🟨প্রখ্যাত ফাক্বীহ, শাইখুল ইসলাম, ইমাম ‘আব্দুল্লাহ বিন আহমাদ বিন কুদামাহ আল-মাক্বদিসী আল-হাম্বালী (রাহিমাহুল্লাহ) এর কিছু নাসীহাহ:
وَ مَنۡ یُّشَاقِقِ الرَّسُوۡلَ مِنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُ الۡہُدٰی وَ یَتَّبِعۡ غَیۡرَ سَبِیۡلِ الۡمُؤۡمِنِیۡنَ نُوَلِّہٖ مَا تَوَلّٰی وَ نُصۡلِہٖ جَہَنَّمَ ؕ وَ سَآءَتۡ مَصِیۡرًا
فمن أحب الكون مع السلف في الآخرة، وأن يكون موجودا بما وعدوا به من الجنات والرضوان؛ فليتبعهم بإحسان، ومن اتبع غير سبيلهم؛ دخل في عموم قوله تعالى:- وَ مَنۡ یُّشَاقِقِ الرَّسُوۡلَ مِنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُ الۡہُدٰی وَ یَتَّبِعۡ غَیۡرَ سَبِیۡلِ الۡمُؤۡمِنِیۡنَ نُوَلِّہٖ مَا تَوَلّٰی وَ نُصۡلِہٖ جَہَنَّمَ ؕ وَ سَآءَتۡ مَصِیۡرًا
“যে ব্যক্তি আখিরাতে সালাফদের সাথে থাকতে এবং তাঁদেরকে যে জান্নাত ও সন্তুষ্টির প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা নিজের জন্য পেতে চায়, সে যেন তাদের যথাযথভাবে অনুসরণ করে। আর যে তাঁদের পথ ভিন্ন অন্য কোন পথের অনুসরণ করে সে আল্লাহ তাআলার এই ব্যাপক বিধানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে,যে ব্যক্তি সত্য পথ প্রকাশিত হওয়ার পরও রাসূল (ﷺ)-এর বিরোধিতা করে এবং মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথ অনুসরণ করে, আমি তাকে সে পথেই ফিরাব যে পথে সে ফিরতে যায়, আর তাকে জাহান্নামে প্রবেশ করাব, আর তা কতই না মন্দ গন্তব্যস্থল!” (সূরা আন-নিসা: ১১৫; যাম্মুত তা’বীল, পৃষ্ঠা: ১০)।
3: হাম্বালী মাযহাবের প্রখ্যাত ফাক্বীহ, শাইখুল ইসলাম, ইমাম ‘আব্দুল্লাহ বিন আহমাদ বিন কুদামাহ আল-মাক্বদিসী আল-হাম্বালী (রাহিমাহুল্লাহ) [মৃত: ৬২০ হি.] বলেন,
‘‘বিশাল সমুদ্রের মাঝে এক টুকরো কাঠের উপর ভাসমান একজন মানুষের সেখান থেকে উদ্ধারের জন্য যে পরিমাণ আল্লাহর সাহায্য এবং দয়া দরকার, ঠিক সেই পরিমাণ দয়া এবং সাহায্য দরকার ওই ব্যক্তিরও, যে তার পরিবার এবং সম্পত্তির মাঝে নিশ্চিন্তে বসবাস করছে। এই চিন্তাটি যখন তোমার হৃদয়ে বদ্ধমূল হয়ে যাবে, তখন তুমিও ঠিক সেই ডুবন্তপ্রায় মানুষটির মতই আল্লাহর উপর নির্ভর করবে, যাকে উদ্ধারের জন্য আল্লাহ্ ব্যতীত আর কেউ নেই।’’ মহান আল্লাহ বলেন, ‘‘এবং আল্লাহই ধনী, তোমরা সবাই ফকির।’’[সূরা মুহাম্মাদ, আয়াত: ৩৮]
No comments:
Post a Comment