আমি মাদইয়ানের প্রতি তাদের ভাই শোয়ায়েবকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে। কাজেই তোমরা মাপ ও ওজন পূর্ন কর এবং মানুষকে তাদের প্রাপ্য বিষয় কম দিয়ো না এবং ভুপৃষ্টের সংস্কার সাধন করার পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্যে কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে, যারা ঈমান এনেছে তাদেরকে ভয় দেখাবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ কর, যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে অতঃপর আল্লাহ তোমাদেরকে অধিক করেছেন এবং লক্ষ্য কর কিরূপ অশুভ পরিণতি হয়েছিল বিপর্যয়কারীদের। আমি যা নিয়ে আমি প্রেরিত হয়েছি তাতে যদি তোমাদের একদল বিশ্বাস স্থাপন করে আর একদল বিশ্বাস স্থাপন না করে, তবে ধৈর্যধারণ কর যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন। তিনিই শ্রেষ্ট মীমাংসাকারী। তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা বলল, হে শোয়ায়েব! আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীদেরকে শহর থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। শোয়ায়েব বলল, আমরা অপছন্দ করলেও কি? আমরা আল্লাহর প্রতি অপবাদকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে প্রত্যাবর্তন করি, অথচ তিনি আমাদেরকে এ থেকে মুক্তি দিয়েছেন। আমাদের কাজ নয় এ ধর্মে প্রত্যাবর্তন করা, কিন্তু আমাদের প্রতি পালক আল্লাহ যদি চান। আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আমরা আল্লাহর প্রতিই ভরসা করি। হে আমাদের প্রতিপালক! আমাদের আর আমাদের সম্প্রদায়ের মধ্যে সঠিকভাবে ফয়সালা করে দাও। আপনিই শ্রেষ্টতম ফয়সালাকারী। তার সম্প্রদায়ের কাফির সর্দাররা বলল, 'যদি তোমরা শোয়ায়েবের অনুসরণ কর, তবে নিশ্চিতই ক্ষতিগ্রস্ত হবে'। অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল। ফলে নিজেদের ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকল। শোয়ায়েবের প্রতি মিথ্যারোপকারীরা যেন কোন দিন সেখানে বসবাসই করেনি। যারা শোয়ায়েবের প্রতি মিথ্যারোপ করেছিল, তারাই ক্ষতিগ্রস্থ হল। -[ক্বুরআন ৭ : ৮৫-৯২]
আর আমার হুকুম যখন এল, আমি শোয়ায়েব ও তাঁর সঙ্গী ঈমানদারগণকে নিজ রহমতে রক্ষা করি। আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন পতিত হলো, ফলে (ভোর না হতেই) তারা নিজেদের ঘরে উপুড় হয়ে পড়ে রইল। যেন তারা সেখানে কখনো বসবাসই করেনি। জেনে রেখ! সামুদের প্রতি অভিসম্পাতের মত মাদইয়ানবাসীর উপরও অভিসম্পাত। -[ক্বুরআন ১১ : ৯৪-৯৫]
মাদয়ানবাসীরা ছিল আরব জাতির অন্তর্ভুক্ত। মাদয়ান শহরে তারা বসবাস করত। মাদয়ান সিরিয়ার নিকটবর্তী মা'আন এলাকার একটি গ্রামের নাম। এর অবস্থান হিজাযের পার্শ্বে ও লূত সম্প্রদায়ের হ্রদের সন্নিকটে।
মাদয়ানবাসীর শাস্তির কথা বর্ণনা করতে গিয়ে বিভিন্ন সূরায় আলোচনার পূর্বাপরের সাথে সামঞ্জস্য রেখে যেখানে যেমন প্রয়োজন আল্লাহ্ সেখানে ততটুকুই উল্লেখ করেছেন।
তথ্যসূত্র: আল-বিদায়া ওয়ান নিহায়া, ১ম খণ্ড
তথ্যসূত্র: আল-বিদায়া ওয়ান নিহায়া, ১ম খণ্ড
No comments:
Post a Comment