Tuesday, December 2, 2025

পুরুষের অনুপস্থিতে কি মহিলা নবজাতক শিশুর কানে আযান দিতে পারে

 আসলে নব জাতকের কানে আজান দেয়া বৈধ না কি অবৈধ -এ বিষয়টিই দ্বিমত পূর্ণ। কেননা এ মর্মে হাদিসগুলো সহিহ-জঈফ হওয়ার ব্যাপারে মুহাদ্দিসদের মাঝে মতানৈক্য পরিলক্ষিত হয়।

যাহোক, তবে আযান দেয়ার হাদিসগুলোকে অনেক মুহাদ্দিস সহীহ বলেছেন আর যুগে যুগে মুসলিমদের মাঝে এই আমল চলে আসছে। সুতরাং নব জাতক শিশুর কানে আযান দেয়া জায়েজ রয়েছে-এটাই অধিক গ্রহণযোগ্য মত। তবে এ আজান দিবে পুরুষ। পুরুষের অনুপস্থিতিতে মহিলা আযান দিতে পারবে কি না এ বিষয়টিও মতানৈক্য পূর্ণ। এ মতানৈক্যের কারণ হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা সাহাবীদের যুগে মহিলা কর্তৃক শিশুর নিকট আযান দেয়ার ব্যাপারে কোন হাদিস পাওয়া যায় না। এই কারণে অনেক আলেম বলেন, মহিলারা আযান দিতে পারবে না। তারা আরেকটি কারণ বলেন, আযান মূলত: পুরুষদের বৈশিষ্ট্য। চাই তা নামাযের জন্য হোক অথবা অন্য কারণে হোক, কেবল পুরুষরাই আজান দিবে; মহিলারা নয়। আরেকদল আলেম বলেন, এখানে আজান দেয়ার উদ্দেশ্য, শিশুর কানে আল্লাহর বড়ত্ব ও তাওহিদের বাণী পৌঁছে দেয়া। সুতরাং নারী বা পুরুষ যেই হোক আজান দিলে এই উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে যায়। সুতরাং কোন কারণে পুরুষের আজান দেয়া অসম্ভব হলে যদি মহিলা নবজাতক শিশুর কানে আজান দেয় তাহলে তা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তবে এ আজান দিতে হবে নিচু স্বরে যেন তার আওয়াজ পরপুরুষ না শুনে। আল্লাহু আলাম।
-الله أعلم بالصواب
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate