এ কিতাবে (উল্লেখিত) মারইয়ামের কথা বর্ণনা কর, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল। অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা টানিয়ে দিল। তখন আমি তার কাছে আমার রূহকে (জীবরীলকে) প্রেরণ করলাম, সে তার নিকট পুর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারইয়াম বলল, আমি তোমা হতে দয়াময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহভীরু হও। সে বলল, আমি তো তোমার পালনকর্তা কর্তৃক প্রেরিত হয়েছি, যাতে তোমাকে একটি পুত-পবিত্র পুত্র দান করে যাব।
মরিইয়াম বলল, কিরূপে আমার পুত্র হবে, যখন কোন মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই?
সে বলল, এভাবেই হবে, তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্যে সহজ, আমি তাকে মানুষের জন্যে একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। এ ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে।
অতঃপর সে গর্ভে সন্তান ধারণ করল। তখন তা নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেল। প্রসব বেদনা তাঁকে এক খেজুর বৃক্ষ-মূলে আশ্রয় নিতে বাধ্য করল। সে বলে উঠল, হায়! আমি যদি কোনরূপে এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম! অতঃপর তাকে নিম্নদিক থেকে আওয়ায দিল যে, তুমি দুঃখ করোনা, তোমার পালনকর্তা তোমার পাদদেশ দিয়ে একটি নহর প্রবাহিত করেছেন। আর তুমি নিজের দিকে খেজুর গাছের কান্ডে নাড়া দাও, তা থেকে তোমার উপর তাজা পরিপক্ক খেজুর পতিত হবে। অতঃপর আহার কর, পান কর এবং চক্ষু শীতল কর। যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখ, তবে বলবে, আমি রহমান আল্লাহর উদ্দেশে সাওম মানত করেছি। কাজেই আজ আমি কিছুতেই কোন মানুষের সাথে কথা বলব না।
অতঃপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হল। তারা বলল, হে মারইয়াম! তুমি তো এক অদ্ভুত জিনিস নিয়ে এসেছ। (লোকেরা বলল) ওহে হারূনের বোন! তোমার পিতা তো অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না অসতী নারী। অতঃপর সে তার সন্তানের দিকে ইঙ্গিত করল। তারা বলল, আমরা কেমন করে কোলের শিশুর সাথে কথা বলব? শিশুটি বলে উঠল, আমি তো আল্লাহর বান্দাহ, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, নামায ও যাকাতের যতদিন আমি জীবিত থাকি। আর (তিনি আমাকে করেছেন) আমার মাতার প্রতি সদয়, আর তিনি আমাকে উদ্ধত ও হতভাগ্য করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত হয়ে উত্থিত হব।
এই হচ্ছে মারইয়ামের পুত্র ঈসা। (এটাই) সত্যকথা, যে বিষয়ে লোকেরা বিতর্ক করে। আল্লাহ এমন নন যে, সন্তান গ্রহণ করবেন, তিনি পবিত্র ও মহিমাময় সত্তা, তিনি যখন কোন কাজ করা সিদ্ধান্ত করেন তখন একথাই বলেন, 'হয়ে যাও', আর তা হয়ে যায়। আল্লাহই আমার ও তোমাদের পালনকর্তা। অতএব, তোমরা তাঁরই ইবাদত কর, এটা সরল পথ। অতঃপর তাদের মধ্যে দলগুলো মতভেদ করল। কাজেই সেই ভয়াবহ দিবসের আগমনকালে কাফিরদের জন্য ধবংস।
তথ্যসূত্র: ক্বুরআন ১৯ : ১৬-৩৭
No comments:
Post a Comment