প্রশ্ন: আমি আমার পিতামাতা ও স্বামীর জন্য দুনিয়া ও আখিরাতের অনেক অনেক দোয়া করি। এই দোয়ার কারণে কী তারা কিয়ামতে উপকৃত হবে?
উত্তর: জি, অবশ্যই হবে। আপনার এই দোয়ার কারণে আপনার পিতামাতা ও স্বামী কিয়ামতের দিন উপকৃত হবেন, ইনশা আল্লাহ।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
إِذَا مَاتَ الإنْسَانُ انْقَطَعَ عنْه عَمَلُهُ إِلَّا مِن ثَلَاثَةٍ: إِلَّا مِن صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو له
“যখন মানুষ মারা যায়, তখন তার তিনটি আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়:
১. সাদকায়ে জারিয়া,
২. এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং
৩. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে।”
[সহীহ মুসলিম, হাদিস: ১৬৩১]
এমনকি যে কোন মুসলিম অপর মুসলিমের জন্য দোয়া করলে তারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ চাই তাদের সাথে রক্তের সম্পর্ক থাকুক অথবা না থাকুক। সুতরাং আপনি যথাসাধ্য অধিক পরিমাণে আপনার পিতা-মাতা, সন্তান-সন্ততি,স্বামী এবং অপরাপর অন্যান্য মুসলিমদের জন্য দোয়া করুন। আপনার দোয়া তাদের জন্য আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ, কবরের আজাব থেকে মুক্তি, আখেরাতে মর্যাদা বৃদ্ধি ইত্যাদির মাধ্যম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দোয়া কবুল করুন এবং তাদের উত্তম প্রতিদান দিন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।
No comments:
Post a Comment