আমরা সবাই জীবনে সফলতা অর্জন করতে চাই। কিন্তু অনেক মানুষ আছে, যারা অন্যের সমালোচনার ভয়ে বা কেউ অসন্তুষ্ট হতে পারে এমন আশঙ্কায় সঠিক, যৌক্তিক ও উপকারী কাজ থেকেও পিছিয়ে আসে।
“পাছে লোকে কিছু বলে”— এই ধারণা থেকে আমাদেরকে ভয়, সংকোচ ও এক প্রকার লাজুকতা চেপে ধরে। ফলে আমাদের সংকল্পগুলো টালমাটাল করে। কিন্তু মনোবিজ্ঞানীরা একমত যে, এ ধরনের মানসিকতা জীবনে সফলতা অর্জনের জন্য এক বিশাল অন্তরায়। তাই আপনি যদি জীবনে বড় কিছু করতে চান এবং সফল হতে চান তবে আজই সবাইকে খুশি করার এই চেষ্টা বন্ধ করুন এবং আল্লাহর উপর ভরসা রেখে সাহসিকতার সাথে সঠিক কাজটি সঠিক পদ্ধতিতে করতে শুরু করুন। সেই সাথে ইস্তিখারা করুন এবং বিশ্বস্ত ও অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সাথে পরামর্শ করুন।
◈ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
اِحْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجِزْ
“যা তোমার জন্য কল্যাণকর তা গুরুত্ব সহকারে করো এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। অক্ষম হয়ো না।” [সহিহ মুসলিম, হা: ২৬৬৪]
◈ শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া রহ. বলেন, “সে ব্যক্তি অনুতপ্ত হবে না যে স্রষ্টার নিকট ইস্তিখারা করে এবং মানুষের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় এবং তার উপর অটল থাকে।”
◈ আল্লাহ তাআলা বলেন,
وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّهِ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
“আর তুমি সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের সাথে পরামর্শ কর। অত:পর আল্লাহর উপর ভরসা করে (সিদ্ধান্তে অটল থাক)। আল্লাহ ভরসা কারীদেরকে পছন্দ করেন।“ [সূরা আলে ইমরান: ১৫৯]
◈ কাতাদা রহ. বলেন, “মানুষ যখন আল্লাহ তায়ালা সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে পরামর্শ করে তখন আল্লাহ তায়ালা তাদেরকে সব চেয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছার তওফিক দেন।”
◈ ইমাম নওয়াবি রহ. বলেন, “আল্লাহ তাআলার নিকট ইস্তেখারা করার পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন ভাল লোকদের পরামর্শ গ্রহণ করা দরকার। কারণ মানুষের জ্ঞান-গরিমা অপূর্ণ। সমষ্টিগতভাবে সে দুর্বল। তাই যখন তার সামনে একাধিক বিষয় উপস্থিত হয় তখন কী করবে না করবে বা কী সিদ্ধান্ত নিবে তাতে দ্বিধায় পড়ে যায়।”
মনে রাখবেন, আপনার এই উদ্যোগ ও প্রচেষ্টায় হয়তো সব মানুষ খুশি হবে না কিন্তু অনেক মানুষ উপকৃত হবে। আর এই সাফল্যে আপনি নিজে অর্জন করবেন এক অপূর্ব আত্মতৃপ্তি ও অদম্য আত্মবিশ্বাস।
সুতরাং সিদ্ধান্ত নিন, সবাইকে খুশি করা নয় বরং নিজের লক্ষ্যই আপনার প্রথম অগ্রাধিকার যদি হয় তা সঠিক, যৌক্তিক ও উপকারী।
❑ জীবনে সফলতা অর্জনের জন্য নির্দেশনাগুলো খুবই গুরুত্বপূর্ণ:
মনে রাখবেন—
১. সবাইকে খুশি করা অসম্ভব: প্রত্যেক মানুষের চিন্তা-ভাবনা, অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়া ভিন্ন। তাই আপনি কখনোই সবাইকে একসাথে খুশি করতে পারবেন না।
২. সমালোচনা নিয়ে ভাবা বন্ধ করুন: লোকে কী বলবে বা ভাববে, তা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন না। আপনার নিজের উন্নতি ও লক্ষ্যের দিকে মনোযোগ দিন।
৩. নিজের স্বপ্নকে জলাঞ্জলি দেবেন না: অন্যের জন্য বা অন্যকে সন্তুষ্ট করার জন্য নিজের দীর্ঘদিনের লালিত কল্যাণমুখী স্বপ্নগুলোকে ত্যাগ করবেন না।
৪. সমালোচকদের উপেক্ষা করুন: আপনার কাজে সবাই একমত হবে না-এটা স্বাভাবিক। সুতরাং যারা নেতিবাচক সমালোচনা করে তাদের কথায় কান না দিয়ে এগিয়ে চলুন।
৫. আপনার কাছে যা সঠিক তা অন্যের কাছে ভুল মনে হতে পারে। সবার কথা মেনে চলার দরকার নেই। কারণ প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ও পরিস্থিতি ভিন্ন ভিন্ন।
৬. সবাই আপনাকে বুঝবে না: আপনার জীবনের পথ, সংগ্রাম ও উদ্দেশ্য সবার পক্ষে বোঝা সম্ভব নয়। যারা বোঝে না তাদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন না।
৭. নেতিবাচক চিন্তাভাবনার মানুষ থেকে দূরে থাকুন: যারা নেতিবাচক কথা বলে বা অন্যের উপকারের জন্য কাজ করেও উৎসাহের পরিবর্তে নেতিবাচক ও হতাশা জনক মন্তব্য বা অনর্থক সমালোচনা করে তাদের এড়িয়ে চলুন।
৮. অন্যের ব্যর্থতায় আনন্দ পাওয়া মানুষদের এড়িয়ে চলুন: এমন কিছু মানুষ আছে যারা অন্যের ব্যর্থতা দেখে খুশি হয়। অনতিবিলম্বে এদের সঙ্গ ত্যাগ করুন।
৯. পরিবর্তনকে সবাই গ্রহণ করে না: বিষয়টা সঠিক কিন্তু অনেকের কাছে তা হয়ত নতুন বা অপরিচিত। তাই তা করতে গেলে সবাই আপনাকে সমর্থন করবে না, অথবা অনেকেই ভয় দেখাবে-এটাই স্বাভাবিক। তাই সঠিক কাজে নিজের সিদ্ধান্তে অবিচল থাকুন।
১০. সবাইকে খুশি করার চেষ্টা করলে আপনার নিজের ভেতরেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়বে এবং আপনি ক্লান্ত হয়ে পড়েন। নিজের মানসিক শান্তি ও সুস্থতার জন্য এই চেষ্টা থেকে বিরত থাকুন।
১১. নিজের মৌলিকত্ব ধরে রাখুন: অন্যকে খুশি করার জন্য যদি আপনি নিজের আসল স্বভাব ও ব্যক্তিত্ব বদলে ফেলেন তবে ভবিষ্যতে আপনাকে অনুতাপ করতে হতে পারে।
তাই জীবনে নিজের মৌলিকত্ব ও স্বাভাবিকতা ধরে রাখুন।
জনৈক মনিষী বলেন, “সাফল্যের মূল রহস্য কী তা জানি না। কিন্তু ব্যর্থতার মূল রহস্য হল, সবাইকে খুশি করার চেষ্টা করা।”
মোটকথা, আপনি যত সুন্দর করেই কাজ করেন না কেন তা সব মানুষের নিকট পছন্দ হবে না-এটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনি সকলকে খুশি রাখতে চাইবেন তখন তা হবে আপনার জীবনের জন্য ব্যর্থতার মূল কারণ। সুতরাং সবাইকে খুশি করার উদ্দেশ্যে নয় বরং যেটা করা প্রয়োজন বা উপকারী সেটাই আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহর নিকট সাহায্য চেয়ে সুন্দরভাবে সম্পাদন করার চেষ্টা করুন এবং তা অব্যাহত রাখুন। আল্লাহর অনুগ্রহে আপনি একদিন অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
No comments:
Post a Comment