আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। সে বলেছিল, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদত কর। তিনি ব্যতিত তোমাদের কোন উপাস্য নেই। এরপরও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? তার সম্প্রদায়ের প্রধানরা যারা তার কথা মানতে অস্বীকার করছিল, এবং বলল, আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি মোটেই নির্বোধ নই, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত রসূল। আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছাই এবং আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী। তোমরা কি এ জন্য অবাক হচ্ছো যে, তোমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে তোমাদেরই স্বগোত্রীয় এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের স্মারক তোমাদের কাছে এসেছে? তোমরা স্মরণ কর, তোমাদের রব নূহের সম্প্রদায়ের পর তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তোমাদের দেহের বিস্তৃতি বেশী করেছেন। তোমরা আল্লাহর নিয়ামতসমূহ স্মরণ কর যেন তোমরা সফলকাম হও। তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্যে এসেছ যে আমরা এক আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপ-দাদা যাদের পূজা করত তাদেরকে ছেড়ে দেই? অতএব যদি তুমি সত্যবাদী হও, তাহলে আমাদের যে জিনসর ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। সে বলল, তোমাদের উপর তোমাদের রবের অসন্তোষ ও ক্রোধ নেমে এসেছে। তোমরা কি আমার সাথে এমন কিছু নাম নিয়ে বিতর্ক করছো, যেগুলো তৈরী করেছো তোমরা ও তোমাদের বাপ-দাদারা এবং যেগুলোর স্বপক্ষে আল্লাহ কোন সনদ নাযিল করেননি? ঠিক আছে, তোমরা অপেক্ষা করো এবং আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অনন্তর আমি তাকে ও তার সঙ্গীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করতএ বং যারা ঈমান আনেনি তাদের মূল উৎপাটন করলাম। -[ক্বুরআন ৭ : ৬৫-৭২]
এ ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে, আর তাদের রসূলগণের অবাধ্যতা করেছে এবং প্রত্যেক উদ্ধত বিরোধীদের আদেশ পালন করেছে। এ দুনিয়ায় তাদের পিছনে রয়েছে লা’নত এবং কিয়ামতের দিনেও। জেনে রেখ, আদ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছিল। জেনে রেখ! ধ্বংস করা হয়েছিল 'আদকে যারা ছিল হুদের সম্প্রদায়। -[ক্বুরআন ১১ :৫৮-৬০]
মোটকথা, আদ সম্প্রদায় ছিল একটি অত্যাচারী কাফির, বিদ্বেষী, দাম্ভিক ও মূর্তিপূজারী। আল্লাহ্ তাদের মধ্য থেকেই একজনকে তাদের নিকট রসূলরূপে প্রেরণ করেন। তিনি তাদেরকে নিষ্ঠার সাথে এক আল্লাহর ইবাদাত করার প্রতি আহ্বান জানান। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে এবং তার বিরুদ্ধাচার করে। ফলে মহা পরাক্রমশালী আল্লাহ্ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করেন।
আর আদ জাতির উপর আপতিত হয় বিকট শব্দ ও প্রচণ্ড বায়ু। ফলে তারা পরিণত হয় ধ্বংসস্তুপে এবং চিরদিনের জন্য তারা সমূলে উৎখাত হয়ে যায়। হূদ (আ) মুমিনদেরকে সঙ্গে নিয়ে একটি প্রাচীর বেষ্টিত স্থানে চলে যান। এ ঝড়ের আঘাত তাদেরকে স্পর্শ করেনি।
সে (হুদ) বলল, হে আমার পালনকর্তা! আমাকে সাহায্য কর, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। আল্লাহ বললেন, অল্প সময়ের মধ্যেই তারা অনুতপ্ত হবে। অতঃপর সত্যি সত্যিই এক ভয়ংকর শব্দ তাদেরকে আঘাত করল এবং আর তাদেরকে ভাগাড়ে পরিণত করলাম। কাজেই ধ্বংস হোক পাপী সম্প্রদায়। -[ক্বুরআন ২৩ : ৪০-৪১]
আর আদ এর অবস্থা এই যে, তারা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের অপেক্ষা অধিক শক্তিধর কে? তারা কি লক্ষ্য করেনি যে, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর? বস্তুতঃ তারা আমার নিদর্শনাবলী অস্বীকার করতেই থাকল। অতঃপর অশুভ দিনগুলোতে আমি তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু যাতে তারা পার্থিব জীবনে লাঞ্ছনার আযাব আস্বাদন করে। আর পরকালের আযাব তো আরও লাঞ্ছনাকর আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না। -[ক্বুরআন ৪১ : ১৫-১৬]
নিদর্শন রয়েছে তাদের (আদ জাতির) কাহিনীতে; যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু। এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকেই চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছিল। -[ক্বুরআন ৫১ : ৪১-৪২]
বুখারী ও মুসলিমে হযরত ইবনে আব্বাস (রা) থেকে হাদীস বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ্ (সা) বলেন, আমাকে পূবালী বায়ু দ্বারা সাহায্য করা হয়েছে। আর আদ জাতিকে পেছন দিক থেকে আসা বায়ু দ্বারা ধ্বংস করা হয়েছে।
তথ্যসূত্র: আল-বিদাা ওয়ান নিহায়া, ১ম খণ্ড
No comments:
Post a Comment