আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট উপস্থিত হল তখন সে ঘাবড়ে গেল। (তাদেরকে রক্ষায়) নিজেকে অসমর্থ মনে করল, আর বলল, আজ অত্যন্ত কঠিন দিন। আর তাঁর কওমের লোকেরা হুড়মুড় করে তার (গৃহ) কাছে ছুটে আসতে লাগল। পূর্ব থেকেই তারা কু-কর্মে তৎপর ছিল। লূত বলল- হে আমার কওম! এ আমার (নিজের বা জাতির) কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য অধিক পবিত্রতমা (যদি তোমরা বিয়ে কর)। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না, তোমাদের মধ্যে কি কোন ভাল মানুষ নেই? তারা বলল, তুমি তো জানই, তোমার কন্যাদের নিয়ে আমাদের কোন গরজ নেই। আর আমরা কি চাই, তাও তুমি অবশ্যই জান। লূত বলল -হায়! তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোন সূদৃঢ় আশ্রয়ে আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম। আগুন্তুকরা বলল- হে লূত! আমরা তোমার পালনকর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেশতা, এরা কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না, কাজেই তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও, আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী (তোমাদের সঙ্গী হতে পারবে না) নিশ্চয় তার উপরও তা আপতিত হবে, যা ওদের উপর আপতিত হবে। ভোর বেলাই তাদের প্রতিশ্রুতির সময়, ভোর কি খুব নিকটে নয়? তারপর যখন আমার হুকুম এসে গেল, তখন আমি উক্ত জনপদকে উপরকে নীচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাঁকর পাথর বর্ষণ করলাম। -[ক্বুরআন ১১ : ৭৭-৮২]
হযরত লূত (আ) তাঁ সম্প্রদায়কে এক ও লা-শরীক আল্লাহর ইবাদাতের দিকে আহ্বান জানান এবং সেইসব অশ্লীল কাজ করতে নিষেধ করেন যার উল্লেখ স্বয়ং আল্লাহ্ তা'আলা করেছেন। কিন্তু তারা তার আহ্বানে সাড়া দেয়নি এবং তার উপর ঈমান আনেনি আর নিষেধকৃত কর্ম থেকে কেউ বিরত থাকেনি। বরং তারা তাদের অবস্থার উপর অটল অবিচল হয়ে থাকে এবং নিজেদের ভ্রষ্টতা ও মূর্খতা থেকে বিরত থাকেনি। এমনকি তারা তাদের রাসূলকে তাদের সমাজ থেকে বহিষ্কার করার উদ্যোগ গ্রহণ করে।
কিন্তু আল্লাহ্ লূত (আ) কে ও তাঁর পরিবারবর্গকে পবিত্র রাখলেন এবং সম্মানের সঙ্গে সেখান থেকে তাদেরকে বের করে আনলেন, তবে তাঁর স্ত্রীকে নয়। লূত (আ) নিজ পরিবারবর্গ নিয়ে বের হয়ে আসেন। পরিবারবর্গ বলতে তার দুটি কন্যাই মাত্র ছিল। সম্প্রদায়ের অন্য কোন একটি লোকও সাথে আসেনি। আর তাঁরা (লূতের পরিবার) যখন সে এলাকা অতিক্রম করে চলে আসেন এবং সূর্য উদিত হয়, তখন আল্লাহর অপ্রতিরোধ্য আযাব তাদের উপর নেমে আসে।
মুফাসসিরগণ বলেন, জিবরাঈল (আ) আপন ডানার এক প্রান্ত দিয়ে লূত সম্প্রদায়ের আবাসভূমি গভীর নিচু থেকে উপড়িয়ে নেন। সে এলাকার সমস্ত মানুষ, জীব-জন্তু, ঘরবাড়ি ও ধন-সম্পদ যা কিছু ছিল সবকিছুসহ উঠিয়ে নেয়া হয়। উপরে আকাশের সীমানা পর্যন্ত উত্তোলন করা হয়। তারপর সেখান থেকে উল্টিয়ে নিচে নিক্ষেপ করা হয় এবং তাদের উপর শক্ত পাথর-কংকর বর্ষণ করেন অবিরামভাবে- যা তাদেরকে ছেয়ে ফেলে।
তথ্যসূত্র: আল-বিদায়া ওয়ান নিহায়া, ১ম খণ্ড
তথ্যসূত্র: আল-বিদায়া ওয়ান নিহায়া, ১ম খণ্ড
No comments:
Post a Comment