Tuesday, November 30, 2021

সময় ফুরিয়ে যাওয়ার পূর্বেই তওবা করা আবশ্যক

 আমাদের জন্য তওবার সময় ফুরিয়ে যাবার পূর্বেই তওবা করা আবশ্যক। কারণ, তওবার জন্য নির্ধারিত সমায় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তওবা কবুল করবেন না।

◉ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
« إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ »
“আল্লাহ কণ্ঠনালীর নিকট দম আসার পূর্ব পর্যন্ত বান্দার তওবা কবুল করেন।” (তিরমিযী, হাদিস নং ৩৮৮০, আলবানী রহ. হাদিসটিকে হাসান বলেছেন।)

◉ মহান আল্লাহ বলেন:
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّىٰ إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ
“ওদের জন্য কোন ক্ষমা নেই, যারা পাপ করতে থাকে-এমন কি যখন মৃত্যু এসে যায় তখন বলতে থাকে এখন তওবা করছি।” ( নিসা: ১৮)

◉ প্রখ্যাত সাহাবী আবু হুরাইরা রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

« مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللَّهُ عَلَيْهِ »

“পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পূর্বে (কিয়ামতের পূর্বে) যে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন।” (সহীহ মুসলিম, অনুচ্ছেদ: অধিক পরিমাণে ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করা মুস্তাহাব, হাদিস নং ৭০৩৬)

সুতরাং আমরা কি জানি কখন মৃত্যু দূত আমাদের দুয়ারে এসে উপস্থিত হয়? এমনও তো হতে পারে যে, আজ সন্ধ্যা পর্যন্ত পৌঁছতে পারব না- এমন কি ফেসবুকের এই লিখাটিও পড়ে শেষ করার পূর্বেই আমার-আপনার দেহ হতে প্রাণ পাখি উড়ে যেতে পারে।
অতএব, আসুন আমরা দ্রুত তওবা করি। তওবার পথ এখনো উন্মুক্ত। আল্লাহ আমাদেরকে তওবা কারীদের অন্তর্ভুক্ত করে দিন।

গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

No comments:

Post a Comment

Translate