➰ বিয়ের উদ্দেশ্য হল, হালাল পন্থায় জৈবিক চাহিদা পূরণের মাধ্যমে পবিত্র জীবন গঠন করা এবং সন্তান-সন্ততি জন্ম দেয়ার মাধ্যমে আল্লাহর জমিন আবাদ রাখা।
➰ মানুষ সাধারণত: বিয়ের পর নিজেদের মত করে দাম্পত্য জীবন সাজিয়ে নেয়। বিয়ের পূর্বে মানুষ কত কিছু চিন্তা করে কিন্তু বাস্তব জীবনে পরিস্থিতির মুখোমুখি হলে এ সব চিন্তা ও ইচ্ছা সব বাস্তবায়িত হয় না অথবা যা চিন্তা করে বাস্তবে তার চেয়ে ভালো কিছু হয়।
➰ বিয়ের পর স্বামীর কর্তব্য হবে, স্ত্রীর বৈধ ইচ্ছাগুলো যথাসম্ভব পূরণ করা। অনুরূপভাবে স্ত্রীরও কর্তব্য হবে, স্বামীর সন্তুষ্টি অর্জনকে তার জান্নাতের যাওয়ার কারণ মনে করে তার আনুগত্যের জন্য প্রস্তুত থাকা।
➰ পারিবারিক সিদ্ধান্ত গুলো পারষ্পারিক সমঝোতা ও পরামর্শের ভিত্তিতে হওয়া উচিত।
➰ ভালবাসা পূর্ণ দাম্পত্যের স্বার্থে কখনো কখনো নিজের ইচ্ছাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ছাড় দিতে হয়। স্বামী স্ত্রী প্রত্যেকেই প্রত্যেকেকে সুখী করার সর্বাত্তক চেষ্টা করবে। উভয় উভয়ের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রাখবে। উভয়ে উভয়ের প্রাপ্য ও হক আদায়ের প্রতি যত্নশীল হবে। সেই সাথে গোঁড়ামী, হঠকারিতা, স্বেচ্ছাচারিতা, অহংকার ইত্যাদি খারাপ চরিত্র থেকে দুরে থাকবে এবং তাদের পারষ্পারিক সুসম্পর্ক ও ভালবাসা পূর্ণ দাম্পত্য জীবনের জন্য যা যা করলে উভয়ে উপকৃত হবে এবং কেউ ক্ষতিগ্রস্ত হবে না তারা তাই করবে। তাহলে ইনশাআল্লাহ তাদের জীবন হয়ে উঠবে সুন্দর, মধুময় ও ভালবাসার রঙ্গে রঙ্গীন।
No comments:
Post a Comment