পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্ত পিন্ড থেকে। পাঠ করুন, আপনার রব বড়ই মেহেরবান, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। -[ক্বুরআন ৯৬ : ১-৫]
এ আয়াতগুলো নিয়ে রাসূলুল্লাহ (সা) ফিরে এলেন। তখন তার হৃৎপিন্ড থরথর করে কাঁপছিল। তিনি ফিরে এলেন হযরত খাদিজা (রা) এর নিকট এবং বললেন আমাকে চাদরে ঢেকে দাও, আমাকে চাদরে ঢেকে দাও! তিনি তাঁকে চাদরে ঢেকে দিলেন। এক সময় তাঁর ভয় কেটে গেল। তিন খাদিজা (রা) নিকট ওই ঘটনা বর্ণনা করে বললেন, আমি তো আমার জীবন সম্পর্কে শংকিত হয়ে পড়েছি। খাদিজা (রা) বললেন, না, কখনো নয়, আল্লাহর কসম, তিনি কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয়তা রক্ষা করেন, মেহমানদের সমাদর করেন, অন্যের বোঝা বহন করেন, বিপদাপদে অন্যকে সাহায্য করেন।
এরপর খাদিজা (রা) তাঁকে নিয়ে তার চাচাত ভাই ওয়ারাকা ইবনে নাওফিল এর নিকট গেলেন। জাহিলী যুগে এ ব্যক্তি খৃষ্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি হিব্রু ভাষায় পুস্তকাদি লিপিবদ্ধ করতেন। আল্লাহর দেয়া সামর্থ্য অনুযায়ী তিনি ইনজীল থেকে হীব্রু ভাষায় অনুবাদ করতেন। তখন তিনি বৃদ্ধ, দৃষ্টিশক্তি হীন। খাদিজা (রা) বললেন, চাচাতো ভাই! আপনার ভাতিজা কি বলেন তা শুনুন! রাসূলুল্লাহ (সা) কে সম্বোধন করে ওয়ারাকা বললেন, ভাতিজা! আপনি কি দেখেছেন? রসূলুল্লাহ্ (সা) যা' যা' দেখেছেন তা তাঁকে অবহিত করলেন। ওয়ারাকা বললেন, ইনিতো গোপন বার্তাবাহক, যিনি মূসা (আ) এর নিকট আসতেন, হায়! ওই সময়ে আমি যদি শক্তি-সমর্থ যুবক থাকতাম, আমি যদি জীবিত থাকতাম, যে সময়ে আপনার সম্প্রদায় আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে! রাসূলুল্লাহ (সা) বললেন, ওরা কি আমাকে দেশ থেকে বহিষ্কার করে দেবে? ওয়ারাকা বললেন, জ্বী হ্যাঁ, আপনি যা নিয়ে এসেছেন এরুপ বাণী নিয়ে ইতোপূর্বে যিনিই এসেছেন তাঁর প্রতিই শত্রুতা পোষণ করা হয়েছে। আপনার যুগে আমি যদি বেঁচে থাকতাম তবে আপনাকে দৃঢ়ভাবে সাহায্য করতাম। এ ঘটনার অল্প দিনের মধ্যেই ওয়ারাকা ইবনে নাওফিল ইনতিকাল করেন।
এদিকে সাময়িকভাবে ওহী আগমন বন্ধ হয়ে যাওয়ায় রাসূলুল্লাহ (সা) খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। অতঃপর আল্লাহ্ তা'আলা নাযিল করেন-
হে বস্ত্র আবৃত (ব্যাক্তি)! উঠ, সতর্ক কর। তোমার পালনকর্তার শ্রেষ্ঠত্ব ঘোষনা কর। তোমার পোশাক পবিত্র কর। (যাবতীয়) অপবিত্রতা থেকে দূরে থাক। -[ক্বুরআন ৭৪ : ১-৫]
তথ্যসূত্র: আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩য় খণ্ড
No comments:
Post a Comment