাব তোমাদের মা বাবাও বিয়ের আগে তোমাদের মতো ছিল।
কেমন লাগবে???
ভালো নিশ্চয়ই না।
.
In islam we dont believe in karma; we believe in “kafirah”… all your deeds will eventually come back to you.
.
আজকে অন্যের মেয়েকে তুমি,
কাল তোমার মেয়েকে……. Rules of nature mate!!
.
May Allah Swt guide us in right path..

collected….

No comments:

Post a Comment

Translate