Wednesday, September 3, 2025

ইমাম মুক্ববিল বিন হাদী আল-ওয়াদিঈ রাহিমাহুল্লাহ এর কিছু নাসীহাহ

 1: ইয়েমেনের প্রখ্যাত মুহাদ্দিস আশ-শাইখুল ‘আল্লামাহ ইমাম মুক্ববিল বিন হাদী আল-ওয়াদি‘ঈ (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২২ হি./২০০১ খ্রি.] বলেন:

(ليس لدينا وقت للمدافعة عن أنفسنا لكن عن السنة لو
تعاضضنا بالضروس فلا نترك أحدا يتكلم في سنة رسول الله صلى الله عليه وعلى آله وسلم سواء أكان شيعيا أو صوفيا أو من الإخوان المسلمين فنحن فداء للسنّة وأعراضنا فداء للسنة)

“নিজেদেরকে ডিফেন্ড করার সময় আমাদের নেই, তবে আমরা সুন্নাহকে ডিফেন্ড করি। এমনকি আমাদের উপর যদি কঠিন যুদ্ধ ও নির্যাতনও চাপিয়ে দেওয়া হয়, তবুও আমরা কখনোই রাসূল (ﷺ)-এর সুন্নাহর বিরুদ্ধে কথা বলার সাহস দেখানো কাউকে ছেড়ে দেব না;হোক সে শিয়া, সূফী অথবা হোক সে ইখওয়ানুল মুসলিমীনের কেউ, কারণ আমরা সুন্নাহর স্বার্থে উৎসর্গিত হওয়ার জন্যই,এবং আমাদের লক্ষ্যই হচ্ছে সুন্নাহ।”(ফাদ্বাইহ ওয়া নাসাইহ, পৃষ্ঠা: ১৫৪)।
.
2: ইয়েমেনের প্রখ্যাত মুহাদ্দিস আশ-শাইখুল ‘আল্লামাহ ইমাম মুক্ববিল বিন হাদী আল-ওয়াদি‘ঈ (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২২ হি./২০০১ খ্রি.] বলেন:

الإيمان بالله، طلب العلم، والزوجة الصالحة؛ هذا في هذا الزمان من أفضل ما يُستراح به بعد الإيمان بالله

“আল্লাহর উপর ঈমান,জ্ঞান অর্জন এবং নেককার স্ত্রী এই যুগে এগুলোই আল্লাহর প্রতি ঈমানের পর সর্বোত্তম প্রশান্তি ও স্বস্তি লাভের মাধ্যম।”(ইমামুল আলমা‘ই; খণ্ড: ১; পৃষ্ঠা: ২৫৩)
.
3: ইয়েমেনের প্রখ্যাত মুহাদ্দিস আশ-শাইখুল ‘আল্লামাহ ইমাম মুক্ববিল বিন হাদী আল-ওয়াদি‘ঈ (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২২ হি./২০০১ খ্রি.] বলেন:

(الذي أنصح به نفسي وكل أحد أن يشغل نفسه بالعلم وهموم الدنيا ليس لها نهاية ، وإياكم أن تشتغلوا بمشاكل الحياة ، لو اشتغلنا بها لما استطعنا أن نطلب علما.)

“আমি নিজেকে এবং প্রত্যেককেই যেটা নসীহা করি,তা হলো—(দ্বীনি) জ্ঞান অন্বেষণে নিজেকে নিয়োজিত রাখো,কেননা দুনিয়ায় দুশ্চিন্তার কোন শেষ নেই। সাবধান!জীবনের দুশ্চিন্তায় জড়াবে না! যদি আমরা সেসব নিয়ে ব্যস্ত থাকতাম,তাহলে কোনোদিনই (দ্বীনি ইলম) জ্ঞান অর্জন করতে পারতাম না।”(আল-বাশা’ইর ফিস-সিমা‘ইল মুবাশির, পৃষ্ঠা: ২১)

No comments:

Post a Comment

Translate