প্রশ্ন: জাহান্নামের তিনটি উপত্যকা সম্পর্কে রেফারেন্স সহ জানতে চাই।
উত্তর: জাহান্নামের উপত্যকার নাম ও সংখ্যা সংক্রান্ত কোনও হাদিস সহিহ নয়। বরং সবগুলোই জইফ বা দুর্বল। এ সকল জইফ (দুর্বল) হাদিসে জাহান্নামের তিনটি উপত্যকার নাম পাওয়া যায়। সেগুলা হল, হাবহাব, ওয়েল, জুব্বুল হাযান। কিন্তু বিষয়টি যেহেতু ইলমে গায়েব বা অদৃশ্য বিষয়ের অন্তর্ভুক্ত তাই কুরআন ও বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস ব্যতিরেকে এ বিষয়ে কথা বলা সঙ্গত নয়।
নিম্নে উক্ত তিনটি উপত্যকা প্রসঙ্গে বর্ণিত হাদিস এবং সেগুলোর ব্যাপারে মুহাদ্দিসগণের অভিমত উল্লেখ করা হলো:
◈ ১ম: হাবহাব
إنَّ في جهنَّمَ واديًا يُقالُ له: هَبْهَبٌ، حقًّا على اللهِ أنْ يُسكِنَه كلَّ جبَّارٍ
“জাহান্নামের একটি উপত্যকা রয়েছে তাকে বলা হয়, হাবহাব। আল্লাহর কর্তব্য হচ্ছে এই যে, তিনি তাতে প্রত্যেক একগুঁয়ে অত্যাচারী শাসককে সেখানে স্থান দিবেন।”
[হাদীসটি উকায়লী “আযযুয়াফা” গ্রন্থে (৪৯), ইবনে লাল তার “হাদীস” গ্রন্থে (১/১২৩), ইবনে আদী “আল-কামেল” গ্রন্থে (১/৪২০), হাকিম (৪/৫৯৬), ইবনে আসাকির (৫/৫৮/১), আবু ইয়ালা ও ত্ববারানী আযহার ইবনে সিনান সূত্রে মুহাম্মাদ ইবনে আসে’ হতে, তিনি আবু বুরদাহ ইবনে আবু মুসা হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।
❂ এ হাদিসটি জইফ (দুর্বল)। [সিলসিলা যাইফা, হা/১১৮১-আলবানি]
➧ হাদিস বিশারদগণের দৃষ্টিতে হাদিসটি জইফ হওয়ার কারণ নিম্নরূপ:
আবু হুরাইরা রা. হতে বর্ণিত আছে, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
” تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جُبِّ الْحُزْنِ ” . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا جُبُّ الْحُزْنِ قَالَ ” وَادٍ فِي جَهَنَّمَ تَتَعَوَّذُ مِنْهُ جَهَنَّمُ كُلَّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ ” . قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَدْخُلُهُ قَالَ ” الْقُرَّاءُ الْمُرَاءُونَ بِأَعْمَالِهِمْ ”
❂ এ হাদিসটিও জইফ (দুর্বল)। [যইফুল জামে, হা/২৪৬০-আলবানি]
➧ হাদিস বিশারদগণের দৃষ্টিতে হাদিসটি জইফ হওয়ার কারণ নিম্নরূপ:
আবু সাঈদ রা. থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الْوَيْلُ وَادٍ فِي جَهَنَّمَ يَهْوِي فِيهِ الْكَافِرُ أَرْبَعِينَ خَرِيفًا قَبْلَ أَنْ يَبْلُغَ قَعْرَهُ
“ওয়াইল হল, জাহান্নামের একটি উপত্যকা। এর তলদেশে পৌঁছার আগ পর্যন্ত কাফির চল্লিশ বছর নীচের দিকে যেতে থাকবে।”
[তিরমিজি, হা/ ৩১৬৪ [আল মাদানি প্রকাশনী], তা’লীকুর রাগীব ৪/২২৯]
❂ এ হাদিসটিও জইফ (দুর্বল)। [ যইফ তিরমিজি, হা/৩১৬৪-শাইখ আলবানি]
➧ হাদিস বিশারদগণের দৃষ্টিতে হাদিসটি জইফ হওয়ার কারণ নিম্নরূপ:
No comments:
Post a Comment