স্মরণ কর যখন আমি ইব্রাহীমকে বায়তুল্লাহর স্থান চিহ্নিত করে দিয়েছিলাম, (তখন বলেছিলাম) আমার সাথে কাউকে শরীক করবে না, আর আমার গৃহকে পবিত্র রাখবে তাওয়াফকারীদের জন্য, নামাযে কায়িমকারীদের জন্য এবং রকু ও সিজদাকারীদের জন্য। আর মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃশকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর-দূরান্ত থেকে। -[ক্বুরআন ২২ : ২৬-২৭]
নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে, তা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হিদায়াত ও বরকতময়। এতে রয়েছে মাকামে ইব্রাহীমের মত প্রকৃষ্ট নিদর্শন। আর যে, লোক এর ভেতরে প্রবেশ করেছে, সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌছার। আর যে লোক তা মানে না, নিঃসন্দেহে আল্লাহ সারা বিশ্বের কোন কিছুরই পরোয়া করেন না। -[ক্বুরআন ৩ : ৯৬-৯৮]
স্মরণ কর, যখন ইব্রাহীম ও ইসমাঈল কা’বাগৃহের ভিত্তি স্থাপন করছিল। তারা দোয়া করেছিল- হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ। হে আমাদের প্রতিপালক! আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ কর এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি কর, আমাদের ইবাদাতের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা কর। নিশ্চয় তুমি তওবা কবুলকারী, দয়ালু। হে আমাদের প্রতিপালক! তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ কর, যে তাদের কাছে তোমার আয়াতসমূহ তিলাওয়াত করবে, তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দিবে এবং তাদের পবিত্র করবে। নিশ্চয় তুমিই পরাক্রমশালী, হিকমাতওয়ালা। -[ক্বুরআন ২ : ১২৭-১২৯]
তথ্যসূত্র: আল-বিদায়া ওয়ান নিহায়া, ১ম খণ্ড
তথ্যসূত্র: আল-বিদায়া ওয়ান নিহায়া, ১ম খণ্ড
No comments:
Post a Comment