Sunday, May 19, 2024

আল্লাহর নিকট দেয়া অঙ্গীকার

 

আর যখন তোমার পালনকর্তা বনী আদমের পৃষ্টদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলল, অবশ্যই, আমরা অঙ্গীকার করছি। (এটা এজন্য করা হয়েছিল যে) আবার না কিয়ামতের দিন বলতে শুরু কর যে, এ বিষয়টি আমাদের জানা ছিল না। অথবা বলতে শুরু কর যে, অংশীদারিত্বের প্রথা তো আমাদের বাপ-দাদারা উদ্ভাবন করেছিল আমাদের পূর্বেই। আর আমরা হলাম তাদের পশ্চাৎবর্তী সন্তান-সন্ততি। তাহলে কি সে কর্মের জন্য আমাদেরকে ধ্বংস করবেন, যা পথভ্রষ্টরা করেছে? -[সূরা আল-আরাফ, আয়াত: ১৭২-১৭৩]

ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত। রাসূল (সা) বলেছেন-

"আল্লাহ আদাম (আ) কে সৃষ্টির পর আরাফার তারিখে নামান নামক স্থানে তার থেকে একটি অঙ্গীকার গ্রহণ করলেন। তারপর পৃথিবীর শেষমুহূর্ত পর্যন্ত তার যে সকল ভবিষ্যত বংশধর জন্মগ্রহণ করবে তাদেরকে প্রজন্মের পর প্রজন্ম আকারে বের করলেন।

এরপর তাদের থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য তাদেরকে তাঁর সামনে ছড়িয়ে দিলেন। তিনি তাদের সাথে সরসরি কথা বললেন: আমি কি তোমাদের রব নই?

তারা সকলেই উত্তর দিলো, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম।

এরপর আল্লাহ ব্যাখ্যা করলেন, কেন তিনি সমগ্র মানবজাতির থেকে এই সাক্ষ্য নিলেন যে, তিনিই তাদের স্রষ্টা এবং প্রভু। তিনি বললেন, তোমাদের থেকে এজন্যই সাক্ষ্য গ্রহণ করা হলো যেন, তোমরা কিয়ামতের দিন বলতে না পারো যে, 'আমরা এসব কিছু জানতাম না; আমরা জানতাম না যে, আপনিই ইলাহ, আমাদের রব; কেউ আমাদের বলেন নি যে, আমাদেরকে শুধুমাত্র আপনারই ইবাদাত করতে হবে'।

আল্লাহ আরো ব্যাখ্যা করলেন যে, এটা এ কারণেও যেন মানুষ না বলেঃ 'আমাদের পূর্বপুরুষরাই (আল্লাহর সাথে) শির্ক করেছিলো, আর আমরা তো ছিলাম কেবল তাদের উত্তরসূরী; ওইসব বাতিলপন্থীরা যা করেছিল সেজন্য কি আমাদের ধ্বংস করে দিবেন?" - [সূরা আল-আরাফ এর ১৭২-১৭৩ নং আয়াতের ব্যাখ্যা; মুসনাদে আহমাদ; আস-সহীহা: ১৬২৩]

 শিক্ষা- আপনি পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহর আনুগত্য করার ওয়াদা দিয়ে এসেছেন। তাই পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধান উপেক্ষা করার কোন সুযোগ নেই। যদিও এটা আপনার চারপাশের বিপরীতে হয়। (নিশচয়ই আল্লাহ এই বিষয়ে সর্বাধিক জ্ঞান রাখেন)

No comments:

Post a Comment

Translate