1: প্রখ্যাত তাবি‘ তাবি‘ঈ, শাইখুল ইসলাম, ইমাম আওযা‘ঈ (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৫৭ হি.] বলেন:
.
عَلَيْكَ بِآثَارِ مَنْ سَلَفَ، وَإِنْ رَفَضَكَ النَّاسُ، وَإِيَّاكَ وَآرَاءَ الرِّجَالِ، وَإِنْ زَخْرَفُوا لَك الْقَوْلَ
.
“তোমার জন্য অবশ্য কর্তব্য হল সালাফদের পদাঙ্ক অনুসরণ করা, যদিও মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে। আর মানুষের নিজস্ব মতামত তোমার কাছে যতই চটকদার বা উজ্জ্বল মনে হোক না কেন,সেটা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবে”।(ইবনুল মুফলিহ, আল-আদাবুশ শার‘ঈয়াহ, খন্ড: ১; পৃষ্ঠা: ১০২)
2: প্রখ্যাত তাবি‘ তাবি‘ঈ,শাইখুল ইসলাম, ইমাম আওযা‘ঈ (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৫৭ হি.]-কে বলা হলো:
أنا أُجالِس أهل السُنَّة، وأجالس أهل البدع!
“এক ব্যক্তি বলে, আমি আহলুস সুন্নাহদের সঙ্গে বসি, আবার আহলুল বিদআতদের সঙ্গেও বসি।”
.
এ কথা শুনে ইমাম আওযা‘ঈ (রাহিমাহুল্লাহ) বললেন:
هذا رجلٌ يريد أن يُساوي بين الحق والباطل”
“এই ব্যক্তি চায় হক এবং বাতিলকে সমান করে দিতে।” (অর্থাৎ সত্য এবং মিথ্যাকে সমান মর্যাদা দিতে চায়)। (ইবনু বাত্তাহ,আল-ইবানা আল-কুবরা; খণ্ড: ২; পৃষ্ঠা: ৪৫৬)
.
3: ইমাম আওযা‘ঈ (রহঃ) বলেন,
.
عَلَيْكَ بِآثَارِ مَنْ سَلَفَ، وَإِنْ رَفَضَكَ النَّاسُ، وَإِيَّاكَ وَآرَاءَ الرِّجَالِ، وَإِنْ زَخْرَفُوا لَك الْقَوْلَ
.
তোমার জন্য অবশ্য কর্তব্য হল সালাফদের পদাঙ্ক অনুসরণ করা, যদিও মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে। আর মানুষের নিজস্ব মতামত তোমার কাছে যতই চটকদার বা উজ্জ্বল মনে হোক না কেন,সেটা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবে’।(ইবনুল মুফলিহ, আল-আদাবুশ শার‘ঈয়াহ, খন্ড: ১; পৃষ্ঠা: ১০২)
No comments:
Post a Comment