প্রশ্ন: “মাইজভান্ডারি দরবার শরীফ” এই গুলো কি সহীহ ?
উত্তর: পাক-ভারত উপমহাদেশ সহ পৃথিবীতে এমন কোন পীরের দরবার বা খানকা নেই যেখানে বিদআতি বা শিরকি কার্যক্রম সংঘটিত না হয়। কোথাও কম কোথাও বেশি। বরং এগুলোই শিরক, বিদআত, কুসংস্কার, জাল-জয়ীফ হাদিস, আজগুবি কিচ্ছা-কাহিনী ইত্যাদির উৎপাদন ও পরিচর্যা কেন্দ্র। এরাই সমাজে ধর্মের নামে অধর্ম বিস্তারের কাজ করে থাকে। এরাই অজ্ঞ ও ধর্মভীরু মানুষের আবেগকে কাজে লাগিয়ে দ্বীনের অপব্যাখ্যা ও বিকৃতি সাধনের পাশাপাশি মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন এবং ধর্ম ব্যবসা পরিচালনা করে। এই সকল শয়তানের আখড়াগুলোর বিরুদ্ধে সর্বস্তরের মানুষের সচেতন হওয়া আবশ্যক। এগুলোর পরিবর্তে আমাদের উচিত, তাওহিদ ও সুন্নাহর জ্ঞান সমৃদ্ধ ও বিশুদ্ধ আকিদার ধারক ও বাহক বিজ্ঞ আলেমদের শরণাপন্ন হওয়া, তাদের নিকট থেকে কুরআন ও সুন্নাহ ভিত্তিক সঠিক জ্ঞান অর্জন করে আমল করার পথ নির্দেশনা লাভ করা, দ্বীন সম্পর্কে কোন কিছু না জানলে তাদেরকে জিজ্ঞাসা করে সঠিক করণীয় বর্জনীয় সম্পর্কে জেনে নেওয়া।
মহান আল্লাহ তৌফিক দান করুন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।
No comments:
Post a Comment