অভিভূত হওয়ার মতই একটা হাদিস
রাসূলুল্লাহ (সাঃ) বলেন, আমার মসজিদে(নববি) সলাত আদায় করা, মসজিদে হারাম ছাড়া অন্য যে কোন মসজিদে ১ হাজার সলাত আদায় করা হতে উত্তম। আর মসজিদে হারামে সলাত আদায় করা অন্য মসজিদে ১ লক্ষ সলাত আদায় করা হতে উত্তম। (ইবনে মাজাহ-১৪০৬, সলাত কায়েম করা অধ্যায়। সহিহ ইবনে মাযাহ-২৩৬/৩, শাইখ আলবানী হাদিসটি সহিহ বলেছেন)
একটু চিন্তা করুন যেই মসজিদে ১ ওয়াক্ত সলাত আদায় অন্য মসজিদের ১ হাজার ওয়াক্তের চেয়েও বেশি উত্তম সেই মসজিদে ১ মাস ইতিকাফ করলে কি পরিমাণ সওয়াব হতে পারে? এটা মানুষের কল্পনায়ও ধরবে না অথচ কোন ভায়ের প্রয়োজন পুরন করা এর চেয়ে বেশি ফজিলতের সুবহানাল্লাহ, সত্যি কথা বলতে এই হাদিস যে জানতে পারবে সে অন্যের উপকারের জন্য উঠে পরে লাগতে বাধ্য আর সেই উপকার আর্থিকভাবে হতে পারে, মানুষিকভাবে হতে পারে, ধর্মীয়ভাবে হতে পারে— যে কোন ভাবেই হতে পারে
No comments:
Post a Comment